ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক আজহারউদ্দিনকে হাওড়া বা উলুবেড়িয়া থেকে লোকসভা ভোটে প্রার্থী করতে পারে কংগ্রেস। লোকসভা ভোটে পশ্চিমবঙ্গের জন্য প্রার্থী বাছাইয়ের ব্যাপারে কাল কংগ্রেস স্ক্রিনিং কমিটির বৈঠক ছিল। সেখানেই এই মর্মে প্রাথমিক সিদ্ধান্ত হয়েছে। সূত্রের খবর, আজহারউদ্দিনের প্রথম পছন্দ ছিল জঙ্গিপুর লোকসভা কেন্দ্র। কারণ ওই কেন্দ্রে ৭০ শতাংশ সংখ্যালঘু ভোট রয়েছে। কিন্তু সেখানকার বর্তমান সাংসদ অভিজিৎ মুখোপাধ্যায়ের আসন পরিবর্তন নিয়ে রাজ্য কংগ্রেস নেতারা বা হাইকম্যান্ড এখনও কোনও সিদ্ধান্ত নেননি। গত কালের বৈঠকে রাজ্য কংগ্রেসের একাধিক নেতা এই যুক্তি দেন যে জঙ্গিপুর বা বসিরহাটে মুসলিমরা প্রধানত বাংলা ভাষাভাষি। হাওড়া ও উলুবেড়িয়ায় উর্দু ভাষাভাষি সংখ্যালঘু বেশি। তাই আজহারকে সেখানেই প্রার্থী করলে ভাল হবে।
|
মেধাবী ছাত্রছাত্রীদের বিশেষ ভাবে প্রশিক্ষিত করা দরকার বলে মনে করেন রাজ্যপাল এম কে নারায়ণন। তাঁর মতে, মেধাবীদের প্রতিভার বিকাশ ও যথাযথ ব্যবহার নিশ্চিত করতে তাঁদের দিকে বিশেষ নজর দিতে হবে। এর জন্য পৃথক স্কুল খোলার পক্ষপাতী তিনি। প্রথাবহির্ভূত বিজ্ঞান শিক্ষার সংস্থা জগদীশ বোস ন্যাশনাল সায়েন্স ট্যালেন্ট সার্চ (জেবিএনএসটিএস)-এর একটি কর্মশালার উদ্বোধন করে সোমবার এ কথা জানান রাজ্যপাল। আমেরিকা, চিনের ধাঁচে উচ্চমেধার ছেলেমেয়েদের জন্য পৃথক স্কুল গড়ার পরিকল্পনা তাঁদের আছে বলে ওই সংস্থার যুগ্ম আহ্বায়ক অনিরুদ্ধ লাহিড়ী পরে জানান।
|
ভর্তুকির বোঝা কমাতে রাজ্যের সরকারি পরিবহণ নিগমগুলিতে স্বেচ্ছাবসর চালু হয়েছে। এ বার বাস চালানোর জন্য চুক্তির ভিত্তিতে চালক, কন্ডাক্টর এবং রক্ষণাবেক্ষণের কর্মী নেওয়ার প্রক্রিয়া শুরু হচ্ছে। আজ, মঙ্গলবার মন্ত্রিসভার বৈঠকে এই মর্মে প্রস্তাব আসছে। নবান্ন সূত্রের খবর, সিএসটিসি-র জন্য ৭৬২ জন চালক, ৭৮৮ জন কন্ডাক্টর, এসবিএসটিসি-র জন্য ১৫২ জন চালক, ১৬৫ জন কন্ডাক্টর এবং এনবিএসটিসি-র জন্য ৮১৫ জন চালক, ৮৮৫ জন কন্ডাক্টর আর ১৫০ জন রক্ষণাবেক্ষণের কর্মী নেওয়ার প্রস্তাব আনা হচ্ছে মন্ত্রিসভার বৈঠকে। তিন বছরের চুক্তিতে ওই কর্মীদের নিয়োগ করা হবে।
|
উচ্চ মাধ্যমিকে মোট নম্বরের নিয়ম বদলানো হচ্ছে। সর্বাধিক পাঁচটি নম্বর যোগ করে উচ্চ মাধ্যমিকে পরীক্ষার্থীর মোট নম্বরের হিসেব কষা হবে। তাতে দু’টি ভাষার নম্বর থাকা বাধ্যতামূলক নয়। আগে এটা আবশ্যিক ছিল। স্কুলশিক্ষা দফতরের সবুজ সঙ্কেত পেলে সংসদ এ বারের উচ্চ মাধ্যমিক থেকেই নতুন পদ্ধতিতে মোট নম্বর দিতে চায়। সংসদ-সচিব সুব্রত ঘোষ সোমবার বলেন, “সর্বভারতীয় প্রতিযোগিতায় আমাদের ছাত্রছাত্রীরা যাতে পিছিয়ে না-পড়ে, সেই জন্যই মোট নম্বরে দুই ভাষার নম্বর বাধ্যতামূলক না-করার সিদ্ধান্ত হয়েছে।”
|
পরপর তিনটি ব্রিগেড সমাবেশ করল তৃণমূল, বিজেপি ও বামফ্রন্ট। কিন্তু তিন দলের কেউই নারী নিগ্রহ, লগ্নি সংস্থার দুর্নীতি বা শিক্ষায় অরাজকতা দমনের দিশা দেখাতে পারেনি বলে সোমবার অভিযোগ তুলল পিডিএস। রানি রাসমণি অ্যাভিনিউয়ের সমাবেশে দলের সভাপতি সৈফুদ্দিন চৌধুরী, রাজ্য সম্পাদক সমীর পুততুণ্ড বলেন, রাজনীতি, অর্থনীতি-সহ বিভিন্ন ক্ষেত্রে অপরাধ বন্ধ করা এখন সব চেয়ে বেশি প্রয়োজন। |