টুকরো খবর |
অশ্বিনকে পরামর্শ প্রজ্ঞান ওঝারও
নিজস্ব প্রতিবেদন |
এক সময় স্পিনজাদুতে দেশকে মজিয়ে রেখেছিলেন রবিচন্দ্রন অশ্বিন ও প্রজ্ঞান ওঝা। এখন অশ্বিন ভারতীয় দলের সঙ্গে নিউজিল্যান্ডে থাকলেও ওঝার ঠাঁই হয়নি। কিন্তু বিদেশে অশ্বিনের সময়টা মোটেই ভাল যাচ্ছে না। সঙ্গী স্পিনারের এই দুঃসময়ে ওঝা তাঁর পাশেই রয়েছেন। রবিবার বললেন, “অশ্বিনও একজন মানুষ এবং মানুষের জীবনে ওঠা-পড়া লেগেই থাকে। এখন আবার নতুন করে নিজেকে প্রমাণ করাটাই ওর কাজ। আমি যদি ওর জায়গায় থাকতাম, তা হলে প্রচুর পরিশ্রম করে নিজের ভুলগুলো শুধরে নিয়ে বলকে ফের কথা বলানোর চেষ্টা করতাম। নিন্দুকদের একতরফা সমালোচনার সুযোগ দিতাম না।” চব্বিশ টেস্টে ১১৩ উইকেট পাওয়া ওঝা এখনও উপমহাদেশের বাইরে টেস্ট খেলার সুযোগ পাননি। তবে এই নিয়ে বেশি ভেবে নিজেকে চাপে ফেলতে রাজি নন তিনি। বলেন, “নিজের ফোকাসটা বজায় রাখি। দলে সুযোগ পাওয়া নিয়ে ভেবে নিজেকে অযথা চাপে ফেলার কোনও মানে হয় না। সেটা তো আর আমার হাতে নয়। আমার হাতে যা, তা হল পারফরম্যান্স।” নভেম্বরে সচিন তেন্ডুলকরের বিদায়ী টেস্টে ওঝা দুই ইনিংসে দশ উইকেট নিয়েছিলেন। তার পর অবশ্য দক্ষিণ আফ্রিকার বিমানে তাঁর জায়গা হয়নি। সেখানে অশ্বিন ব্যর্থ হওয়ার পরও নিউজিল্যান্ড সফরে তিনি জায়গা পাননি। স্বাভাবিক ভাবেই কিছুটা হতাশ ওঝা বলেন, “আমিও তো মানুষ। হতাশা আসতেই পারে। কিন্তু কী ভাবে সেই হতাশা কাটিয়ে ফিরে আসতে পারব, এটাই আসল কথা। ধারাবাহিক পারফরম্যান্স দেখিয়ে যেতে পারলে তবেই তা সম্ভব। তাই ফোকাস ঠিক রাখছি।”
|
ডজন ম্যাচ হেরে ফিরছে ইংল্যান্ড
সংবাদ সংস্থা • সিডনি |
বেইলি। ৩-০ জয় টি-টোয়েন্টিতে। |
টেস্ট। ওয়ান ডে। আর এ বার টি-টোয়েন্টি সিরিজ। তিন ধরনের ক্রিকেটেই ইংল্যান্ডকে শাসন করল অস্ট্রেলিয়া। ওয়ান ডে-তে তাও একটা ম্যাচ জিতেছিল অ্যালিস্টার কুকের দল। টেস্ট এবং টি-টোয়েন্টিতে তাও হল না। সব মিলিয়ে এক ডজন ম্যাচ হেরে এ বারের অস্ট্রেলিয়া সফর শেষ করল ইংল্যান্ড। রবিবার সিডনিতে তৃতীয় টি-টোয়েন্টিতে ৮৪ রানে হারল ইংল্যান্ড। অস্ট্রেলিয়া প্রথমে ব্যাট করে ১৯৫-৬ রানের জবাবে ইংল্যান্ড শেষ ১১১ রানে। ইংল্যান্ডের কফিনে শেষ পেরেকটা এ দিন পুঁতে দিলেন জর্জ বেইলি (২০ বলে ৪৯ ন.আ.)