মালবাজারে কাল সভা মুখ্যমন্ত্রীর
কাল, বুধবার ডুয়ার্সের মালবাজারে আদিবাসী বিকাশ পরিষদের সংবর্ধনা অনুষ্ঠান ও সরকারি অনুষ্ঠানে যোগ দেবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর সফরের জন্যে শেষ মুহুর্তের প্রস্তুতি চলছে মালবাজারে। সোমবার বিকালে প্রস্তুতি খতিয়ে দেখতে মালবাজারে যান উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী গৌতম দেব। মালবাজারের সেনাবাহিনীর মাঠে মঞ্চ তৈরির কাজ খতিয়ে দেখে আদিবাসী বিকাশ পরিষদের নেতাদের সঙ্গেও কথা বলেন গৌতমবাবু।
সভাস্থলে মন্ত্রী। —নিজস্ব চিত্র।
প্রশাসনিক সূত্রের খবর, আদিবাসী বিকাশ পরিষদের সর্বভারতীয় সভাপতি সোমজি ভাই দামোর মুখ্যমন্ত্রীকে বুধবার ‘সানগি দাই’ সম্মানে ভূষিত করবেন। একই সঙ্গে মুখ্যমন্ত্রীকে তীর ধনুকের স্মারক উপহারও দেওয়া হবে। ইতিমধ্যেই মালবাজারে এসেছেন পরিষদের রাজ্য সভাপতি বিরসা তিরকে। আদিবাসী বীরাঙ্গনা সানগি খ্রিস্টপূর্ব চতুর্থ শতকে মগধের সম্রাট অজাতশত্রুর আক্রমণ তিন বার প্রতিহত করেন। মুখ্যমমন্ত্রীকে সানগির সঙ্গে তুলনা করেই তাঁকে ওই সম্মান দেওয়া হচ্ছে বলে বিরসাবাবু জানান। তিনি বলেন, “আদিবাসী সমাজের উন্নতিকল্পে মুখ্যমন্ত্রী যে কাজকর্ম করছেন, তাতে আমরা অভিভূত। তাই মুখ্যমন্ত্রীকে আমরা সম্মান জানাব।” মালবাজারের অনুষ্ঠানে আদিবাসীরা ছাড়াও টোটো, লেপচা, তামাঙ্গ, বোরো প্রমুখ জনজাতির প্রতিনিধিরাও উপস্থিত থাকবেন। সংবর্ধনা অনুষ্ঠানের পরই একই মঞ্চ থেকে সরকারি বিভিন্ন প্রকল্পের সুবিধা প্রদান, উদ্বোধন এবং শিলান্যাস করবেন মুখ্যমন্ত্রী। প্রশাসনিক সূত্রের খবর, ১৮টি প্রকল্পের উদ্বোধন এবং ৩৭টি প্রকল্পের শিলান্যাস করার কথা মুখ্যমন্ত্রীর। এছাড়া সর্বশিক্ষা, কৃষি, মৎস্য, ভূমি ও ভূমি সংস্কার, অনগ্রসর উন্নয়ন দফতরের মারফত একাধিক প্রকল্পের ঘোষণা করা হবে





First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.