সংগঠনেরই সিদ্ধান্ত ছিল পোস্টার, প্ল্যাকার্ড ও কাট-আউটে থাকবে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি। কিন্তু তৃণমূল যুবার সমাবেশ উপলক্ষে অন্য ছবি দেখল বারাসত। সেখানে ছবি-ফেস্টুনে মুখ্যমন্ত্রী আছেন। তবে সর্বত্র নয়। সংখ্যাতেও বেশি নয়। বেশি উপস্থিতি তৃণমূল যুবার সর্বভারতীয় সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। কিন্তু মঙ্গলবার যুবার ওই সমাবেশে তিনি যাননি। সংগঠন সূত্রের খবর, সাংগঠনিক সিদ্ধান্ত যাঁরা মানেননি, তাঁদের এক রকম বার্তা দিতেই এই সিদ্ধান্ত ক্ষুব্ধ সভাপতির। সমাবেশে উপস্থিত ছিলেন, তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক মুকুল রায়, রাজ্য সম্পাদক সুব্রত বক্সী, মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়ের মতো নেতারা।
বারাসতের শেঠপুকুর মাঠে এ দিন দুপুরে ছিল তৃণমূল যুবার সমাবেশ। সমাবেশের জন্য ৩৪ ও ৩৫ নম্বর জাতীয় সড়ক তথা জেলার বিভিন্ন জায়গায় রাস্তার দু’পাশ এবং ওভারহেড গেট ভরিয়ে দেওয়া হয়েছিল পোস্টার, কাট-আউটে। সেখানে কোনও কাট-আউটে অভিষেকের বিশাল ছবির পাশে ছোট্ট ছবিতে ছিলেন তৃণমূলের শীর্ষ নেতারা। কোনও কাট-আউটে আবার শুধুই অভিষেকের ছবি। তৃণমূল যুবা সূত্রের খবর, এ সব নিয়ে সংগঠনের অন্দরে ক্ষোভ বাড়ছিল। এর আগেও এ ধরনের পোস্টার, কাট-আউট দেখা গিয়েছে হাওড়া, হুগলিতে। তখনই তা নিয়ে আপত্তি ওঠায় অতি উৎসাহী যুবা-কর্মীদের সাংগঠনিক ভাবে জানিয়ে দেওয়া হয়েছিল, দলের মুখ বলতে মানুষ যাঁকে চেনেন, সেই মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া, কারও ছবি রাজনৈতিক কর্মসূচি বা প্রচারে ব্যবহারের ক্ষেত্রে সতর্ক থাকতে হবে।
তৃণমূল যুবার এক নেতা জানান, বারাসতে যুবা-কর্মীরা সেই নির্দেশ না মানায় ক্ষুব্ধ হন অভিষেক। ওই কর্মীদের বার্তা দিতেই শেষ পর্যন্ত অভিষেক সমাবেশে আসেননি। তাঁর জন্য কিছু ক্ষণ অপেক্ষা করার পরে সমাবেশ শুরু হয়ে যায়। সংগঠন সূত্রের ইঙ্গিত, কথার অবাধ্য হওয়ার জন্য সংশ্লিষ্ট কর্মীদের বিরুদ্ধে অচিরেই কড়া ব্যবস্থা নেওয়া হতে পারে। |