সম্প্রতি উত্তরপাড়া ইয়ংমেনস্ অ্যাসোসিয়েশনের চৌষট্টিতম বার্ষিক দৌড় প্রতিযোগিতা হল। পুরুষদের ৫০০০ মিটার ওই প্রতিযোগিতা শুরু হয় কোন্নগর বাটা থেকে। শেষ হয় উত্তরপাড়ায় নিউ জিটি রোড এবং নেতাজি সুভাষ রোডের সংযোগস্থলে। ১২০ জন যোগদান করেন। প্রথম হন শশীভূষণ সিংহ। দ্বিতীয় এবং তৃতীয় স্থান অধিকার করেন শুভঙ্কর ঘোষ ও ভূপেন মণ্ডল। সফল প্রতিযোগীদের হাতে পুরস্কার তুলে দেন প্রাক্তন ফুটবলার তুলসিদাস বলরাম।
|
সরস্বতী পুজো উপলক্ষে চার দিনব্যাপী অনুষ্ঠান হয়ে গেল ধনেখালির মুইদিপুরে। মুইদিপুর অলস্টার ক্লাবের উদ্যোগে তাদের মাঠে সাংস্কৃতিক অনুষ্ঠান ছাড়াও ছিল খেলা, ক্যুইজ, অঙ্কন, নৃত্য ও সঙ্গীত প্রতিযোগিতা। উদ্যোক্তারা জানান, রবীন্দ্রসঙ্গীত ও নজরুল সঙ্গীত প্রতিযোগিতায় পুরষ্কৃত হন শিবাইচণ্ডীর কোয়েল ভৌমিক। |