টুকরো খবর
স্কুলে কম্পিউটার
মাল্টি সেক্টর ডেভেলপমেন্ট প্রোগ্রাম-এর আওতায় কলকাতা পুরসভার অধীনস্থ ৩৩টি সংখ্যালঘু ছাত্রছাত্রীদের স্কুলে কম্পিউটার দেওয়া হল। প্রতিটি স্কুলকে ৬টি কম্পিউটার, ৬টি ইউপিএস, ২টি প্রিন্টার ও ১টি স্ক্যানার দেওয়া হয়েছে। সোমবার পুরসভার এক অনুষ্ঠানে মেয়র শোভন চট্টোপাধ্যায় স্কুলের প্রতিনিধিদের হাতে সেগুলি তুলে দেন। সংশ্লিষ্ট মেয়র পারিষদ স্বপন সমাদ্দার জানান, এই প্রকল্পে মোট ব্যয় ৯৪.৭০ লক্ষ টাকা। কেন্দ্র, রাজ্য ও পুরসভা মিলে তা বহন করেছে। এ দিনের অনুষ্ঠানে ছিলেন তৃণমূল সাংসদ সুলতান আহমেদ, পুরসভার চেয়ারম্যান সচ্চিদানন্দ বন্দ্যোপাধ্যায়, পুরসভার ডেপুটি মেয়র ফারজানা আলম ও মেয়র পারিষদ (সামাজিক উন্নয়ন) ইন্দ্রাণী বন্দ্যোপাধ্যায়।

যুব বিক্ষোভ
সোমবার বিশ্বনাথ বণিকের তোলা ছবি।
বিদ্যুতের মাসুল কমানোর দাবিতে সোমবার দুপুর আড়াইটে নাগাদ সিইএসসি-র সদর দফতরের সামনে যুব কংগ্রেস বিক্ষোভ দেখায়। ময়দানে গাঁধী মূর্তির পাদদেশ থেকে মিছিল করে যুব কংগ্রেস কর্মীরা সিইএসসি-র সদর দফতর ভিক্টোরিয়া হাউসের সামনে আসে। তারা ব্যারিকেড ভেঙে ভিক্টোরিয়া হাউসে ঢুকতে গেলে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি হয়। যুব কংগ্রেসের রাজ্য সভাপতি সৌমিক হোসেন-সহ ত্রিশ জনকে পুলিশ গ্রেফতার করে। বিক্ষোভকারীদের অভিযোগ, পুলিশ তাদের উপর লাঠি চার্জ করেছে। পুলিশ অবশ্য এই অভিযোগ অস্বীকার করেছে।

প্রৌঢ়ার অপমৃত্যু
বাঁশদ্রোণীর নস্করপাড়ায় বন্ধ ঘরের দরজা ভেঙে এক প্রৌঢ়ার মৃতদেহ উদ্ধার করা হয়েছে। পুলিশ জানায়, মৃতার নাম মীরা মিত্র (৬০)। সোমবার সকালে মীরাদেবীর বাড়ি থেকে দুর্গন্ধ পান বাসিন্দারা থানায় খবর দেন। পুলিশ গিয়ে দেখে, প্রৌঢ়ার পচন ধরা দেহ বিছানায় উপুড় হয়ে পড়ে আছে।

বাজেয়াপ্ত মুদ্রা
বিদেশে যাওয়ার সময়ে সর্বোচ্চ পাঁচ হাজার মার্কিন ডলার বা সম মূল্যের মুদ্রা নিয়ে যাওয়া যায়। সেই নিয়ম লঙ্ঘনের অভিযোগে এক বিমানযাত্রীর কাছ থেকে বাজেয়াপ্ত করা হল ভারতীয় ও বৈদেশিক মুদ্রা সমেত মোট ১১ লক্ষ টাকার বেশি। বিমানবন্দর সূত্রে খবর, কলকাতার বাসিন্দা ওই যাত্রী, রবিবার ব্যাঙ্কক যাচ্ছিলেন। শুল্ক অফিসারেরা তাঁর কাছ থেকে ১৬ হাজার ৫০০ মার্কিন ডলার, ৫০০ ইউরো এবং ৫০ হাজার ভারতীয় টাকা বাজেয়াপ্ত করেন। শুল্ক দফতর সূত্রে খবর, ১১ লক্ষ ১৩ হাজার ৯০০ টাকার ভারতীয় ও বৈদেশিক মুদ্রা বাজেয়াপ্ত করে ওই যাত্রীকে ছেড়ে দেওয়া হয়।

বোড়াল-কাণ্ডে মৃত্যু বিষক্রিয়াতেই
বোড়ালে মা ও মেয়ের মৃত্যুর কারণ বিষক্রিয়া, জানালেন ময়না-তদন্তকারীরা। তরল কোনও বিষ খেয়ে ওই মা-মেয়ে আত্মঘাতী হন বলেই তাঁদের মত। শনিবার বাঁশদ্রোণী থানার বোড়াল এলাকার একটি ফ্ল্যাট থেকে মিতা চক্রবর্তী ও তাঁর মেয়ে মেহুলির দেহ মেলে। দু’টি দেহেই পচন ধরেছিল বলে জানিয়েছে পুলিশ। সূত্রের খবর, দুই দফায় মৃতদেহের ময়না-তদন্ত হয়। দেহে আঘাতের চিহ্ন মেলেনি। ঘরের দরজাও ভিতর থেকে বন্ধ ছিল। পুলিশ জানায়, শনিবারেই ওই ঘরে একটি গ্লাসে সাদা রঙের তরল পদার্থ মিলেছিল।

পুরনো খবর:
 
 
 


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.