। অস্ট্রেলিয়া ইনিংসে জেড ডার্নবাখের করা শেষ ওভারে ২৬ রান তুলে। মারেন দুটো ছয়, তিনটে চার। ইংল্যান্ড ইনিংসে একমাত্র ইয়ন মর্গ্যান (৩৪) ছাড়া আর কোনও প্লেয়ারকে দেখে মনে হয়নি, প্রায় দুশোর কাছাকাছি রান তুলে জেতা তাদের পক্ষে সম্ভব। মাইকেল লাম্বকে ছেঁটে ফেলায় এই ম্যাচে নতুন ওপেনিং জুটি নামে ইংরেজদের। কিন্তু দুই ওপেনার লিউক রাইট (৮) বা অ্যালেক্স হেলস (৬) কেউই ১০ রানও টপকাতে পারেননি। উল্টে নাথান কোল্টার নাইল (২-২১), গ্লেন ম্যাক্সওয়েল (২-৩১), জেমস মুরহেডদের (২-১৩) সামনে ১৭.২ ওভারে শেষ হয়ে যায় ইংরেজদের যন্ত্রণা। এ দিন জোর জল্পনা চলছিল তৃতীয় টি-টোয়েন্টির পরই সিডনি থেকে সোজা দেশে ফিরবে ইংল্যান্ড। সেই জন্য চার্টার্ড বিমানের ব্যবস্থাও নাকি সারা। টেস্ট, ওয়ান ডে-র পর টি-টোয়েন্টি সিরিজেও জঘন্য হারে বিধ্বস্ত দলের পক্ষে সেটাই তো ছিল স্বাভাবিক। শেষ পযর্ন্ত অবশ্য সেটা হয়নি।
|
ডোপ পরীক্ষা নিয়ে ক্ষুব্ধ হিউইট
নিজস্ব প্রতিবেদন |
দেশপ্রেমী
ডেভিস কাপে সুইৎজারল্যান্ডকে জিতিয়ে উৎসবে মাতলেন রজার ফেডেরার।
রয়েছেন ওয়ারিঙ্কাও। রবিবার নভিসাদে সার্বিয়া-টাই জেতার পর। ছবি: রয়টার্স। |
একে টাইয়ে দ্বিতীয় ম্যাচে ফ্রান্সের জো সঙ্গার কাছে হারতে হয়েছে। তার উপর ম্যাচের পর সাংবাদিক বৈঠকে দু’ঘণ্টা দেরিতে আসতে হয়েছে ডোপ পরীক্ষার জন্য। আর মেজাজ ঠিক রাখতে পারেননি লেটন হিউইট। সাংবাদিকদের সামনে এক হাত নিলেন আন্তর্জাতিক টেনিস সংস্থাকে। ফ্রান্সের বিরুদ্ধে ডেভিস কাপ টাইয়ের দ্বিতীয় দিনই ডোপ পরীক্ষার কড়াকড়ি নিয়ে প্রবল ক্ষুব্ধ হিউইট বলে দেন, “ম্যাচের পর তিন ঘণ্টা আটকে থাকতে হয়েছে। আপনাদের সবাইকে এ ভাবে অপেক্ষা করতে হয়েছে। পুরো ব্যাপারটাই খুব খারাপ হল। জীবনে কখনও এ রকম অভিজ্ঞতা হয়নি।” ফ্রান্সের প্লেয়ারদেরও একই ভাবে ডোপ পরীক্ষা দিতে হলেও অস্ট্রেলীয় তারকা ডোপ পরীক্ষার সময় নিয়ে প্রশ্ন তোলেন। টাইয়ে শেষ হতে একদিন বাকি থাকলেও কেন এত তাড়াহুড়ো করা হল সেটা বুঝতে পারছেন না তিনি। তাঁর আরও অভিযোগ ডাবলস ম্যাচে নামার আগে সতীর্থ নিক কিরগিয়োস আর থানাসি কোকিনাকিসের ডোপ পরীক্ষা হয়। “ওরা তো ডাবলস ম্যাচটার শুরুটাও ওদের দেখতে দিতে চায়নি। ব্যাপারটা আইটিএফের ভেবে দেখা উচিত,” বলেন হিউইট। প্রথম রাউন্ডের টাইয়ে অস্ট্রেলিয়া শেষ পর্যন্ত ০-৫ ফ্রান্সের কাছে হারল।
