|
|
|
|
উন্নয়নের খতিয়ান দিয়ে হোর্ডিং বসছে জেলা জুড়ে |
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
সামনে লোকসভা নির্বাচন। তার আগে রাজ্য সরকারের উন্নয়নমূলক কাজকর্মের খতিয়ান তুলে ধরে প্রচারে নামার তোড়জোড় শুরু হল পশ্চিম মেদিনীপুরে। জেলা তথ্য ও সংস্কৃতি দফতরের উদ্যোগে মোট ৫১টি হোর্ডিংয়ে প্রচার চালানো হবে। জানানো হবে, গত আড়াই বছরে জেলায় কী কী কাজ হয়েছে। মঙ্গলবারই এ নিয়ে জেলা তথ্য ও সংস্কৃতি আধিকারিক কৌশিক নন্দীর সঙ্গে আলোচনা হয়েছে তথ্য ও সংস্কৃতি কর্মাধ্যক্ষ শ্যামপদ পাত্রের। আলোচনার পর তথ্য ও সংস্কৃতি কর্মাধ্যক্ষ শ্যামপদবাবু বলেন, “গত আড়াই বছরে প্রচুর কাজ হয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিষ্ঠা নিয়ে কাজ করছেন। তাই তড়িত্-গতিতে কাজ এগোচ্ছে। এই সময়ের মধ্যে কী কী উন্নয়নমূলক কাজকর্ম হয়েছে, হোর্ডিংয়ের মাধ্যমে তা মানুষের কাছে তুলে ধরা হবে।”
৫১টি হোর্ডিং কোথায় কোথায় হবে, সেই সিদ্ধান্তও চূড়ান্ত হয়েছে। পশ্চিম মেদিনীপুরে ২৯টি ব্লক রয়েছে। ৮টি পুরসভা রয়েছে। সিদ্ধান্ত হয়েছে, প্রতি ব্লক অফিস এবং পুরসভা চত্বরের আশপাশে একটি করে হোর্ডিং থাকবে। জেলা পরিষদ, কালেক্টরেট, জেলার ৪টি মহকুমাশাসকের অফিস চত্বরেও একটি করে হোর্ডিং রাখা হবে। এ ছাড়া মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতাল, ঝাড়গ্রাম জেলা হাসপাতাল, খড়্গপুর ও ঘাটাল মহকুমা হাসপাতালে থাকবে হোর্ডিং। মেদিনীপুরে জেলা তথ্য ও সংস্কৃতি দফতর এবং দফতরের তিনটি মহকুমা অফিস চত্বরেও একটি করে হোর্ডিং রাখা হবে। এই সব এলাকায় প্রতিদিন নানা কাজে মানুষজন আসেন। তাই এই সিদ্ধান্ত। জানা গিয়েছে, হোর্ডিংয়ে ছবি-সহ কাজের খতিয়ান থাকবে। জানানো হবে, গত আড়াই বছরে স্বাস্থ্য-শিক্ষাক্ষেত্রে পশ্চিম মেদিনীপুর জেলায় ঠিক কী কী উন্নয়নমূলক কাজকর্ম হয়েছে। কী ভাবে জেলার লোকশিল্পীদের পাশে রাজ্য সরকার দাঁড়িয়েছে। পশ্চিমাঞ্চল উন্নয়ন পর্ষদের বরাদ্দ অর্থেই বা কী কী কাজ হয়েছে। খতিয়ানে থাকছে জঙ্গলমহলের উন্নয়নে মুখ্যমন্ত্রীর বিশেষ প্যাকেজের প্রসঙ্গও। |
|
|
|
|
|