দ্বিতীয় টেস্ট ড্র
সঙ্গকারার মঞ্চে নায়ক মুমিনুল
দু’ইনিংসে ৪২৪ রান। ট্রিপল সেঞ্চুরির পর সেঞ্চুরির দাপট। তবু কুমার সঙ্গকারা নন, চট্টগ্রাম টেস্টে নায়কের আসন কেড়ে নিলেন এক বাঙালি ব্যাটসম্যান মুমিনুল হক। তাঁর সাড়ে তিন ঘণ্টার লড়াকু সেঞ্চুরিতে দ্বিতীয় টেস্ট ড্র করতে বাধ্য হল শ্রীলঙ্কা। বাংলাদেশ অবশ্য সিরিজ হারল ০-১।
শেষ দিন বাংলাদেশের ব্যাটসম্যানদের জেতার জন্য ৪৬৭ রানের টার্গেট ছিল। ৮১ রানের মধ্যে দু’উইকেট চলে যাওয়ার পর শ্রীলঙ্কার বোলাররা আরও চাপ বাড়ায়। মুশফিকুর রহিমদের কাছে ম্যাচ ড্র করাও কঠিন মনে হচ্ছিল এই সময়। মুমিনুলের লড়াইটা এখানেই শুরু।
সঙ্গকারা ট্রিপল সেঞ্চুরির পর বলেছিলেন, ক্রিজে ইতিবাচক থাকাটাই তাঁর ইনিংসের হলমার্ক। তাঁর কথাটাই যেন ফুটে উঠল মুমিনুলের ইনিংসে। ১৬৭ বলের ইনিংসে অতিরিক্ত রক্ষণের কোনও চেষ্টা করেননি। বরং যত ম্যাচ গড়িয়েছে তত আগ্রাসী দেখিয়েছে তাঁকে। আর অ্যাঞ্জেলো ম্যাথেউজদের রক্ষণাত্মক। ১১টা চারে মুমিনুলের সেঞ্চুরিতে পৌঁছনোর পরও প্রায় ঘণ্টাখানেক খেলা বাকি ছিল। ততক্ষণে অবশ্য সাকিব আল হাসানের সঙ্গে তাঁর ১৯২ মিনিটের পার্টনারশিপে (১২০ রান) শ্রীলঙ্কার ম্যাচ জেতার আশা পদ্মায় ভেসে গিয়েছে। শ্রীলঙ্কা ক্যাপ্টেন অ্যাঞ্জেলো ক্লান্ত বোলারদের হতাশা আর না বাড়িয়ে ড্র-এ রাজি হয়ে যান। বাংলাদেশের স্কোর তখন ২৭১-৩। মুমিনুল অপরাজিত থাকেন ১০০ রানে।

ম্যাচ ও সিরিজের সেরা হলেও ড্র-এর খচখচানিটা মেটানোর কোনও উপায় থাকল না সঙ্গকারার। তাও এমন একজন ব্যাটসম্যানের দাপটে যার অভিজ্ঞতা সাকুল্যে সাতটা টেস্টের। কিন্তু এর মধ্যেই তিনটে সেঞ্চুরি-সহ ৭৫৫ রান করে ফেলেছেন। গড় প্রায় ৭৬। তামিম ইকবাল (৪) ছাড়া আর কোনও বাংলাদেশি ব্যাটসম্যানের এই বয়সে তিনটে সেঞ্চুরি নেই। মাস চারেক আগে চট্টগ্রামেই নিউজিল্যান্ডের বিরুদ্ধে ১৮১ রানের ইনিংসে টিমকে হারতে দেননি মুমিনুল।
ম্যাচের পর শ্রীলঙ্কা অধিনায়ক ম্যাথেউজের মুখে তাই হয়তো শোনা গেল, “বাংলাদেশ ভাল ব্যাট করেছে। প্রথম টেস্টের তুলনায় ওদের পারফরম্যান্সে অনেক উন্নতি হয়েছে। এই পিচে এখনই আর একটা টেস্ট খেলা যায়। আমাদের বোলারদের কিছু করার ছিল না।” সঙ্গকারার কথাতেও যেন কিছুটা হতাশা, “আমার কাজ ছিল যতটা সম্ভব রান করা। প্রথম ট্রিপল সেঞ্চুরি। তাই স্পেশাল। আশা করছি অবসর ঘোষণা করার আগে আরও কয়েকটা টেস্ট খেলব।”
কে মুমিনুল?
বয়স: বাইশ।
• বাঁ-হাতি ব্যাটসম্যান।
• গত বছর শ্রীলঙ্কায় টেস্ট অভিষেক হয়। সাত টেস্টে রান ৭৫৫। গড় ৭৫.৫০। মোট সেঞ্চুরি তিনটি। শ্রীলঙ্কার বিরুদ্ধে দুটি।
• পরিস্থিতি অনুযায়ী ব্যাট করার ক্ষমতাই ইউএসপি। অক্টোবরে নিউজিল্যান্ড সিরিজেও তাঁর ব্যাটেই (১৮১) চট্টগ্রাম টেস্টে দাপট দেখায় বাংলাদেশ।
• টেস্ট গড়ের দিক থেকে ডন ব্র্যাডম্যানের (৯৯.৯৪) পরেই এখন মুমিনুল (ন্যূনতম ৬০০ রান ধরলে)

পুরনো খবর:




First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.