টুকরো খবর
অবৈধ, এগরা পুরসভার নির্মাণকাজ বন্ধে নোটিস
সেই ভবন। —নিজস্ব চিত্র।
অবৈধ অভিযোগে এগরা পুরসভার নির্মীয়মান এক মার্কেট কমপ্লেক্সে কাজ বন্ধের নোটিস ঝোলাল মহকুমা প্রশাসন। এগরা শহরের দিঘা মোড়ে এগরা পুরসভা ও এক ঠিকাদারের যৌথ উদ্যোগে ২০১২ সাল থেকে মার্কেট কমপ্লেক্সটি তৈরির কাজ চলছে। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, ২০১১ সালের ১৫ নভেম্বর পূর্ত দফতর কোনও স্থায়ী নির্মাণ করা যাবে না শর্তে একটি শিশু উদ্যান গড়ার জন্য ওই জমিটি এগরা পুরসভাকে দিয়েছিল। পরে অবৈধ ভাবে ওই জমিতে বহুতল হচ্ছে দেখে পূর্ত দফতর মহকুমাশাসক ও জেলাশাসককে অভিযোগ জানায়। কাঁথি ডিভিশনের অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার নিরঞ্জন মাহাতো জানান, খেজুরির পূর্ব পানমারি গ্রামের বাসিন্দা উদয়শঙ্কর চট্ট্যোপাধ্যায় এই নিয়ে কলকাতা হাইকোর্টে পিটিশন দাখিল করেন। এছাড়াও স্থানীয় বাসিন্দাদের অভিযোগের ভিত্তিতে ২০১৩ সালের ৯ ডিসেম্বর ব্লক ভূমি সংস্কার আধিকারিককে তদন্তের নির্দেশ দেওয়া হয়। তদন্ত রিপোর্ট পাওয়ার পর গত ৭ ফেব্রুয়ারি নির্মীয়মাণ বহুতলে কাজ বন্ধের নোটিস ঝোলানো হয়। এগরার পুরপ্রধান স্বপন নায়ক অবশ্য এখনও দাবি করছেন, “ওই নির্মাণ অবৈধ নয়। পূর্ত দফতর অকারণে সমস্যা তৈরি করছে।” তবে এগরার মহকুমাশাসক অসীমকুমার বিশ্বাস স্পষ্ট জানিয়ে দেন, “আইন মেনেই কাজ বন্ধের নোটিস দেওয়া হয়েছে। ভবিষ্যতে এ বিষয়ে উপযুক্ত পদক্ষেপ করা হবে।”

পূর্বে জেলা বইমেলা শুরু
নিজস্ব সংবাদদাতা • হলদিয়া
জেলা বইমেলার উদ্বোধন মহিষাদলে
নবম পূর্ব মেদিনীপুর জেলা বইমেলার উদ্বোধন হল সোমবার। এ দিন মহিষাদল রাজবাড়ি সংলগ্ন ছোলাবাড়ির মাঠে বইমেলার আনুষ্ঠানিক সূচনা করেন বিশিষ্ট সাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায়। উপস্থিত ছিলেন সাংসদ শুভেন্দু অধিকারী, অভিনেত্রী সন্ধ্যা রায় প্রমুখ। বইমেলা কমিটির অন্যতম সংগঠক জেলা পরিষদের শিক্ষা কর্মাধ্যক্ষ মামুদ হোসেন জানান, মেলায় প্রায় ১০০টি স্টল বসেছে। এ দিন উদ্বোধনী অনুষ্ঠানে শুভেন্দুবাবু এবং শীর্ষেন্দুবাবু রাজর্ষি মহাপাত্রের ‘স্বাধীনতা আন্দোলনের - রাজ থেকে স্বরাজ’ এবং সুস্নাত জানার কাব্যগ্রন্থ ‘অপরূপ শতাব্দীর নিশানে’ বই দু’টি প্রকাশ করেন।

কন্যাগুরুকুলে বিশেষ অনুষ্ঠান
অনুষ্ঠানে শঙ্কর রায়চৌধুরী।
স্বামী বিবেকানন্দের সার্ধশত জন্মবর্ষ পূর্তি উৎসব উপলক্ষে গত শনিবার থেকে পাঁচ দিন ধরে বিশেষ অনুষ্ঠান চলছে ঝাড়গ্রামের শ্রীরামকৃষ্ণ সারদাপীঠ কন্যাগুরুকুলে। সোমবার সকালে আশ্রমের তিনটি স্কুলের বার্ষিক পুরস্কার বিতরণ সভায় ছিলেন প্রাক্তন সেনাধ্যক্ষ জেনারেল শঙ্কর রায়চৌধুরী। কন্যাগুরুকুলের ছাত্রীরা সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে। শনিবার একটি বর্ণাঢ্য শোভাযাত্রা দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়েছিল। রবিবার বিকেলে কন্যাগুরুকুলের অডিটোরিয়ামে আয়োজিত একটি ধর্মসভার মূল বক্তা ছিলেন বাঁকুড়া রামকৃষ্ণ আশ্রমের স্বামী যোগস্বরূপানন্দ। আজ, মঙ্গলবার ও কাল বুধবার হবে স্মারক বক্তৃতা। বৃহস্পতিবার সমাপ্তি দিনে স্বামীজির সার্ধশত জন্মবর্ষ পূর্তি উৎসব উদযাপন করা হবে।

