এক নাবালিকাকে যৌন নিগ্রহের অভিযোগ উঠল পড়শি এক ব্যক্তির বিরুদ্ধে। মঙ্গলবার রাতে এই মর্মে বোলপুর থানায় অভিযোগ দায়ের হয়েছে। পুলিশ জানায়, অভিযুক্ত ব্যক্তির খোঁজ চলছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গত ৩ ফেব্রুয়ারি মহিদাপুর গ্রামের ওই ছাত্রীকে একা পেয়ে পড়শি কাবিল মোল্লা যৌন নিগ্রহ করে বলে অভিযোগ। ওই নাবালিকার পরিবারের দাবি, বিষয়টি জানাজানি এলাকায় অন্য রকম পরিস্থিতি হতে পারে এমন আশঙ্কা করে এত দিন থানায় জানায়নি। পরে পরিবারের তরফে অভিযোগ দায়ের করা হয়েছে।
|
গাড়ির ধাক্কায় মৃত্যু হল এক মোটরবাইক আরোহীর। বুধবার সন্ধ্যায় দুর্ঘটনাটি ঘটে নলহাটির গোপালপুর মোড়ের কাছে। মৃতের নাম কামাল শেখ (৬৪)। বাড়ি নলহাটির মাঠকলিঠা গ্রামে। একটি বাইকে তিন জন মাঠকলিঠা গ্রামে তাঁদের বাড়ি ফিরছিলেন। উল্টো দিক থেকে আসা একটি গাড়ির ধাক্কায় তিন জন ছিটকে পড়েন। ঘটনাস্থলেই মৃত্যু বৃদ্ধের। বাকিরা হাসপাতালে ভর্তি।
|
পুরসভার উদ্যোগে বুধবার থেকে শুরু হল সাঁইথিয়া বই মেলা। স্থানীয় শশীভূষণ দত্ত বালিকা বিদ্যালয়ে এ দিন প্রদীপ জ্বালিয়ে ও ঘণ্টা বাজিয়ে মেলার উদ্বোধন করেন প্রাবন্ধিক অমিত্রসুদন ভট্টাচার্য ও জেলা সভাধিপতি বিকাশ রায়চৌধুরী। উপস্থিত ছিলেন পুরপ্রধান বিপ্লব দত্ত, ছড়াকার আশিস বন্দ্যোপাধ্যায়, সাহিত্যিক আদিত্য মুখোপাধ্যায়-সহ বহু বিশিষ্টজন। এই বই মেলা এ বার চতুর্থ বর্ষে পড়ল।
|
নিত্যানন্দ জন্ম উদ্যাপন কমিটির পক্ষ থেকে ময়ূরেশ্বরের বীরচন্দ্রপুরে শুরু হয়েছে নিত্যানন্দের ৫৪১তম জন্ম মহোৎসব। ৯ ফেব্রুয়ারি শুরু হওয়া অনুষ্ঠান শুক্রবার শেষ হবে। মঠের কর্মকর্তা জীবশরণ দাস জানান, এই উপলক্ষে প্রতিদিন মঠ তথা ‘নিতাই বাড়ি’তে প্রায় তিরিশ হাজার মানুষের পঙ্ক্তি ভোজের ব্যবস্থা করা হয়েছে।
|
নানুরের বাসিন্দাদের উদ্যোগে বিশালাক্ষী মন্দির চত্বরে বুধবার থেকে শুরু হয়েছে চার দিনের হরিগুণানু কীর্তন মহামহোৎসব। ১৮ বছরে পড়ল। আয়োজক সংস্থার সভাপতি অসীম ভট্টাচার্য জানান, সাতটি গ্রাম থেকে মুষ্টি ভিক্ষা করে দু’বেলা দৈনিক প্রায় চল্লিশ হাজার মানুষের পঙ্ক্তি ভোজের ব্যবস্থা করা হয়েছে।
|
সাংসদ শতাব্দী রায়ের এলাকা উন্নয়নের টাকায় সিউড়ি ৫ নম্বর ওয়ার্ডের পাইকপাড়ায় রাস্তা ও নর্দমা নির্মাণ হয়। বুধবার সকালে ওই রাস্তা ও নর্দমার উদ্বোধন উপলক্ষে একটি অনুষ্ঠান হয়। |