ম্যাঞ্চেস্টার সিটির পরে এ বার লিভারপুল। প্রিমিয়ার লিগের বড় ম্যাচে সুপার ফ্লপ হওয়ার ধারা বজায় রাখল আর্সেনাল। ম্যান সিটির কাছে এতিহাদে ৩-৬ হেরেছিল আর্সেন ওয়েঙ্গারের দল। এ বার অ্যানফিল্ডে লিভারপুলের কাছে ১-৫ হারল আর্সেনাল।
ইপিএল মেগা ম্যাচের আগে ওয়েঙ্গার বলেছিলেন, লিভারপুল ম্যাচেই তাঁর দলকে প্রমাণ করতে হবে যে তারা যোগ্য দল হিসেবেই লিগ টেবলের শীর্ষে আছে। তিনি এ-ও দাবি করেছিলেন, তাঁর দলের রক্ষণ জুটি মার্টেস্যাকার ও কস্চিয়েলনি খেতাব জয়ের লড়াইয়ে আর্সেনালকে টিকিয়ে রাখতে সাহায্য করবে।
কিন্তু সেই আঁটোসাঁটো রক্ষণ ভেঙে চমকপ্রদ ভাবে ম্যাচের প্রথম ২০ মিনিটেই ৪-০ পিছিয়ে পড়ে আর্সেনাল। |
|
|
মার্টিন স্কারটেল। জোড়া গোল দিয়ে নায়ক। ডানদিকে বিধ্বস্ত ওয়েঙ্গার। |
|
আরও চমকে দিয়ে জোড়া গোল করেন লিভারপুলের সেন্টার ব্যাক মার্টিন স্কারটেল। এ ছাড়াও গোল করেন ড্যানিয়েল স্টারিজ ও রাহিম স্টার্লিং। দ্বিতীয়ার্ধের শুরুতেও ম্যাচের ছবি পাল্টায়নি। বরং নিজের দ্বিতীয় গোলটি করে লিভারপুলকে ৫-০ এগিয়ে দেন স্টার্লিং। শেষের দিকে পেনাল্টি থেকে মিকেল আর্টেটার গোলে স্কোরলাইন ৫-১ হলেও তা সান্ত্বনা পুরস্কার ছাড়া কিছুই ছিল না।
ম্যাচ শেষে ব্রিটিশ মিডিয়ায় প্রশ্ন উঠে যায়, আবার কি আর্সেনাল ট্রফি ফেভারিট হিসেবে শুরু করে তিন নম্বরে লিগ শেষ করবে? ওয়েঙ্গারকে সরানোর দাবিও উঠতে শুরু করেছে। ইংল্যান্ডের কিংবদন্তি স্ট্রাইকার গ্যারি লিনেকার যদিও বলছেন, “বুঝতে পারছি না একটা খারাপ ম্যাচের পরে কী করে আর্সেন ওয়েঙ্গারকে সরানোর কথা বলা হয়।” আর্সেনালের ফরাসি কোচ ম্যাচ শেষে বলেন, “আজকের ম্যাচের পরে অনেক কিছু নিয়ে ভাবতে হবে। অনেক উত্তর খুঁজতে হবে। আমরা খুব খারাপ খেলেছি।”
অন্য দিকে, দলের তরুণ তারকা স্টার্লিংয়ের প্রশংসায় লিভারপুল কোচ ব্রেন্ডান রজার্স বলেন, “উনিশ বছর বয়স হলে কী হবে, ইংল্যান্ডের সেরা উইঙ্গারদের মধ্যে স্টার্লিং অন্যতম।” আর্সেনালকে ৫-১ হারালেও অবশ্য খেতাব জয়ের দৌড়ে নেই লিভারপুল। রজার্স নিজেই বলেন, “আর্সেনালের রিজার্ভ আর আমার প্রথম দল দেখলেই সব কিছু পরিষ্কার হয়ে যাবে। কিন্তু আজ আমরা দারুণ খেলেছি।”
এ দিন আবার নিউক্যাসল ইউনাইটেডকে ৩-০ হারিয়ে প্রিমিয়ার লিগের শীর্ষে উঠল চেলসি। ম্যাচে হ্যাটট্রিক করলেন এডেন হ্যাজার্ড। |