আদিবাসী ক্রীড়া ও সংস্কৃতি উৎসব
নিজস্ব সংবাদদাতা • কালনা |
আদিবাসী ক্রীড়া ও সাংস্কৃতিক উৎসব হয়ে গেল কালনা ২ ব্লকের বৈদ্যপুর রামকৃষ্ণ বিদ্যাপীঠের মাঠে। বুধবার বর্ধমান জেলা পুলিশের উদ্যোগে ওই অনুষ্ঠান হয়। অনুষ্ঠানের উদ্বোধন করেন রাজ্যের ক্ষুদ্র, কুটীর ও প্রাণিসম্পদ উন্নয়ন দফতরের মন্ত্রী স্বপন দেবনাথ। কালনা ও কাটোয়া মহকুমার ছ’টি থানা এলাকার চারশোরও বেশি প্রতিযোগী ওই প্রতিযোগিতায় যোগ দেয়। |
দে দৌড়। কালনায় চলছে আদিবাসী ক্রীড়া। —নিজস্ব চিত্র। |
দৌড়, তীরন্দাজি, দড়ি টানাটানি, আদিবাসী নৃত্য ইত্যাদির আয়োজন ছিল। পুলিশের তরফে প্রতিযোগিদের দুপুরে খাওয়ানোর ব্যবস্থাও করা হয়। অনুষ্ঠানে হাজির ছিলেন অতিরিক্ত জেলাশাসক তরুণ হালদার, জেলা সভাধিপতি দেবু টুডু, অতিরিক্ত জেলাশাসক হৃষিকেশ মুদি, কালনার এসডিপিও ইন্দ্রজিৎ সরকার প্রমুখ।
|
জয়ী নেতাজি
নিজস্ব সংবাদদাতা • বর্ধমান |
দ্বিতীয় ডিভিশন ক্রিকেট প্রতিযোগিতায় পারবীরহাটা নেতাজি সঙ্ঘ ৪১ রানে হারিয়েছে বড়শূল ইয়ংমেন্স অ্যাসোসিয়েশনকে। এ দিন নেতাজি প্রথমে ৩২.৩ ওভারে ১১৭ রান করে। দলের সঞ্জয় রায় ২৩ রান করেন ও দেবজ্যোতি মিত্র ২৩ রানে ৪ উইকেট দখল করেন। পরে বড়শূল ২৭ ওভারে ৭৬ রান করে সকলে আউট হয়ে যায়। বড়শূলের সনাতন মুখোপাধ্যায় ৩ ও অমিত ডোম ও রোহিত কুণ্ডু দুটি করে উইকেট পান। সুদীপ্ত মুখোপাধ্যায় ২১ রান করেন।
|
পুকুরে দেহ উদ্ধার
নিজস্ব সংবাদদাতা • কাটোয়া |
পুকুর থেকে এক যুবকের দেহ উদ্ধার হল কাটোয়ায়। বুধবার কাটোয়ার মণ্ডলহাট ঘোষপুকুর থেকে গোপাল দেবনাথ (৪৫) নামে ওই ব্যক্তির দেহ মেলে। এলাকারই বাসিন্দা তিনি। তাঁর পরিবার সূত্রে জানা গিয়েছে, রবিবার থেকেই খোঁজ মিলছিল না তাঁর। |