বার্সার হয়ে মেসির প্রথম ‘দুর্ভাগ্য গোল’
লিও মেসির ঝলমলে ফুটবলজীবনে যে গুটিকয়েক মাত্র কালো দিন রয়েছে, তার একটা গেল শনিবার। যখন এলএম টেন গোল করা সত্ত্বেও বার্সেলোনা মাঠ ছাড়ল পরাজিত দল হিসাবে। আর্জেন্তিনীয় মহাতারকা ২০০৪-এ বার্সার সিনিয়র দলের জার্সি পরার পর এমন মহাঅঘটন এই প্রথম। ২০১২-র এপ্রিলের পর ঘরের মাঠ ন্যু কাম্পে বার্সেলোনাকে প্রথম হারের স্বাদও পেতে হল গত রাতে।
লা লিগায় নাটকীয় ম্যাচে ভ্যালেন্সিয়ার কাছে মেসির বার্সা হারে ২-৩ গোলে। ম্যাচের সাত মিনিটেই এগিয়ে গেলেও হাফটাইমে বার্সা ১-২ পিছিয়ে ছিল। বিরতির পরেই মেসি পেনাল্টি গোলে সমতা ফেরালেও ন্যু কাম্পে হাজির ৬৭ হাজার বার্সা সমর্থককে হতাশায় ডুবিয়ে দ্বিতীয়ার্ধের মাঝামাঝি জয়ের গোল করে ভ্যালেন্সিয়া। নেইমারের চোট।

হারের জালে। ছবি: এএফপি।
জাভি-ও ছিলেন না। নইলে কিন্তু ভালদেস, পিকে, মাসচেরানো, আলবা, ফাব্রেগাস, বুসকেটস, ইনিয়েস্তা, পেদ্রো এবং অবশ্যই মেসি-সহ পুরো শক্তি নিয়ে ভ্যালেন্সিয়া ম্যাচে নেমেছিল জেরার্ডো মার্টিনোর দল। বার্সা কোচ বলছেন, “ম্যাচটার প্রথম আধঘণ্টার গতিবিধি দেখলে চূড়ান্ত স্কোরলাইনের ব্যাখ্যা দেওয়া আমার পক্ষেও রীতিমতো কঠিন। কোনও দল প্রচুর ভুল না করলে আর খেলাটার থেকে মনঃসংযোগ হারিয়ে না ফেললে এ রকম কখনও হয় না। হয়তো সেটাই এই ম্যাচে হয়েছিল আমাদের। যার পুরো ফায়দা তুলেছে প্রতিপক্ষ দল।” যদিও ফুটবলমহলের ব্যাখ্যা, ইদানীং বার্সার ডিফেন্সিভ অ্যাপ্রোচের পরিণতি এটা। এমনকী মেসিরা যে পেনাল্টি পেয়েছিলেন, সেটা নিয়েও বিতর্ক আছে। ভ্যালেন্সিয়া কোচ অ্যান্টনিও পিজ্জি-র “বলটা আমাদের বক্সে রিকার্ডো কোস্তার ঘাড়ে লেগেছিল, হাতে নয়,”দাবি পুরো উড়িয়ে দিতে পারেননি কেউ। বরং মেসিদের ঐতিহাসিক হারের ভিডিও ১৮ ফেব্রুয়ারি পর্যন্ত ম্যাঞ্চেস্টার সিটি কোচ ম্যানুয়েল পেলিগ্রিনি হয়তো বারবার দেখবেন বলে মনে করছেন কেউ কেউ। ওই দিনই যে চ্যাম্পিয়ন্স লিগ নক আউটে বাসের্লোনা-ম্যান সিটি মহালড়াই!

হারের পাঁচকাহন
• মেসির গোল সত্ত্বেও বার্সার হার ১০৭ ম্যাচে এই প্রথম।
• ঘরের মাঠ ন্যু কাম্পে ৩১ ম্যাচ পর বার্সার প্রথম হার।
• এ মরসুমে বার্সার প্রথম কোনও ফুটবলারকে (ইওর্দি আলবা) লালকার্ড দেখে মাঠ ছাড়তে হয়েছে।
• লা লিগায় শেষ ৪ ম্যাচে বার্সার সংগ্রহ মাত্র ৫ পয়েন্ট।
• রবিবার রাতে বার্সা তিন নম্বরে নেমে যেতে পারে যদি আটলেটিকো মাদ্রিদ ও রিয়াল মাদ্রিদ জিতে যায়।




First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.