রাজ্যে তাদের দুই বর্তমান সাংসদের নাম রেখেই লোকসভা ভোটের প্রার্থী তালিকা তৈরি করল সিপিআই। রাজ্য কার্যনির্বাহী সমিতির বৈঠকে সোমবার যে তালিকা অনুমোদিত হয়েছে, তাতে মেদিনীপুর ও ঘাটাল কেন্দ্রে দুই বর্তমান সাংসদ প্রবোধ পণ্ডা ও গুরুদাস দাশগুপ্তের নাম রয়েছে। বসিরহাট কেন্দ্রে নতুন প্রার্থী হিসাবে নাম রয়েছে দলের কৃষক সভার নেতা নুরুল হুদার। গুরুদাসবাবু আগেই দলের জানিয়ে দিয়েছেন, তিনি আর ভোটে দাঁড়াতে চান না। কেন্দ্রীয় নেতৃত্বের কাছে পাঠানো তালিকা থেকে শেষ পর্যন্ত গুরুদাসবাবুর নাম বাদ গেলে তাঁর জায়গায় পশ্চিম মেদিনীপুর জেলার এক প্রাক্তন বিধায়কের নাম ভেবে রাখা হয়েছে।
সিপিআই সূত্রের ব্যাখ্যা, গুরুদাসবাবুর মতো ‘হেভিওয়েট’ প্রার্থীর নাম সরাসরি তালিকা থেকে বাদ দেওয়ার ঝুঁকি নিতে চায়নি রাজ্য সিপিআই। রাজ্য সম্পাদকমণ্ডলীর এক সদস্যের বক্তব্য, “গুরুদাসবাবু কেন্দ্রীয় নেতা। তাঁর সঙ্গে কথা বলে দলের কেন্দ্রীয় সম্পাদকমণ্ডলীই এ ব্যাপারে সিদ্ধান্ত নেবে। গুরুদাসবাবুর নাম প্রত্যাহারের কথা কেন্দ্রীয় নেতৃত্ব আনুষ্ঠানিক ভাবে জানালে আমরা নতুন প্রার্থী বেছে নেব ঘাটালের জন্য।” বসিরহাটে নতুন প্রার্থীকে নিয়ে সমস্যা হয়নি। পরিস্থিতি বিচার করে উত্তর ২৪ পরগনা জেলা সিপিএম-ও বসিরহাটে সংখ্যালঘু প্রার্থী চেয়েছিল।
সিপিএমের রাজ্য সম্পাদকমণ্ডলীর তরফে ক’দিন আগেই নির্দেশিকা জারি করে বলা হয়েছে, শারীরিক ভাবে সুস্থ এবং এলাকায় কাজ করতে সক্ষম থাকলে গত বারের সব সাংসদকেই (এখন ৯ জন) এ বার প্রার্থী করতে হবে। সেই নির্দেশিকা নিয়ে আপত্তি উঠেছে কিছু জেলা নেতৃত্বের তরফে। বিশেষত, বর্ধমান জেলা। |