জেলার জন্য কোনও নতুন ট্রেন নেই। অন্তর্বর্তী রেল বাজেটে বীরভূম জেলার প্রাপ্তি বলতে উত্তরবঙ্গগামী কয়েকটি সাপ্তাহিক ট্রেন বোলপুর, সাঁইথিয়া, সিউড়ি, রামপুরহাট, নলহাটি, মুরারই স্টেশনের উপর দিয়ে যাতায়াত করবে। বুধবার রেল বাজেট প্রকাশের পরে তৃণমূল সাংসদ শতাব্দী রায় বলেন, “রেল বাজেট ভাল করে দেখা হয়নি। তবে বেশ কিছু ট্রেনের স্টপেজ, নলহাটিতে রেল ওভারব্রিজের কাজ দ্রুত শেষ করার দাবি ছিল। এ ছাড়া, মুরারই থানার মাকুয়া রেলব্রিজের অনুমোদনের জন্য অনেক চিঠি করেছি। সাঁইথিয়া রেল সেতু সম্প্রসারণের দাবিও দীর্ঘদিনের। সেগুলি যদি বাজেটে অনুমোদন বা দ্রুত কাজ করার জন্য কোনও প্রস্তাব বা প্রকল্প নেওয়া থাকে, তা হলে বলব বাজেট ঠিক আছে।” প্রসঙ্গত, সাঁইথিয়ার মতো ব্যস্ত শহরের দু’প্রান্তের যোগাযোগের প্রধান ব্যবস্থা বলতে ওই রেলসেতু। কিন্তু প্রাচীন এই সেতু প্রস্থে এতই কম যে একটা ট্রাক বা গাড়ি গেলে ওই সেতু দিয়ে হেঁটে চলাচল করা দায়। ফলে রাস্তার কারণে প্রতিদিন যানজট হল এই শহরের নিত্য সঙ্গী।
এ দিনের বাজেট প্রসঙ্গে তৃণমূল বিধায়ক তথা রাজ্য মন্ত্রীসভার উচ্চ এবং কারিগরি শিক্ষা দফতরের পরিষদীয় সচিব আশিস বন্দ্যোপাধ্যায়ের ক্ষোভ, “রামপুরহাটে শতাব্দী এক্সপ্রেসের স্টপেজের দাবি এলাকাবাসীর দীর্ঘদিনের। এই রেল বাজেটে সামান্য স্টপেজটুকু অনুমোদন করতে পারেনি। এ ছাড়া রামপুরহাট থেকে দিল্লি যাওয়ার ট্রেনের দাবি দীর্ঘদিনের। সেই ট্রেনেরও কোনও ঘোষণা হয়নি।” সিপিএম সাংসদ রামচন্দ্র ডোম অবশ্য এই অন্তর্বর্তী রেল বাজেটে কী পাওয়া গেল বা গেল না তাই নিয়ে তেমন উৎসাহিত নন। তিনি বলেন, “এই বাজেটে নতুন কিছু প্রকল্পের ঘোষণা করা যাবে না। তবে বেশ কিছু প্যাসেঞ্জার ট্রেনের প্রয়োজন আছে। সেগুলি পাওয়া গেলে ভাল হয়।”
অন্য দিকে, সাঁইথিয়া থেকে মুর্শিদাবাদের চৌরিগাছা পর্যন্ত নতুন রেল লাইনের জন্য সমীক্ষা করার কথা রেল বাজেটে উল্লেখ থাকলেও খুশি নন ওই রেললাইন দাবির সঙ্গে যুক্ত যুক্ত আন্দোলনকারীরা। তাঁদের ক্ষোভ, ওই রেললাইনের সমীক্ষার কাজ তো হয়েই আছে। এখন তো রেল লাইনের কাজ শুরু করার জন্য টাকা অনুমোদন হওয়ার কথা। রামপুরহাট প্যসেঞ্জার অ্যাসোসিয়েশনের(সিটু অনুমোদিত) সভাপতি নিয়ামত আলি বলেন, “বর্ধমানের খানা থেকে মালদহ পর্যন্ত অসমাপ্ত ডবল লাইনের কাজের ব্যাপারে এই রেল বাজেটে কোনও উল্লেখ নেই।” তাঁর কটাক্ষ, “লোকসভা নির্বাচনের আগে কংগ্রেস সরকার তাদের একটা সুবিধাবাদী নীতি নিয়ে এই বাজেট করবে, এতে আশ্চর্য হওয়ার কিছু নেই।” |