পরীক্ষা দিয়ে বাড়ি ফেরার পথে লরির ধাক্কায় মৃত্যু হল এক ছাত্রীর। সোমবার দেগঙ্গার গোবিলা মেড়োর কাছে টাকি রোডে ওই দুর্ঘটনা ঘটে। পুলিশ জানিয়ছে, মোসলেমা খাতুন (১৭) নামে ওই ছাত্রী দেগঙ্গার হাদিপুর সিনিয়ার মাদ্রাসায় পড়ত। এ দিন ইয়াজপুর হাই মাদ্রাসায় মাধ্যমিকের বাংলা বিষয়ের পরীক্ষা দিয়ে সাইকেলে বাড়ি ফেরার সময় ওই দুর্ঘটনা ঘটে।
|
বারুইপুরের খাসমল্লিকপুরে বাসের চাকায় এক ব্যক্তি পিষ্ট হয়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। ক্ষিপ্ত জনতা প্রায় দু’ঘণ্টা রাস্তা অবরোধ করে। পুলিশ জানায়, মৃতের নাম গদাধর চক্রবর্তী (৫০)। সাইকেলে যাওয়ার সময়ে তিনি পড়ে যান। একটি বাস তাঁকে পিষে দেয়। |