ফি নিয়ে সমস্যা না-মেটা সত্ত্বেও কর্তৃপক্ষ নোটিস দিয়ে ছাত্রদের থেকে তা সংগ্রহ করতে উদ্যোগী হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন অভিভাবকেরা। সোমবার শিলিগুড়ি হিন্দি হাই স্কুলে অভিভাবকদের ক্ষোভের মুখে ফি সংগ্রহ বন্ধ করতে বাধ্য হন কর্তৃপক্ষ। অভিভাবকদের অভিযোগ মাত্রাতিরিক্ত হারে ফি নেওয়া হচ্ছিল। অভিভাবক মঞ্চের তরফে, স্কুল পরিদর্শক এবং প্রশাসনের কাছে অভিযোগ করা হয়। সেই মতো স্কুল পরিদর্শকের দফতর থেকে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে রিপোর্ট পাঠানো হয়। ঠিক হয় স্কুল কর্তৃপক্ষকে নিয়ে প্রশাসনের তরফে ফি’র ব্যাপারে আলোচনা হবে। সেই মতো ফি ঠিক করা হবে। তা না হওয়া পর্যন্ত ফি সংগ্রহ করা হবে না। ভর্তির প্রক্রিয়া এবং নতুন ক্লাসে ছাত্রদের পড়াশোনাও চলবে। স্কুল পরিদর্শক সঞ্জীব ঘোষ বলেন, ‘‘১৮ ফেব্রুয়ারি কলকাতায় স্কুল শিক্ষা দফতরের সচিব অর্ণব রায়ের কাছে ওই স্কুলের একটি মামলা নিয়ে শুনানি রয়েছে। তার পরে বিষয়টি ঠিক হবে।” স্কুল সূত্রেই জানা গিয়েছে, সংখ্যালঘু ভাষাভাষীদের স্কুল দাবি করে কর্তৃপক্ষ মামলা করেছিলেন। তাঁরা দাবি করেছিলেন শিক্ষকদের বেতন সরাসরি না হয়ে তাদের নিয়ম মেনে কর্তৃপক্ষের মাধ্যমে হবে। মঞ্চের সম্পাদক সন্দীপন ভট্টাচার্য বলেন, “সমস্যা না মেটা পর্যন্ত স্কুল কর্তৃপক্ষকে ফি সংগ্রহ বন্ধ রাখতে বলা হয়েছিল স্কুল পরিদর্শকের দফতর থেকে। তাঁরা শুনতে চাইছেন না।’’ স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক অনিল কুমার জানান, তিনি আপাতত দায়িত্বে থাকলেও এ সব নিয়ে কিছু বলতে পারবেন না। |