|
|
|
|
ট্রাফিক ওয়ার্ডেনকে মারধর |
গ্রেফতার উমর আকমল
সংবাদ সংস্থা • লাহৌর |
ফের প্রচারের আলোয় পাকিস্তানের ক্রিকেটার উমর আকমল। তবে ক্রিকেট মাঠে কোনও কৃতিত্বের জন্য নয়, এক ট্রাফ্রিক ওয়ার্ডেনকে মারধর করার অভিযোগে।
পুলিশ জানিয়েছে, ট্রাফ্রিক সিগনাল না মানায় শনিবার পাক ক্রিকেটারকে গুলবার্গ স্টেশনে ট্রাফ্রিক ওয়ার্ডেন জিশান আটকালে বচসা বেধে যায় জুনিয়র আকমলের সঙ্গে। কথা কাটাকাটি থেকে এক সময় তা হাতাহাতিতেও গড়ায়। গুলবার্গ স্টেশনের এসএসপি তারিক আজিজ বলেন, “এটা খুবই গুরুতর অপরাধ। একজন কতর্ব্যরত অফিসারকে মারধর করা শুধু নয়, উনি (উমর) জিশানের ইউনিফর্মও ছিঁড়ে দেন। আমরা উমরের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছি।” পুলিশ তাঁর বিরুদ্ধে সরকারি কাজে বাধা, পুলিশের ইউনিফর্ম ছেঁড়া আর দুর্ব্যবহারের অভিযোগ এনেছে।
উমর নিজে অবশ্য বলছেন, “যে ধরনের ভাষা ব্যবহার করছিলেন ওই পুলিশ অফিসার সেটা একেবারেই ঠিক নয়। ওঁর কোনও অধিকার নেই আমার সঙ্গে এ ভাবে কথা বলার। আমাকে চড়ও মারেন উনি। যেখানে ঘটনাটা হয়েছে তার চারদিকে সিসিটিভি ক্যামেরা রয়েছে। আমি অনুরোধ করছি সেই ফুটেজ দেখে তার পর বিচার করা হোক আমি কোনও দোষ করেছি কি না।” সঙ্গে তিনি আরও যোগ করেন, “পুলিশ অফিসাররা আমায় অনুরোধ করেছিল ব্যাপারটা মিটিয়ে নেওয়ার। পরে আমার বিরুদ্ধে কেসও করা হল।” ঘটনার এক প্রত্যক্ষদর্শী অবশ্য জানিয়েছেন, “দু’জনই হাতাহাতি করছিলেন। পরে অন্য পুলিশ অফিসাররা এসে দু’জনকে থামান।”
উমরের দাদা কামরান আর ভাই আদনান তিন জনই পাকিস্তানের হয়ে খেলেছেন। তিনি নিজে অবশ্য টেস্টে জায়গা পাকা করতে পারেননি। ওয়ান ডে ক্রিকেটে মাঝেমধ্যে উইকেটকিপিং করেছেন। সব মিলিয়ে খেলেছেন ১৬ টেস্ট, ৮৯ ওয়ান ডে আর ৫২ টি-টোয়েন্টি। |
|
|
|
|
|