|
|
|
|
ডিমের ঝোল পড়ল পাতে |
নিজস্ব সংবাদদাতা • ঝাড়গ্রাম |
অবশেষে বেলপাহাড়ি রাষ্ট্রীয় আদিবাসী আবাসিক উচ্চ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের আবাসিক ছাত্রীদের আমিষ খাবার দেওয়া শুরু হল। মঙ্গলবার রাত থেকেই আবাসিক পড়ুয়াদের আমিষ খাবার দেওয়া শুরু হয়েছে। মঙ্গলবার রাতের খাবারে আবাসিক পড়ুয়াদের ডিমের ঝোল-ভাত খাওয়ানো হয়। এ দিন দুপুরে বেলপাহাড়িতে গিয়েছিলেন অনগ্রসর শ্রেণি কল্যাণ দফতরের জেলা প্রকল্প আধিকারিক রাহুল নাথ। বিডিও অফিসে হস্টেল সুপার উর্মিলা সর্দার ও সহ শিক্ষিকা গৌরী মজুমদারকে ডেকে পাঠিয়ে তাঁদের সঙ্গে কথা বলেন রাহুলবাবু। প্রশাসন সূত্রের খবর, এ দিন স্কুলের সহ শিক্ষিকা গৌরী মজুমদারকে সাময়িক ভাবে টিচার ইন চার্জের দায়িত্ব দেওয়া হয়েছে। গৌরীদেবী অবশ্য কিছুতেই দায়িত্ব নিতে রাজি ছিলেন না। প্রশাসনিক অনুরোধে শেষ পর্যন্ত তিনি রাজি হন। আজ, বুধবার দুপুরে ছাত্রীদের মাছের ঝোল-ভাত খাওয়ানো হবে। জেলাশাসক গুলাম আলি আনসারি বলেন, “স্কুলটির সমস্যা মেটানোর চেষ্টা হচ্ছে। পরিকাঠামো উন্নয়নেও জোর দেওয়া হবে।”
নানা অব্যবস্থার জেরে ওই স্কুলের অভিভাবকেরা সোমবার বেলপাহাড়ি ব্লক অফিসের সামনে অবস্থান-বিক্ষোভ করে বিডিও’কে ১১ দফা স্মারকলিপি দিয়েছিলেন। প্রধান শিক্ষিকার অবর্তমানে স্কুলটির পরিচালন ব্যবস্থা ভেঙে পড়ার অভিযোগ করেছিলেন অভিভাবকেরা। হস্টেল কর্তৃপক্ষ ও প্রশাসনের মধ্যে সমন্বয়ের অভাবে গত এক মাস ধরে আবাসিকদের নিরামিষ খাওয়ানো হচ্ছিল। যেখানে সপ্তাহে তিন দিন মাছ, ডিম ও মাংস দেওয়ার কথা। |
|
|
|
|
|