|
প্রস্তুতি ম্যাচে তিন উইকেট ঈশ্বরের
সংবাদ সংস্থা • হোয়াংগারেই |
ঈশ্বর। নজর কাড়া শুরু। |
টেস্ট সিরিজের আগে প্রস্তুতি ম্যাচের প্রথম দিন ছ’ঘণ্টা প্র্যাকটিস পেলেন ভারতীয় বোলাররা। মহেন্দ্র সিংহ ধোনি আর বিরাট কোহলি খেলেননি। বিশ্রাম দেওয়া হয় রবীন্দ্র জাডেজা, মহম্মদ শামি আর ভুবনেশ্বর কুমারকেও। ভারতকে নেতৃত্ব দেন রোহিত শর্মা। ব্যাটিং সহায়ক উইকেটে নিউজিল্যান্ড একাদশ প্রথমে ব্যাট করতে নেমে ২৬২-৯ তুলে ইনিংস ছেড়ে দেয়। জবাবে দিনের শেষে ভারত ৪১-০। ভারতীয় বোলারদের মধ্যে সফরে প্রথম মাঠে নামার সুযোগ পেয়ে টেস্টে দলে ঢোকার দাবি জানিয়ে রাখলেন ঈশ্বর পান্ডে (৩-৪২)। দু’দলই ১২ জন করে ক্রিকেটার খেলানোর সিদ্ধান্ত নিয়েছিল। ঈশ্বর নামেন প্রথম জলপানের বিরতির পর। জাহির খানও সফরে প্রথম মাঠে নেমে ছন্দে থাকার ইঙ্গিত দেন ১৮-৬-৪২-১ বোলিংয়ে। নিউজিল্যান্ড একাদশের অধিনায়ক ও টিমের একমাত্র আন্তর্জাতিক প্লেয়ার অ্যান্টন ডেভসিচের উইকেটও তুলে নেন জাহির। তবে ফ্রন্টফুটের সমস্যায় কাহিল ইশান্ত শর্মাকে (২-৫৮) দিনের বেশির ভাগ সময়েই ছন্দে পাওয়া যায়নি। দিল্লির দীর্ঘকায় বোলারের ১০টি নো-বলেই সেটা স্পষ্ট। অবশ্য টি-এর পর কিছুটা ছন্দে ফেরেন ইশান্ত। তুলে নেন বিপক্ষের সর্বোচ্চ রান করা রবার্ট ও’ডনেল (৮০) আর জোনো হিকি-কে (৪৫)। রবিচন্দ্রন অশ্বিনেরও শিকার দুই। শেষ দিন ভারতীয় ব্যাটসম্যানরা কতক্ষণ প্র্যাকটিসের সুযোগ পান সেটাই দেখার। ক্রিজে মুরলী বিজয় (১৯ ব্যাটিং) ও শিখর ধবন (১৬ ব্যাটিং)।
|
ডেভিসে ৫-০ জয় |
লি-হেশ বিহীন ভারতের ডেভিস কাপ দল ফের ৫-০ জিতল। ২০১২-র সেপ্টেম্বরে চণ্ডীগড়ে নিউজিল্যান্ড টাইয়ের পর রবিবার ইনদওরে চিনা তাইপের বিরুদ্ধে। শেষ ১০ বছরে ডেভিসে ভারতের এটা পঞ্চম ৫-০ জয়। আর শেষ দুটো টাই-ই ভারত উপর্যুপরি ৫-০ জিতল। গত এপ্রিলে বেঙ্গালুরুতে ইন্দোনেশিয়ার বিরুদ্ধে ৫-০ জয়ে অবশ্য লিয়েন্ডার ছিলেন। আগের দিনই ৩-০ ফলে টাই জিতে নেওয়া ভারত এ দিন নিয়মরক্ষার দু’টি রিভার্স সিঙ্গলসও জেতে। ডাবলসের পর সিঙ্গলসেও সাকেত মিনেনি ৬-১, ৬-৪ ইয়াংকে হারানোয় ডেভিস কাপ আবির্ভাবে অপরাজিত থাকলেন। শেষ রাবারে য়ুকি ভামব্রি ৭-৫, ৬-০ হারান পেংকে। কোচ জিশান আলি বলেন, “৫-০ জিতলেও ছেলেরা প্রায় সব ম্যাচেই ভাল ভাবে পরীক্ষিত হয়েছে। তার পরেও এ রকম জয় ভবিষ্যতের জন্য আরও ভাল।”
