টুকরো খবর
বিবাগী কানহেলার দেখা মিলল মহানন্দার জঙ্গলে
জাতীয় সড়কের ধারে দাঁড়িয়ে থাকা ‘বিবাগী’ গণ্ডার কানহেলার দেখা মিলল মুখ্যমন্ত্রীর কনভয় থেকেও। যদিও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে গণ্ডারটিকে না দেখলেও, মুখ্যসচিব গণ্ডারটিকে দেখেছেন বলে জানা গিয়েছে। মঙ্গলবার বিকেলে মুখ্যমন্ত্রীর কনভয় শিলিগুড়ি থেকে সেবক হয়ে ডুয়ার্সে যায়। উত্তরকন্যায় মন্ত্রিসভার বৈঠক সেরে মুখ্যমন্ত্রীর কনভয় যখন শিলিগুড়ি শহর ছাড়ে ততক্ষণ বিকেলের আলো অনেকটাই কমে এসেছে। মহানন্দা জঙ্গল ঘেঁষে ৩১ এ জাতীয় সড়কের পাশেই দাঁড়িয়ে ছিল কনভয়টি। দশ মাইল এবং আট মাইল এলাকার মাঝে গণ্ডারটিকে দেখা গিয়েছে। পাশে গণ্ডার থাকায়, কনভয়ের যাতায়াতের কোনও হয়নি। বন দফতর সূত্রে জানা গিয়েছে, কনভয় চলে যাওয়ার দীর্ঘক্ষণ পরে গণ্ডারটি জাতীয় সড়ক পাড় হয়ে উল্টোদিকের জঙ্গলে চলে যায়। দার্জিলিঙের বন্যপ্রাণ ১ বিভাগের ডিএফও বাসব রাজ বলেন, “প্রায় দিনই গণ্ডারটি ওই পথে রাস্তা পারাপার করে। এ দিন কনভয় থেকেও গণ্ডারটি দেখা গিয়েছে। তবে কোনও সমস্যা হয়নি।” বছর তিনেক আগে সঙ্গিনী দখলের লড়াইয়ে গরুমারা জঙ্গল ছাড়ে কান হেলা নামে গণ্ডারটি। তারপর থেকে অনেক চেষ্টাতেও সেটিকে আর গরুমারায় ফেরানো যায়নি বলে বন দফতর সূত্রের খবর।

পুরনো খবর:

বাঘের কামড়ে জখম
বাঘের কামড়ে জখম হলেন এক মত্‌স্যজীবী। দক্ষিণ ২৪ পরগনার কুলতলির কিশোরীমোহনপুর গ্রামের জয়ন্ত প্রধান নামে ওই মত্‌স্যজীবীকে জামতলা গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাটি ঘটে ঠাকুরান নদীর আজলমারী-৮ নম্বর জঙ্গলে। বন দফতর সূত্রের খবর, রবিবার সকালে কিশোরীমোহনপুর গ্রামের ৬ জন মত্‌স্যজীবীর একটি দল নৌকায় কাঁকড়া ধরতে বেরিয়েছিল। ওই দলেই ছিলেন জয়ন্ত। ওই দিন বিকেলে জঙ্গলের ধারে নদীতে কাঁকড়া ধরার সময় তার উপর ঝাঁপয়ে পড়ে বাঘ। সঙ্গে থাকা অন্য মত্‌স্যজীবীরা লাঠি, বৈঠা নিয়ে বাঘকে তাড়া করলে সে পালিয়ে যায়। জেলার ডিএফও লিপিকা রায় বলেন, “ওই মত্‌স্যজীবীর বৈধ কাগজপত্র ছিল। তাঁর চিকিত্‌সার সমস্ত খরচ বহন করা হবে।”

হাতির হামলা বড়জোড়ায়
হাতির হামলায় ক্ষতিগ্রস্ত হল চারটি কাঁচা বাড়ি ও অঙ্গনওয়াড়ি কেন্দ্র। সোমবার রাতে ঘটনাটি ঘটেছে বড়জোড়া থানার খাঁড়ারি গ্রামে। শান্তি বাগদি নামের এক ক্ষতিগ্রস্ত বাসিন্দার দাবি, “আমাদের এলাকায় গত কয়েকদিন ধরে প্রায় দেড়শো হাতি ঘোরাঘুরি করছে। তারাই বাড়ি-ঘর ভাঙছে। কিন্তু বন কর্মীদের দেখা নেই।” আর এক বাসিন্দা অভিজিৎ কর্মকারের দাবি, “হাতির পালের ভয়ে আমরা রাতে ঘর থেকে বের হতে পারছি না। দিনেও রাস্তার উপর চলে আসছে হাতির পাল। জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে।” ডিএফও (বাঁকুড়া উত্তর) সুধীরচন্দ্র দাস বলেন, “হাতির দলটিকে খেদানোর কাজ চলছে। তবে বারবার ওরা দল ভেঙে ছড়িয়ে পড়ায় সুবিধা করা যাচ্ছে না। তবে আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি।”

গন্ডারের হামলা
লোকালয়ে ঢুকে যাওয়া একটি গন্ডারের হামলায় মৃত্যু হল এক ব্যক্তির। জখম হয়েছেন অনেকে। কাজিরাঙা জঙ্গলের কাছে মাজুলির পশুমারা গ্রামে ঘটনাটি ঘটে। বন দফতর জানিয়েছে, কাজিরাঙা থেকে লোকালয়ে ঢুকে পড়েছে গন্ডারটি। সেটির হামলায় বুয়া রাম নামে এক গ্রামবাসীর মৃত্যু হয়। এখন মাজুলির বিভিন্ন জায়গায় ঘুরছে গন্ডারটি। তার সামনে পড়ে জখম হয়েছেন স্থানীয় অনেক বাসিন্দা। বনকর্মীরা সেখানে পৌঁছনোর পর গ্রামবাসীদের বিক্ষোভের মুখে পড়েছেন। গন্ডারটিকে জঙ্গলে ফেরানোর চেষ্টা চলছে।

 
খেলার ছলে
চিনের একটি চিড়িয়াখানায়। ছবি: রয়টার্স।

তাড়া খেয়ে দুবরাজপুর স্পোর্টস অ্যাসোসিয়েশন ক্লাবে ঢুকে পড়ে লক্ষ্মী পেঁচা।
মঙ্গলবার দয়াল সেনগুপ্তের তোলা ছবি।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.