টুকরো খবর
খোরজুনা ধর্ষণ কাণ্ডে ফের সাক্ষ্যগ্রহণ আগামী ১০ মার্চ
সরকার পক্ষের আইজীবীরা জরুরি কাজে বাইরে থাকায় আদালতে হাজির থাকতে পারেননি। তার ফলে মঙ্গলবার হল না খোরজুনা ধর্ষণ কাণ্ডের সাক্ষ্য গ্রহণ। সরকারী আইনজীবীর সূত্রে জানা গিয়েছে, ফের সাক্ষ্যগ্রহণ শুরু হবে আগামী ১০ মার্চ থেকে। চলবে টানা আট দিন ধরে। মঙ্গলবার কান্দি মহকুমা আদালতের ফার্স্ট ফাস্ট ট্র্যাক কোর্টের বিচারক চিন্ময় চট্টোপাধ্যায়ের এজলাসে ছিল ওই কাণ্ডের সাক্ষ্য গ্রহণ। সরকার পক্ষের আইনজীবী উৎপল রায় ও সুনীল চক্রবর্তী বিচারকের কাছে জরুরি কাজের কথা জানিয়ে আবেদন জানান। ওই আবেদনের ভিত্তিতে এ দিন সাক্ষ্য গ্রহণ স্থগিত রাখেন এবং পরবর্তী সাক্ষ্য গ্রহণের দিন ঘোষণা করেন বিচারক। গত ২৭ জানুয়ারি খোরজুনা ধর্ষণ কাণ্ডের সাক্ষ্য গ্রহণ শুরু হয়েছে। এই ঘটনায় মোট ২২ জনের সাক্ষ্য দেওয়ার কথা রয়েছে। তবে এখনও পর্যন্ত সাক্ষ্য দিয়েছেন মৃতার স্বামী ও এক প্রতিবেশী। ২০১৩ সালের জুন মাসে বড়ঞার খোরজুনা গ্রামে এক মহিলাকে ধর্ষণ করে খুনের অভিযোগ উঠেছিল। ঘটনার তদন্তে নেমে পুলিশে প্রকাশ দাস নামে এক পড়শি যুবককে গ্রেফতার করে।

পুরনো খবর:
খেত থেকে উদ্ধার দেহ
খেত থেকে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সকালে বড়ঞার কাপসা গ্রামের মাঠ থেকে উত্তম মণ্ডল (৪৮) নামে ওই ব্যক্তির দেহ উদ্ধার করা হয়। পুলিশ ও মৃতের পারিবারিক সূত্রে জানা গিয়েছে, পেশায় মুদি ব্যবসায়ী উত্তমবাবু স্থানীয় ঝিকরহাটি গ্রামের বাসিন্দা। সোমবার বিকালে সাইকেল নিয়ে তিনি স্থানীয় আন্দি বাজারে দোকানের জিনিস কিনতে গিয়েছিলেন। কিন্তু রাত হয়ে গেলেও তিনি আর বাড়ি ফেরেননি। এরপর উত্তমবাবুর পরিবার ও পড়শিরা এলাকায় খোঁজ শুরু করলেও হদিশ মেলেনি। মঙ্গলবার সকালে পাশের গ্রামের মাঠে একটি দেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন স্থানীয় চাষিরা। এরপর উত্তমবাবুর পরিবারের লোকেরা গিয়ে তাঁর দেহ সনাক্ত করেন। পুলিশ জানিয়েছে, মৃতদেহের পাশ থেকে সাইকেল, দোকানের জিনিস, একটি ওড়না ও কীটনাশক উদ্ধার করা হয়েছে। কীভাবে ওই ব্যক্তির মৃত্যু হল তা নিয়ে পুলিশ ধন্দে রয়েছে । দেহটি কান্দি মহকুমা হাসপাতালে ময়না-তদন্তের জন্য পাঠানো হয়েছে। কান্দির এসডিপিও সন্দীপ সেন বলেন, “প্রাথমিক ভাবে অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু করা হয়েছে।”

মাটি চাপা পড়ে মৃত্যু যুবকের
মাটি চাপা পড়ে মৃত্যু হয়েছে এক যুবকের। মঙ্গলবার বড়ঞার রাঙাবালি গ্রামের এই ঘটনায় মৃতের নাম রাজীব ঘোষ (২৫)। স্থানীয় এই যুবক পেশায় ট্রাক্টর চালক। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এ দিন সকালে গ্রামের একটি পুকুরে মাটি খননের কাজ চলছিল। সেই মাটি ট্রাক্টরে বোঝাই করে নিয়ে যাওয়া হচ্ছিল অন্যত্র। ট্রাক্টরটি পুকুর পারের রাস্তার ধারে দাঁড় করিয়ে রেখে পুকুরের নীচে বসে ছিলেন রাজীব। হঠাৎই পাড়ের মাটি ধসে গুরুতর জখম হন ওই ব্যক্তি। তাঁকে কান্দি মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন।

স্কুলে টাকা দান শিক্ষকের
নিজের স্কুলের কৃতী ছাত্রদের পুরস্কৃত করতে ৫০ হাজার টাকা দান করলেন অবসরপ্রাপ্ত শিক্ষক গোলাম হোসেন বিশ্বাস। নওদা থানা এলাকার দুর্লভপুর হাইস্কুলের শিক্ষক গোলাম হোসেন বিশ্বাস গত ৩১ ডিসেম্বর অবসর নিলেও মঙ্গলবার তিনি ওই স্কুলের প্রধান শিক্ষক শ্যামলকুমার মণ্ডলের হাতে ৫০ হাজার টাকা তুলে দেন। প্রধান শিক্ষক শ্যামলবাবু বলেন, “আমাদের স্কুল থেকে প্রতি বছর মাধ্যমিক পরীক্ষায় সর্বোচ্চ নম্বরপ্রাপ্ত ছাত্রকে ওই টাকা থেকে পাওয়া ব্যাঙ্ক সুদের টাকা দেওয়া হবে।”

নাবালিকার বিয়ে রুখল প্রশাসন
গায়ে হলুদের অনুষ্ঠানে হাজির হয়ে এক নাবালিকার বিয়ে রুখলেন যুগ্ম বিডিও। বুধবার মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জের বাসিন্দা অষ্টম শ্রেণির ওই ছাত্রীর বিয়ে হওয়ার কথা ছিল সুতির এক যুবকের সঙ্গে। মঙ্গলবার দুপুরে গায়ে হলুদের অনুষ্ঠানের সময়েই পড়শিদের থেকে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন রঘুনাথগঞ্জ-১ ব্লকের যুগ্ম বিডিও সমীর মণ্ডল। তাঁরই হস্তক্ষেপে বন্ধ হয়ে যায় বিয়ে।

বিদ্যালয়ের উদ্বোধন
রানিনগর-১ ও ভগবানগোলা-২ ব্লক এলাকায় দুটি প্রাথমিক বিদ্যালয় সোমবার উদ্বোধন হয়েছে। ওই উদ্বোধন অনুষ্ঠানে হাজির ছিলেন জেলা প্রাথমিক শিক্ষা সংসদের সভাপতি সাগির হোসেন ছাড়াও জেলাশাসক ওয়াই রত্নাকর রাও এবং অতিরিক্ত জেলাশাসক (জেলাপরিষদ) নেধারাম মণ্ডল।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.