পুরনো খবর: সোমদেবের পর দাপট বোপান্নাদের
|
আনন্দের পয়েন্ট |
জুরিখ ক্লাসিক দাবায় শেষ পর্যন্ত পয়েন্টের খাতা খুললেন বিশ্বনাথন আনন্দ। প্রাক্তন ভারতীয় বিশ্বচ্যাম্পিয়ন ইতালির ফাবিয়ানো কারুয়ানা-র সঙ্গে তৃতীয় রাউন্ডে কালো ঘুঁটিতে ড্র করে এক পয়েন্ট পেলেন। তিন ম্যাচে এটাই আনন্দের সংগ্রহ। ছয় সুপার গ্র্যান্ডমাস্টারের টুর্নামেন্টে সবশেষে এখন তিনিই। শীর্ষে আনন্দকেই সম্প্রতি হারিয়ে বিশ্বসেরার মুকুট পাওয়া ম্যাগনাস কার্লসেন (৫ পয়েন্ট)। এ দিন তিনি তিন ম্যাচে দ্বিতীয় জয় পান। জয়ে ২ এবং ড্রয়ে ১ পয়েন্ট পাওয়া যায় এই টুর্নামেন্টে।
|
উমরের জামিন |
পাকিস্তান দলের ব্যাটসম্যান উমর আকমল জামিন পেলেন। তবে একটা গোটা দিন হাজতবাস করার পর। লাহৌরের রাস্তায় ট্রাফিক সিগন্যাল অমান্য করায় পুলিশ তাঁকে আটকালে উমর কর্তব্যরত পুলিশের ইউনিফর্ম টেনে ছিঁড়ে দেওয়ার অভিযোগে গ্রেফতার হয়েছিলেন। গুলবার্গ থানার লক আপে এক দিন কাটানোর পর আদালতে উমরকে পেশ করা হলে তিনি জামিন পান। তাঁর বিরুদ্ধে মামলা অবশ্য চলবে।
পুরনো খবর: গ্রেফতার উমর আকমল
|
তাজমহল ও বেকহ্যাম |
ডেভিড বেকহ্যামের অন্যতম পছন্দের অবসর বিনোদন তাজমহল ‘গড়া’! নিজেই ফাঁস করেছেন ফুটবল বিশ্বের সর্বকালের অন্যতম সেরা গ্ল্যামার বয়। প্রাক্তন ইংরেজ বিশ্বকাপার বেকহ্যাম বলেছেন, “প্লাস্টিকের ইট গেঁথে নকল তাজমহল গড়ার বারবার চেষ্টা করি আমি। তবে কখনও ৫৯০০ এ রকম টুকরো দিয়ে খেলনা তাজমহল গড়ার কাজটা শেষ করে উঠতে পারিনি। তবে এটা করে আমার ধৈর্যক্ষমতা অনেক বেড়েছে। খেলোয়াড়ডীবনে যার সুবিধাও পেয়েছি।”
|
কপিল-বেদীর ইচ্ছা |
মৃত্যুর পর তাঁদের দেহের প্রয়োজনীয় অঙ্গপ্রত্যঙ্গ দান করার ইচ্ছাপ্রকাশ করলেন কপিল দেব এবং বিষেণ সিংহ বেদী। দুই প্রাক্তন ভারত অধিনায়ক নয়াদিল্লিতে দেশের এয়ারপোর্ট অথরিটির (এএআই) মেডিক্যাল সেমিনারে এই ইচ্ছাপ্রকাশ করেন। ‘ইউসিকন ২০১৪’ শীর্ষক অনুষ্ঠানের তরফে বলা হয়েছে, “দাতা অনেক থাকলেও এ দেশের সমাজে এ ব্যাপারে আরও বেশি উৎসাহ সঞ্চারের লক্ষ্যেই কপিল এবং বেদী তাঁদের অঙ্গদানের ইচ্ছাপ্রকাশ করেছেন।” |
|