টুকরো খবর |
খুনের চেষ্টা, গ্রেফতার বন্ধু
নিজস্ব সংবাদদাতা • ঝাড়গ্রাম |
কাটারির কোপে বন্ধুকে খুনের চেষ্টার অভিযোগে এক যুবককে গ্রেফতার করেছে ঝাড়গ্রাম থানার পুলিশ। ধৃত গৌতম মাহাতোর বাড়ি খড়্গপুর গ্রামীণ থানার হরিয়াতাড়া গ্রামে। মঙ্গলবার ভোরে হরিয়াতাড়া থেকেই অভিযুক্তকে গ্রেফতার করা হয়। সোমবার রাতে ঝাড়গ্রামের গোলবাঁধি গ্রামের বাসিন্দা পেশায় রাজমিস্ত্রি পুলক মাহাতো কাজ সেরে ফেরার পথে আক্রান্ত হন। অভিযোগ, ঝাড়গ্রামের বালিভাসা এলাকায় পুলকবাবুর উপর আচমকা কাটারি নিয়ে চড়াও হন গৌতম ও তাঁর এক সঙ্গী। কাটারির কোপে গলায় গুরুতর আঘাত পান পুলকবাবু। ছুটে পালানোর সময় বেলতলায় সংজ্ঞা হারিয়ে পড়ে যান তিনি। মানিকপাড়া বিট হাউসের পুলিশ তাঁকে উদ্ধার করে। মানিকপাড়া স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করানো হয় তাঁকে। তিনি বিপদমুক্ত বলে জানান চিকিত্সকেরা। পুলকবাবুর দাদা তারক মাহাতোর অভিযোগের ভিত্তিতে গৌতম মাহাতোকে গ্রেফতার করা হয়। গৌতমের ‘ফেরার’ সঙ্গীর খোঁজে পুলিশ তল্লাশি চালাচ্ছে। এ দিন ঝাড়গ্রাম আদালতে তোলা হলে তদন্তের স্বার্থে গৌতমকে তিন দিন পুলিশ হেফাজতে রাখার নির্দেশ হয়। পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, পুলকবাবু ও গৌতমের মধ্যে বন্ধুত্ব ছিল। তবে সম্প্রতি পুলকবাবুর এক আত্মীয়ার (স্ত্রী) প্রতি গৌতমের আচরণকে কেন্দ্র করে উভয়ের মধ্যে সম্পর্কের অবনতি হয়েছিল। কিছুদিন আগে গৌতমকে সতর্কও করেছিলেন পুলকবাবু। তারই পরিণতিতে এই হামলা বলে পুলিশের অনুমান।
|
নৃত্যশিল্পীর দেহ উদ্ধার
নিজস্ব সংবাদদাতা • এগরা |
পুকুর থেকে উদ্ধার হল এক নৃত্যশিল্পীর দেহ। মঙ্গলবার পটাশপুর থানার দক্ষিণ খাড় গ্রামের একটি পুকুর থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় নামে ওই শিল্পীর দেহ উদ্ধার হয়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সরস্বতী পুজো উপলক্ষে গত ৬ ফেব্রুয়ারি দক্ষিণ খাড় গ্রামে এক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। ওই অনুষ্ঠানে উত্তর ২৪ পরগনার বারাসতের একটি দল নৃত্য পরিবেশন করে। অভিযোগ, অনুষ্ঠান চলাকালীন হঠাত্ ওই দলের নৃত্যশিল্পী অভিষেক নিখোঁজ হয়ে যান। তাঁর বাড়ি বারাসতে। গত ৭ ফেব্রুয়ারি অভিষেকের বাবা নয়ন বন্দ্যোপাধ্যায় পটাশপুর থানায় একটি নিখোঁজ ডায়েরি করেন। তারপর এ দিন দক্ষিণখাড়ের একটি পুকুর থেকে অভিষেকের দেহ উদ্ধার হয়। তাঁর মৃত্যুর কারণ সম্পর্কে এখনও কিছু জানা যায়নি। এ দিন নয়নবাবু ছেলের দেহ শনাক্ত করেন। পুলিশ মৃতদেহটি ময়না-তদন্তে পাঠিয়েছে।
|
পিছোল চার্জগঠন
নিজস্ব সংবাদদাতা • তমলুক |
ফের পিছোল নন্দীগ্রাম নিখোঁজ মামলার চার্জগঠন। ওই মামলায় অভিযুক্ত সিপিএম মেতা লক্ষ্মণ শেঠ, অমিয় সাহু, অশোক গুড়িয়া-সহ ৮৮ জনের বিরুদ্ধে চার্জ গঠনের দিন পিছিয়ে হল ১৪ ফেব্রুয়ারি, শুক্রবার। মঙ্গলবার পূর্ব মেদিনীপুর জেলা আদালতে অভিযুক্তদের বিরুদ্ধে চার্জ গঠনের দিন ধার্য ছিল। এ দিন জেলা আদালতে ওই মামলায় জামিন প্রাপ্ত ও জেল হেফাজতে থাকা ৭১ জন অভিযুক্তের মধ্যে ৫ জন অনুপস্থিত ছিলেন। জেলা ও দায়রা বিচারকের এজলাসে ওই মামলায় সরকার ও অভিযুক্ত পক্ষের আইনজীবীর বক্তব্য শোনার পর বিচারক মধুমতি মিত্র আগামী ১৪ ফেব্রুয়ারি চার্জ গঠনের দিন ধার্জ করেন।
