|
|
|
|
কড়া সনিয়া, বহিষ্কৃত সীমান্ধ্রের ৬ সাংসদ |
নিজস্ব সংবাদদাতা • নয়াদিল্লি
১১ ফেব্রুয়ারি |
সংসদে তেলঙ্গানা বিল পাশের পথ মসৃণ করতে সীমান্ধ্রের ৬ সাংসদকে দল থেকে বহিষ্কার করল কংগ্রেস। হাইকম্যান্ড সূত্রে খবর, অন্ধ্র ভাগের সিদ্ধান্তের বিরুদ্ধে হট্টগোল করে সংসদের অধিবেশন পণ্ড করার দায়ে আজ তাঁদের বহিষ্কার করা হল। তা ছাড়া, ওই ৬ জন তেলুগু দেশম-সহ অন্য কয়েকটি দলের সাংসদদের সঙ্গে হাত মিলিয়ে কেন্দ্রের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাবও আনতে চেয়েছিলেন। এআইসিসি-র শৃঙ্খলারক্ষা কমিটির এই বহিষ্কারের সিদ্ধান্তে সিলমোহর দেন সভানেত্রী সনিয়া গাঁধী। এর পর সম্ভবত আগামিকাল বা পরশু লোকসভায় তেলঙ্গানা রাজ্য গঠন বিলটি পেশ করতে পারে সরকার।
টানা পাঁচ দিন তেলঙ্গানা সংক্রান্ত হইচইয়ে সংসদের দুই কক্ষের অধিবেশনই মুলতুবি করেছে। বিলটি আজই রাজ্যসভায় পেশ করার সিদ্ধান্ত নিয়েছিল কেন্দ্র। কিন্তু রাজ্যসভার চেয়ারম্যান হামিদ আনসারি সরকারকে জানান, যে হেতু পৃথক রাজ্য গঠনের সঙ্গে বিপুল পরিমাণ অর্থ বরাদ্দের বিষয়টি জড়িত, তাই এটি লোকসভায় আনা হোক। তা ছাড়া, অতীতে রাজ্য পুনর্গঠন সংক্রান্ত সব বিল লোকসভাতেই পেশ হয়েছে। এই যুক্তি ও কিছুটা বিতর্কের মুখে পড়ে শেষ পর্যন্ত রাজ্যসভায় বিলটি পেশ করা থেকে পিছু হটে কেন্দ্র।
সরকার বিলটি কেন প্রথমে রাজ্যসভায় পেশ করতে চেয়েছিল?
কারণ, রাজ্যসভা চিরস্থায়ী সভা। সেখানে হট্টগোলের জন্য কোনও বিল পাশ না হলেও সেটি প্রাসঙ্গিক থেকে যায়। কিন্তু লোকসভায় বিল পাশ না হলে সরকারের মেয়াদ শেষের সঙ্গে সঙ্গে ওই বিলও খারিজ হয়ে যাবে। কংগ্রেসের সমস্যা হল, লোকসভায় সীমান্ধ্রের সাংসদ সংখ্যা বেশি। উপরন্তু, ৬ বিদ্রোহী সাংসদের অন্যতম, শব্বম হরি আজ হুমকি দেন যে, তেলঙ্গানা বিল পেশ হলেই তিনি লোকসভার ওয়েলে নেমে নিজের গায়ে আগুন দেবেন। অনেকের মতে, সার্বিক পরিস্থিতি বিচার করেই তাঁদের বহিষ্কার করে কৌশলী চাল দিল কংগ্রেস। সে ক্ষেত্রে তাঁদের হট্টগোলের জন্য বিল পাশ না হলে বিরোধীরা সনিয়া-রাহুলকে দুষতে পারবেন না। পাশাপাশি কংগ্রেসও বলতে পারবে যে, তেলঙ্গানা গঠনে বাধা দিলে দলের সাংসদদেরও তারা রেয়াত করে না।
বস্তুত, সীমান্ধ্রের আরও এক ডজন কংগ্রেস সাংসদ বলেছেন, তাঁরা তেলঙ্গানা বিলের বিপক্ষে ভোট দেবেন। কিন্তু বহিষ্কৃত ৬ জনের মতো নিজের দলের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনায় তাঁদের সায় নেই। ৬ সাংসদকে বহিষ্কারের মাধ্যমে সনিয়া অন্ধ্রের মুখ্যমন্ত্রী কিরণকুমার রেড্ডিকেও সতর্কবার্তা পাঠালেন বলে মনে করা হচ্ছে। তবে অনেকে মনে করছেন, ওই ৬ জনকে বহিষ্কার করে সনিয়া তাঁদের শহিদ হওয়ার একটা সুযোগ দিলেন। |
|
|
|
|
|