পাঁচদিন ব্যাপী নাট্যোৎসব হয়ে গেল উলুবেড়িয়ায়। রবীন্দ্রভবনে অন্বেষণ নাট্যসংস্থার উদ্যোগে আয়োজিত এই উৎসবে যোগ দেয় বিভিন্ন জেলার ৮টি নাট্য সংস্থা। প্রথম দিন মঞ্চস্থ হয় নদিয়ার চাকদহের হযবরল নাট্য সংস্থার ‘অনিকেত সন্ধ্যা’। দ্বিতীয় দিন পরিবেশিত হয় তিনটি নাটক- উত্তর ২৪ পরগনার নকশা নাট্য সংস্থার প্রযোজনায় ‘শুভা’, থিয়েটার চন্দননগরের ‘মৃত্যুহিনা’, হুগলির ব্যান্ডেলের আরোহীর ‘হলুদ রঙের টি-শার্ট’। তৃতীয় দিনে মঞ্চস্থ হয় কলকাতার সায়ক নাট্য সংস্থার ‘দায়বদ্ধ’। চতুর্থ দিনে মঞ্চস্থ হয় আয়োজক সংস্থার নাটক ‘রাগরক্ত’। শেষ দিনে মঞ্চস্থ হয় কলকাতার শৈলীর ‘নেপোয় মারে দই’ ও হুগলির উত্তরপাড়ার সমতট নাট্যসংস্থার ‘সাতমার পালোয়ান’।
|
সপরিবার
হেমা ও ধর্মেন্দ্রর মেয়ে অহনার বিয়ের অনুষ্ঠানে বচ্চন পরিবারের সদস্যরা। ছবি: পিটিআই।
|
সাংবাদিকদের মুখোমুখি শিল্পা। সোমবার বারাণসীতে। ছবি: পিটিআই। |