শিল্প-সমস্যা মেটাবে সিনারজি
আজ দাগাপুরে উদ্বোধনে মন্ত্রী
শিল্প স্থাপনে উদ্যোগীদের জমির নামজারি, চরিত্র বদল সংক্রান্ত সমস্যা মেটাতে আজ, মঙ্গলবার চালু হচ্ছে ‘ইউনিক ক্লিয়ারেন্স সেন্টার’। সোমবার দাগাপুরে ‘শিলিগুড়ি সিনারজি’-র উদ্বোধন অনুষ্ঠানে ওই ঘোষণা করেন ক্ষুদ্র ও কুটির এবং বস্ত্রশিল্প দফতরের প্রধান সচিব রাজীব সিংহ। ওই দিন সিনারজির আসরেই ওই সেন্টারের আনুষ্ঠানিক উদ্বোধন হবে। আপাতত ওই কেন্দ্র রাজগঞ্জ ব্লকে খোলা হচ্ছে। রাজগঞ্জ ব্লক ভূমি সংস্কার অফিসে ওই কার্যালয় চলবে। সেখানে জলপাইগুড়ি এবং শিলিগুড়িতে শিল্প স্থাপনের ক্ষেত্রে জমি সংক্রান্ত সমস্যাগুলি মেটানো হবে। অন্যান্য জেলাগুলিতেও একে একে খোলা হবে এ ধরনের ইউনিক ক্লিয়ারেন্স সেন্টার।
এ দিন প্রদীপ জ্বালিয়ে সিনারজির আনুষ্ঠানিক উদ্বোধন করেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী গৌতম দেব। তিনি বলেন, “বর্তমান রাজ্য সরকার শিল্পবান্ধব। শিল্পের জন্য উদ্যোগীদের কাছে জমি রয়েছে। কিন্তু পদ্ধতিগত জটিলতায় সেই সব অনেক জমির চরিত্র বদল এবং মালিকানা পেতে তাঁদের সমস্যা রয়েছে। সেই পদ্ধতি বদলে সমস্ত দফতরগুলিকে এক ছাতার তলায় এনে শিল্পদ্যোগীদের সমস্যা সমাধান করা হচ্ছে।” ক্ষুদ্র কুটির শিল্প দফতর এবং প্রশাসন সূত্রে জানা গিয়েছে, জলপাইগুড়ি জেলায় নামজারি এবং চরিত্র বদল সংক্রান্ত সমস্যায় আটকে রয়েছে অন্তত ৫০০ একর জমি। শিল্পোদ্যোগী বা তাঁদের সংস্থার নামে জমি না-থাকলে বিভিন্ন দফতরের অনুমোদন, ঋণ পেতে অনেক ক্ষেত্রেই সমস্যায় হয়। ক্ষুদ্র ও কুটির শিল্প দফতরের প্রধান সচিব রাজীববাবু বলেন, “পরবর্তীতে অনন্য জেলাতেও এ ধরনের কার্যালয় খোলা হবে। সেখানে পাঁচ জন কর্মী, আধিকারিক থাকবেন। আগামী ৩-৪ মাসের মধ্যে জলপাইগুড়ি এবং শিলিগুড়ি শহরে শিল্পোদ্যোগীদের জমি সংক্রান্ত সমস্ত সমস্যা মিটিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে।” জমি সমস্যা মেটাতে জলপাইগুড়ি জেলার ৫ টি ব্লকে ভূমি সংস্কার অফিসেও অতিরিক্ত কর্মী নিয়োগ করা হয়েছে। এ ব্যাপারে বিশেষ উদ্যোগ গ্রহণ করেছেন জলপাইগুড়ির জেলাশাসক পৃথা সরকার। এ দিন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী জানান, শিল্পের জন্য যোগাযোগ ব্যবস্থার উন্নতি প্রয়োজন। সে জন্য সলসলা বাড়ি থেকে ফুলবাড়ি পর্যন্ত ফোর লেনের রাস্তার কাজ শুরুর জন্য জমির সমস্যা মেটাতে চেষ্টা করা হচ্ছে। শিলিগুড়ি-জলপাইগুড়ি রাস্তা সংস্কারের জন্য ৮৯ কোটি টাকা বরাদ্দ হয়েছে। কোচবিহার বিমান বন্দর সংস্কারে অর্থ বরাদ্দ হয়েছে। বাগডোগরা থেকে রাতের পরিষেবা ফের চালুর চেষ্টা চলছে।
তবে শুধু জমির সমস্যাই নয়, শিল্পোদ্যোগীদের অন্য সমস্যা মেটাতে মঙ্গলবার এবং বুধবার সিনারজিতে ৩০ দফতরের আধিকারিকরা উপস্থিত থাকছেন। ক্ষুদ্র ও কুটির এবং বস্ত্রশিল্প দফতর তো রয়েছেই তার সঙ্গে অর্থ, পরিবেশ, ভূমি সংস্কার, দমকল, বিদ্যুৎ -সহ আরও বেশ কয়েকটি দফতরের আধিকারিকেরাও হাজির থাকছেন।
প্রত্যেক শিল্পোদ্যোগীর বিভিন্ন সমস্যা মেটাতে সংশ্লিষ্ট দফতরের আধিকারিকরা ব্যবস্থা নেবেন। ক্ষুদ্র ও কুটির ও বস্ত্রশিল্প দফতরের উদ্যোগে এই ব্যবস্থা নেওয়া হয়।
কনফেডারেশন অব ইন্ডিয়ান ইন্ডাস্ট্রি এবং শিলিগুড়ি জলপাইগুড়ি উন্নয়ন কর্তৃপক্ষ সহযোগিতা করছে। শিল্পোদ্যোগীদের অনেকেই জানান, শিল্প স্থাপনের অনুমোদনের জন্য তাঁদের দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ থেকে দমকলসহ নানা দফতরে ঘুরে বেড়াতে হয়। একেক দফতর একেক জায়গায়। দীর্ঘদিন ঘুরেও সমস্যা মেটেনি। সে কারণেই বিভিন্ন দফতরগুলিকে এক সঙ্গে একত্র করে সমস্যা সমাধানের ব্যবস্থা করছে রাজ্য সরকার।





First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.