|
ট্রেনের ধাক্কায় মৃত মা-ছেলে
নিজস্ব সংবাদদাতা • তমলুক |
প্রহরীবিহীন লেভেল ক্রসিং পার হওয়ার সময় ট্রেনে কাটা পড়ে মৃত্যু হল মা ও ছেলের। মঙ্গলবার বিকালে দুর্ঘটনাটি ঘটেছে তমলুকের নিমকুন্ঠায়। মৃতদের নাম সুচিত্রা মাইতি (২৬), দেবজ্যোতি মাইতি (৮)। রেল পুলিশ সূত্রে খবর, নিমকুন্ঠা এলাকার বাসিন্দা সঞ্চিতাদেবী সাইকেলের পিছনে দেবজ্যোতিকে বসিয়ে ছবি আঁকার শিক্ষকের কাছ থেকে ফিরছিলেন। স্থানীয় কণ্ঠিবার গ্রামে প্রহরীবিহীন লেভেল ক্রসিং পার হওয়ার সময় পাঁশকুড়া থেকে হলদিয়াগামী একটি লোকাল ট্রেন তাঁদের ধাক্কা মারে। ঘটনাস্থলেই মৃত্যু হয় মা ও ছেলের।
|
ডিএসও-র দাবি
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
বেশ কিছু দাবিতে সোমবার বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ে ডেপুটেশন দিয়েছে ডিএসও। সংগঠনের বক্তব্য, বিএ, বিএসসি, বিকম-এর তৃতীয় বর্ষের (পার্ট থ্রি) পরীক্ষার ফর্ম ফিলাপের সময় কলেজগুলো অতিরিক্ত ফি নিচ্ছে। কনভোকেশন ফি’ও আদায় করা হচ্ছে। এটা অন্যায়। ডিএসও’র পক্ষে সিদ্ধার্থশঙ্কর ঘাঁটা, মৃন্ময় দাসরা বলেন, “আশা করব, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এই ফি আদায় বন্ধ করবেন।”
|
ছাত্রীদের দাবি
নিজস্ব সংবাদদাতা • কাঁথি |
বিদ্যালয়ের এক আংশিক সময়ের শিক্ষিকাকে স্থায়ী ভাবে স্কুলে রাখার দাবিতে মুখ্যমন্ত্রীর উদ্দেশে ব্লক অফিসে ডেপুটেশন দিল রামনগর বালিকা বিদ্যালয়ের ছাত্রীরা। সোমবার দুপুরে স্কুলের শতাধিক ছাত্রী দল বেঁধে এসেছিল ব্লক অফিসে। তারা জানায়, আগামী ২৮ ফেব্রুয়ারি তানিয়া হাজরা নামে ওই আংশিক সময়ের শিক্ষিকার মেয়াদ শেষ হচ্ছে। ওই শিক্ষিকাকে স্থায়ী ভাবে নিয়োগের দাবি জানায় তারা।
|
নবস্বাক্ষরদের বার্ষিক ক্রীড়া
নিজস্ব সংবাদদাতা • কাঁথি |
পূর্ব মেদিনীপুর জেলা জনশিক্ষা প্রসার দফতরের উদ্যোগে মঙ্গলবার কাঁথির অরবিন্দ স্টেডিয়ামে জেলার নবস্বাক্ষর ও পড়ুয়াদের ২০তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা হল। প্রতিযোগিতার উদ্বোধন করেন জেলা সভাধিপতি মধুরিমা মণ্ডল। জেলার ২৫টি ব্লক ও ৫টি পুরসভা এলাকার এক হাজারের বেশি প্রতিযোগী ২২টি বিভাগে যোগ দেন।
|
ধর্ষণের চেষ্টা, ধৃত
নিজস্ব সংবাদদাতা • তমলুক |
বাড়ির মধ্যে ঢুকে প্রতিবেশী বধূকে ধর্ষণের চেষ্টার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করল পুলিশ। সোমবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুরের কোলাঘাট থানার সাগরবাড় এলাকায়। ধৃতের নাম শেখ ইমরান আলি। মঙ্গলবার আদালতে ধৃতের ৮ দিনের জেল হেফাজতের নির্দেশ হয়।
|
সমর-খুনে ধৃত |
নন্দীগ্রামের তৃণমূল নেতা সমর মাইতি খুনের ঘটনায় মূল অভিযুক্ত শেখ নাজিমুদ্দিনের ছেলে শেখ কলিমুদ্দিনকে গ্রেফতার করল পুলিশ। সোমবার রাতে উত্তর চব্বিশ পরগনার সোদপুর এলাকা থেকে কলিমুদ্দিনকে ধরা হয়। মঙ্গলবার ধৃতকে হলদিয়া মহকুমা আদালতে তোলা হলে তিন দিনের পুলিশি হেফাজতে পাঠান বিচারক। এর আগে নন্দীগ্রামের সিপিএম নেতা অশোক গুড়িয়া-সহ সাত জনকে ধরেছিল পুলিশ। |
|