|
|
|
|
২৬ ফেব্রুয়ারি গুয়াহাটিতে মমতা |
নিজস্ব সংবাদদাতা • গুয়াহাটি
১০ ফেব্রুয়ারি |
প্রদেশ তৃণমূলের দীর্ঘদিনের দাবি মেনে, ২৬ ফেব্রুয়ারি গুয়াহাটি আসছেন মমতা বন্দ্যোপাধ্যায়।
লোকসভা ভোটে প্রদেশ তৃণমূলের ‘রণনীতি’ ঠিক করতে গুয়াহাটিতে আসা তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক মুকুল রায় আজ এমনই জানিয়েছেন। মুকুলবাবু বলেন, “ব্রিগেডে ‘দিল্লি চলো’ বার্তা দিয়েছেন দিদি। নির্বাচনের পর তৃণমূল দেশে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে চলেছে। অসমেও আমরা কোমর বেঁধে লড়তে চাই।” মুকুলবাবু জানান, কংগ্রেস ও বিজেপি ছাড়া অন্য আঞ্চলিক দলগুলির সঙ্গে তৃণমূলের আলোচনা চলছে। অসমে তৃণমূল প্রাক-নির্বাচনী আঁতাত গড়তে পারে। বিধানসভা নির্বাচনের পর, অসমে তৃণমূলের একমাত্র বিধায়ক দীপেন পাঠক শাসক কংগ্রেসকে সমর্থন করেছিলেন। রাজ্যসভা ভোটের আগে, তিনি কংগ্রেসের বিরুদ্ধে সর্বসম্মত প্রার্থী হায়দর হুসেনকে ভোট দেওয়ার কথা জানিয়েছিলেন। দলীয় সূত্রের খবর, মমতা বন্দ্যোপাধ্যায় তাঁকে নির্দেশ দেন, বিজেপি সমর্থিত প্রার্থীকে ভোট দেওয়া যাবে না। বৈঠকে মুকুলবাবু স্পষ্ট জানিয়েছেন, দিদি রাজতন্ত্রের সঙ্গে নেই, ধর্মীয় জিগির তুলে হিংসা ছড়ানো দলের সঙ্গেও নেই। তাই কথা হতে পারে এআইইউডিএফ ও অগপ-র সঙ্গে। কিন্তু, এআইইউডিএফ এবং কংগ্রেসের আঁতাত প্রমাণিত। ভরসা একটাই, এআইইউডিএফ সুপ্রিমো বদরুদ্দিন সম্প্রতি বলেছেন, “রাজনীতির সিনেমার কোনও বাঁধাধরা চিত্রনাট্য নেই। প্রয়োজন বুঝে গল্পে মোচড় আসতেই পারে।”
মুকুলবাবু দলীয় বৈঠকের পর জানান, “বিভিন্ন দলের নেতারা আমাদের সঙ্গে যোগাযোগ করছেন। এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নিইনি। আমরা ‘অল আউট’ লড়ব।” |
|
|
|
|
|