গুলিবিদ্ধ বৃদ্ধ
ফের নন্দীগ্রামে গুলি চলল। সোমবার রাতে সামসাবাদ পঞ্চায়েতের আমগেছিয়া গ্রামে বাড়ির কাছেই গুলিবিদ্ধ হন বছর ষাটেকের ফজলু রহমান। নন্দীগ্রাম ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র ও পরে তমলুক জেলা হাসপাতালে পাঠানো হয়। পুলিশ জানিয়েছে, আততায়ীদের পরিচয় জানা যায়নি। গুলিচালনার উদ্দেশ্যও পরিষ্কার নয়। তদন্ত শুরু হয়েছে।

মাধ্যমিক পরীক্ষার প্রস্তুতি বৈঠক
আসন্ন মাধ্যমিক পরীক্ষার জন্য প্রস্তুতি বৈঠক হল পূর্ব মেদিনীপুরে। সোমবার তমলুকে জেলা প্রশাসনিক ভবনে ওই প্রস্তুতি বৈঠকে উপস্থিত ছিলেন মধ্যশিক্ষা পর্ষদের প্রশাসক কল্যাণময় গঙ্গোপাধ্যায়, অতিরিক্ত জেলাশাসক সুমন হাওলাদার, জেলা পরিষদের শিক্ষা কর্মাধ্যক্ষ মামুদ হোসেন-সহ জেলা শিক্ষা দফতরের আধিকারিকরা। বৈঠকের পর মামুদ হোসেন জানান, পূর্ব মেদিনীপুর জেলায় এবার মোট ৯৪ টি মাধ্যমিক পরীক্ষা গ্রহণ কেন্দ্র হচ্ছে। ১০টি পরীক্ষাগ্রহণ কেন্দ্রকে সংবেদনশীল হিসেবে চিহ্নিত করে ভিডিও করার প্রস্তাব রাখা হয়।

স্মরণ অনুষ্ঠান
দু’দিন ধরে প্রয়াত দলীয় নেতা তথা ঝাড়খণ্ডের প্রাক্তন উপ-মুখ্যমন্ত্রী সুধীর মাহাতোর স্মরণ-অনুষ্ঠান করল ঝাড়খণ্ড মুক্তি মোর্চা (জেএমএম)। রবি ও সোমবার ঝাড়গ্রামের কলাবনিতে আয়োজিত ওই অনুষ্ঠানে জেএমএম-এর জেলা ও ব্লক স্তরের সমস্ত নেতা-নেত্রীরা হাজির ছিলেন। দলের একটি কর্মীসভাও হয়। প্রয়াত নেতার স্মৃতিতে দু’দিনের ফুটবল প্রতিযোগিতার আয়োজন করা হয়।

কোথায় কী


কর্মশালা: বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশবিদ্যা বিভাগের ব্যবস্থাপনায়
ভবিষ্যৎ পাঠক্রম পরিমার্জন ও পরিবর্ধন বিষয়ক কলেজ শিক্ষকদের কর্মশালা।
বিশ্ববিদ্যালয়ের সত্যেন্দ্রনাথ বসু হলে সকাল ১১টায়। সূচনা করবেন বিজ্ঞান
বিভাগের ডিন অধ্যাপক বিধান পাত্র। কর্মশালা চলবে বৃহস্পতিবার পর্যন্ত।

বার্ষিক অনুষ্ঠান: গড়বেতা- ৩ ব্লকের পঞ্চগ্রামী সারদামণি বিদ্যাপীঠের বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান
ও পুরস্কার বিতরণ। উপস্থিত থাকবেন বিধায়ক শ্রীকান্ত মাহাতো, বিডিও সুশোভন মণ্ডল।

আলোচনাসভা: মাদপুর শহিদ মেলা প্রাঙ্গণে কৃষি ও মৎস্য বিষয়ক আলোচনাসভা।
সন্ধ্যা ৬টায় স্থানীয় কৃষকদের নিয়ে আলোচনাসভায় কৃষি ও মৎস্য আধিকারিকরা থাকবেন।


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.