টুকরো খবর
মারধরের নালিশ জয়পুরে
ব্রিগেডের সভা সেরে বাড়ি ফেরার পরে তাদের তিন কর্মীকে মারধর করা হয়েছে বলে অভিযোগ করল সিপিএম। রবিবার রাতে ঘটনাটি ঘটেছে বাঁকুড়ার জয়পুর থানার বালিগুমা গ্রামে তৃণমূলের লোকজন ওই তিন জনকে মারধর করে বলে অভিযোগ। সিপিএমের জয়পুর জোনাল কমিটির সম্পাদক বিশ্বনাথ দে বলেন, “বালিগুমা গ্রামে ফেরার পর রাতেই মারধর করা হয় আমাদের তিন কর্মীকে। রফিকুল খাঁয়ের আঘাত গুরুতর। তাকে বাঁকুড়া মেডিক্যালে ভর্তি করানো হয়েছে।” পাশের মড়ার গ্রামের পাঁচ সিপিএম কর্মীকেও স্থানীয় খড়কাটা গ্রামে আটকে তিন জনের মোবাইল কেড়ে মারধর করা হয় বলে দাবি বিশ্বনাথবাবুর। পুলিশে অবশ্য অভিযোগ করা হয়নি। অভিযোগ অস্বীকার করে তৃণমূলের জয়পুর ব্লক সভাপতি স্বপন কোলে বলেন, “ঘরের ঝামেলাকে পার্টিগত ঝামেলা বলে চালাতে চাইছে সিপিএম। আমাদের কর্মীদের নামে মিথ্যা অভিযোগ তোলা হচ্ছে।”

ট্রেন থেকে পড়ে মৃত
ট্রেন থেকে পড়ে মৃত্যু হয়েছে এক যুবকের। মৃত নরোত্তম মাহাতোর (২৩) বাড়ি ঝালদা থানার সারাম্ব গ্রামে। রবিবার রাতে দুর্ঘটনাটি ঘটে কোটশিলা-মুরী শাখায়। রেলপুলিশ সূত্রের খবর, পেশায় রাজমিস্ত্রি নরোত্তম রাঁচি থেকে বাড়ি ফিরছিলেন। তুলিন স্টেশনের কাছে চলন্ত ট্রেন থেকে নীচে পড়ে যান। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

আধার কার্ড নিয়ে হয়রানি
আধার কার্ড করতে এসে মানবাজারে হয়রানির মুখে পড়লেন বাসিন্দারা। ঠেলাঠেলিতে কয়েক জন অল্পবিস্তর আহত হন। খবর পেয়ে বিডিও পুলিশ মোতায়েন করার নির্দেশ দেন। মানবাজার রাধামাধব বিদ্যায়তনে সোমবার থেকে আধার কার্ডের ছবি তোলার কাজ চলছিল। কিন্তু, দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থেকে জনতার ধৈর্যচ্যুতি হচ্ছিল। স্থানীয় প্রিন্স রোডের প্রবীণ বাসিন্দা দিলীপ মুখোপাধ্যায় বলেন, “১১টায় আমার ছবি তোলার সময় দেওয়া ছিল। এখন ৫টা বাজে। এখনও আমার ছবি তোলা হয়নি। অনেকে দীর্ঘসময় দাঁড়িয়ে থেকে অসুস্থ হয়ে পড়েছেন।” মানবাজারের ব্যবসায়ী গণেশ দত্তর ক্ষোভ, “দোকান বন্ধ করে চার ঘণ্টারও বেশি হল, দাঁড়িয়ে আছি। লাইন আর নড়ে না।” জনতার আরও অভিযোগ, পুরুষ-মহিলা আলাদা লাইন থাকছে না। ঘরের ভিতরে আলোর ব্যবস্থা নেই। মানবাজারের বিডিও সায়ক দেব বলেন, “আধার কার্ডের ছবি তোলাতে গিয়ে অনেকের হয়রানি হচ্ছে এবং দীর্ঘক্ষণ বসে থাকতে হচ্ছে বলে খবর পেয়েছি। ওখানে পুলিশ মোতায়েন করা হয়েছে। কলকাতা থেকে নিয়োজিত এজেন্সি ছবি তোলার কাজ করছে। জেলা কর্তৃপক্ষকে ঘটনার কথা জানিয়েছি।”

আর্ট কলেজ চেয়ে চিঠি
যামিনী রায়, রামকিঙ্করের জেলা বাঁকুড়ায় আর্ট কলেজের দাবি জানাল ছান্দারের চারু ও কারু শিল্পের প্রতিষ্ঠান ‘অভিব্যক্তি’। এই দাবিতে বাঁকুড়ার জেলাশাসককে চিঠি লিখেছেন সংস্থার সম্পাদক উৎপল চক্রবর্তী। তাঁর কথায়, “আমাদের সংস্থায় চারটি আর্ট গ্যালারি আছে। দেড় বিঘা জমিও রয়েছে। প্রয়োজনে এখানেও করা যেতে পারে আর্ট কলেজ। আমরা সানন্দে এ সব দিতে রাজি। তবু, বাঁকুড়ার দুই বিশ্বখ্যাত শিল্পী যামিনী রায় ও রামকিঙ্কর বেইজের নামে জেলায় একটা আর্ট কলেজ হোক, এটাই আমাদের আবেদন।” উৎপলবাবু জানান, এই জেলার বহু ছাত্র-ছাত্রী আর্ট কলেজে ভর্তির জন্য বাইরে যান। স্থানাভাবে ভর্তি হতে না পেরে ফিরে আসতে হয়। সে কারণে বিষয়টিকে গুরুত্ব দিয়ে দেখার আবেদন জানানো হয়েছে। জেলাশাসক বিজয় ভারতী বলেন, “ওই সংস্থার কাছ আবেদন পেয়েছি। প্রস্তাবটি রাজ্য তথ্য-সংস্কৃতি দফতরে পাঠিয়েছি। পাশ হলে পদক্ষেপ করা হবে।”

জয়ী আদ্রা
রঘুনাথপুরে ভলিবল প্রতিযোগিতা।—নিজস্ব চিত্র।
আদ্রা ভলিবল অ্যাকাডেমি হারিয়ে দিল কাশীপুর থানার ভলিবল দলকে। শনিবার রঘুনাথপুর মহকুমা ক্রীড়াঙ্গনে একদিনের রক্ষাকর মণ্ডল স্মৃতি ভলিবল প্রতিযোগিতা হয়। উদ্যোক্তা ছিল মহকুমা ক্রীড়া সংস্থা। যোগ দিয়েছিল এলাকার আটটি দল। সে দিনই সকালে হয়েছে ১০ কিলোমিটার রোড রেস। প্রায় ৫০ জন প্রতিযোগী দৌড়ে যোগ দিয়েছিলেন। দৌড় শুরু হয়েছিল ঝাড়ুখামার মোড় থেকে। শেষ হয়েছে রঘুনাথপুর শহরের এটিম গ্রাউন্ডে। অন্য দিকে, রবিবার রঘুনাথপুর মহকুমা ক্রীড়াঙ্গনে মহকুমা ক্রীড়া সংস্থার ২০তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা হল। সংস্থার তরফে পরেশ পাল জানান, মোট ২৯টি বিভাগে যোগ দিয়েছিল প্রায় ২০০ জন।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.