৩৫-এর কম বয়সিদের প্রার্থী করতে চান মোদী
থ দেখিয়েছেন রাহুল গাঁধী-অরবিন্দ কেজরিওয়ালরা। মুখে না বললেও এ বারে সেই পথে হেঁটেই স্বচ্ছ ভাবমূর্তির এক ঝাঁক নতুন মুখকে লোকসভা নির্বাচনে প্রার্থী করতে চাইছেন নরেন্দ্র মোদী।
দলের প্রধানমন্ত্রী পদপ্রার্থীর এই মনোভাবের কথা জানিয়ে আজ এক একান্ত সাক্ষাৎকারে বিজেপি সভাপতি রাজনাথ সিংহ বলেন, “আমরা সিদ্ধান্ত নিয়েছি, ৩৫ বছরের কম বয়সীদের প্রার্থী করা হবে। সম্প্রতি রাজস্থান বিধানসভা নির্বাচনে এটা করে আমরা সফল হয়েছি। সেখানে ২৭ জন বিধায়ক জিতে এসেছেন, যাঁরা ৩৫ বছরের নীচে। এই যুবকরা একবারে নব্য রাজনীতিক হতে পারেন বা অন্য কোনও পেশার মানুষ। কিন্তু স্বচ্ছ ভাবমূর্তি ও জেতার ক্ষমতা রয়েছে, এমন ব্যক্তিদেরই প্রার্থী করার কথা ভাবা হচ্ছে।” এই সংখ্যা কত জন হতে পারে, তা নিয়ে অবশ্য এখনই কিছু বলতে চান না বিজেপি সভাপতি। কিন্তু দলীয় সূত্রের খবর, মোট প্রার্থীর ২৫ থেকে ৩০ শতাংশ আসনে এমন নতুন মুখকে প্রার্থী করা হবে। যার অর্থ, বর্তমানের অনেক সাংসদকেই বদলাতে চান মোদী। সে কারণে নিজেই কেন্দ্রওয়ারি সমীক্ষা করে এই তালিকা চূড়ান্ত করছেন তিনি।
রাহুল গাঁধী দীর্ঘদিন ধরেই তরুণ প্রজন্মের কাছে নিজেকে গ্রহণযোগ্য করে তুলতে সক্রিয়। সম্প্রতি অরবিন্দ কেজরিওয়ালও স্বচ্ছ ভাবমূর্তির একাধিক নানান পেশার মানুষজনকে দলীয় টিকিটে জিতিয়ে এনেছেন। প্রকাশ্যে না মানলেও বিজেপি নেতারা স্বীকার করছেন, এ সব দেখার পরে তাঁদেরও এই বিষয়টি নিয়ে ভাবতে হচ্ছে। প্রকাশ্যে অবশ্য তাঁরা বলছেন, প্রধানমন্ত্রী পদে নাম ঘোষণার অনেক আগে থেকেই যুবকদের মন জিততে সক্রিয় মোদী। এমনকী প্রচার কমিটির প্রধান হওয়ার পরে তিনি প্রথমেই দিল্লির একটি কলেজে এসে ছাত্রদের সামনে সভা করেছিলেন। এমনকী দলের বৈঠকেও তাঁর নির্দেশ, প্রায় ১২ কোটি নতুন ভোটারকে যতটা সম্ভব কাছে টানা হোক।
কেজরিওয়ালের সরল জীবনের মোকাবিলা করার জন্য বিজেপির এক মাত্র ‘পোস্টার বয়’ গোয়ার মুখ্যমন্ত্রী মনোহর পারিক্কর। কেজরিওয়ালের মতো তিনিও আইআইটি-র ছাত্র। মোদী-সহ বিজেপির অনেক শীর্ষ নেতারই ধারণা, ভাল-মন্দ মিলিয়ে কেজরিওয়ালই এখন প্রচারমাধ্যমের তাছে ‘ফেবারিট’। তাঁর প্রভাব পড়ছে অন্য রাজ্যেও। এবং এর মূল কারণ হচ্ছে দিল্লি জুড়ে তাঁর গতিবিধির কারণে। সে কারণেই কেজরিওয়ালকে টেক্কা দিতে পারিক্করকে দিল্লিতে এনে সভা করানোর পরিকল্পনা নিচ্ছে বিজেপি। আজ এ রকমই এক সভায় পারিক্কর কেজরিওয়াল ও রাহুল গাঁধীকে এক হাত নিয়ে বলেন, “দিল্লি একটি বিনোদনের জায়গা হয়ে উঠেছে! সরল জীবনযাপনই সব কিছু নয়। একটি দৃঢ সরকারও দরকার। অথচ দিল্লিতে সরকার কোথায়? মানুষকে ঠিক করতে হবে, তাঁরা মোদীকে চান না কংগ্রেসের রাজকুমারকে।”
নতুন মুখ খোঁজার পাশাপাশি ভিন্ন পেশার সফলদের দলে টানতেও সক্রিয় হয়েছেন বিজেপি নেতৃত্ব। আজ রাজনাথ বলেন, “আমি নিজে উদ্যোগী হয়ে বাপ্পি লাহিড়ীকে দলে এনেছি। আরও নামকরা লোকের সঙ্গে কথা চলছে। ভোজপুরি সিনেমার নায়ক রবি কিষাণও বিজেপিতে আসতে প্রস্তুত। প্রাক্তন সেনাপ্রধান জেনারেল ভি কে সিংহের সঙ্গেও আলোচনা চলছে।”


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.