আউশগ্রামে ধর্ষণে ধৃত যুবক
নিজস্ব সংবাদদাতা • বর্ধমান |
আখ খেতে নিয়ে গিয়ে এক মূক ও বধির মানসিক প্রতিবন্ধী যুবতীকে ধর্ষণের অভিযোগে এক জনকে গ্রেফতার করল পুলিশ। তবে আরেক অভিযুক্ত এখনও পলাতক। প্রায় দু’মাস আগে আউশগ্রাম থানার ভেদিয়ার বাগবাটিতে ঘটনাটি ঘটেছিল। জেলা পুলিশ সুপার সৈয়দ মহম্মদ হোসেন মির্জা জানান, অভিযুক্ত দুই যুবক ও ওই যুবতী বাদবাটিরই বাসিন্দা। ধর্ষণের পরে গর্ভবতী হয়ে পড়েন ওই যুবতী। তাঁর শারীরিক অবস্থা দেখে জিজ্ঞাসাবাদ করে বাড়ির লোক ধর্ষণের কথা জানতে পারেন। সোমবার ধর্ষিতার বাবা আউশগ্রাম থানায় গ্রামেরই সোনু ওরফে বিকু দে এবং অন্তু কোনারের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। গ্রামে ঘুরে ধর্ষণকারীদের দেখিয়েও দেন ওই যুবতী। মঙ্গলবার বিকুকে গ্রেফতার করে আদালতে তোলে পুলিশ।
|
জয়ী নবীন সঙ্ঘ
নিজস্ব সংবাদদাতা • বর্ধমান |
দ্বিতীয় ডিভিশন ভলিবল লিগে খেতাব জিতল রাইপুর নবীন সঙ্ঘ। শেষ খেলায় তারা ২৫-১৪, ২২-২৫ ও ২৫-১৪ পয়েন্টে সরমস্তপুর যুবক সঙ্ঘকে হারায়। প্রতিযোগিতায় রানার্স হয়েছে সরমস্তপুর। তৃতীয় হয়েছে রাইপুর অনাদী মালখণ্ডী। সুপার ফোর পর্বের শেষ দলটি ছিল নবোদয় সঙ্ঘ। আন্তঃজেলা অনূর্ধ্ব ১৪ মিনি ভলিবলে যোগ দিতে বর্ধমানের ছেলেদের দল বালুরঘাট রওনা হচ্ছে বৃহস্পতিবার। বালুরঘাট স্টেডিয়ামে ১৪-১৬ ফেব্রুয়ারি প্রতিযোগিতা হবে। ওই দলটিকে গত এক সপ্তাহ অরবিন্দ স্টেডিয়ামে প্রশিক্ষণ দেওয়া হয়েছে।
|
সুপার ফোরে সুব্রত
নিজস্ব সংবাদদাতা • বর্ধমান |
দ্বিতীয় ডিভিশন ক্রিকেট লিগে সুব্রত স্মৃতি সঙ্ঘ ১৯৯ রানে হারাল তরুণ স্মৃতি সঙ্ঘকে। প্রথমে ব্যাট করতে নেমে ৩৫ ওভারে ৪ উইকেটে সুব্রত ২৭৯ রান করে। দলের স্বস্তায়ন রায় ৮৩, মানবেন্দ্র দত্ত ৫৭ ও দীপেন মণ্ডল ৫০ রান করেন। পরে তরুণ সঙ্ঘ ২৭ ওভারে ৮০ রান করে। দলের শুভম দাস ৩১ রানে ২ ও সুমিত মহন্ত ৩৭ রানে ২ উইকেট দখল করেন। সুব্রতর সুমিত অগ্রবাল ৩ রানে ৩, সুজন ৪ রানে ২ ও মহম্মদ সরিফ ১৯ রানে ৩ উইকেট দখল করেন। ইতিমধ্যে সুপার ফোরে উঠে গিয়েছে সুব্রত সঙ্ঘ। |