‘টাইগারের ভারত সফরে গল্ফের জনপ্রিয়তা বাড়বে’
সন্ন ভারত সফরে তাঁকেই হয়তো টাইগার উডসের মোকাবিলা করতে হতে পারে। সেই ভারতের অন্যতম তারকা গল্ফার শিব কপুর বলছেন, টাইগারের এই সফর ভারতীয় গল্ফকে প্রচুর জনপ্রিয়তা এনে দেবে।
৪ ফেব্রুয়ারি দিল্লিতে এক প্রদর্শনী গল্ফে অংশ নিতে আসছেন বিশ্বসেরা তারকা গল্ফার। এই সফর নিয়ে শিবের বক্তব্য, “টাইগারের ভারত সফর নিয়ে শুধু দিল্লি নয়, সারা দেশেই যথেষ্ট আগ্রহ আছে। আমার মনে হয় ওর ওই এক সফরই ভারতীয় গল্ফে যথেষ্ট প্রভাব ফেলবে।” শিব বর্তমানে দুবাই ডেজার্ট ক্লাসিকে খেলছেন। যে দিল্লি গল্ফ ক্লাবে আসছেন টাইগার, শিব সেখানকারই প্লেয়ার। তাই তাঁর আগ্রহ একটু বেশিই। বলেন, “আমার ক্লাবের সদস্যরা যে টাইগারের আসা নিয়ে বেশ উত্তেজিত, তা বুঝতেই পারছি। তা ছাড়া টাইগারকে এক ঝলক দেখার জন্য যদি কেউ ক্লাবের দেওয়ালেও উঠে বসে, তা হলেও অবাক হব না। জানি না, ঠিক কী ফর্ম্যাটে খেলা হবে। হয়তো কর্পোরেট জগতের বিশিষ্ট ব্যক্তিরা টাইগারের সঙ্গে ৩-৪ হোলে খেলার সুযোগ পাবেন। তবে যাই হোক, ব্যাপারটা বেশ জমে যাবে।”

টাইগারের বিশেষ বন্ধু অর্জুন অটওয়াল কবে শহরে এসে পৌঁছচ্ছেন, এই নিয়ে অবশ্য দিল্লি গল্ফ ক্লাব কিছু জানায়নি। তবে অর্জুনের আসার সম্ভাবনা প্রবল এবং তিনি, টাইগার এবং আর এক ভারতীয় পেশাদার গল্ফারকে নিয়ে একটি ‘মিনি ম্যাচ’ হওয়ার কথা আছে। এই তিন নম্বর গল্ফারটিই সম্ভবত শিব কপুর। ক্লাব বা স্পনসরদের পক্ষ থেকে অবশ্য কিছুই বিস্তারিত ভাবে বলা হচ্ছে না। ওয়াকিবহাল মহলের ধারণা, টাইগারের সফর নিয়ে উৎসাহ তুঙ্গে নিয়ে যাওয়ার জন্যই এই পন্থা অবলম্বন করছে তারা। শিবের মতে, টাইগার দিল্লিতে এসে পৌঁছনোর পর অন্তত এক দিনের জন্য হলেও ভারতের সবচেয়ে জনপ্রিয় খেলা হয়ে উঠবে গল্ফ। তাঁর মতে, “ভারতে যেখানে ক্রিকেটের রমরমা, সেখানে অন্তত এক দিনের জন্য হলেও ধোনিদের দিক থেকে নজর সরে আসবে গল্ফে এবং টাইগার উডসে। এটাই বা কম কী?”
রাজ্য বাস্কেটবলে: মেয়েদের চ্যাম্পিয়ন হলেও পুরুষ বিভাগে চ্যাম্পিয়ন হতে পারল না ইস্টার্ন রেল। শনিবার রাজ্য সংস্থার কোর্টে মেয়েদের বিভাগে ইস্টার্ন রেল ৬৩-৩৮ হারাল রাখী সঙ্ঘকে। পুরুষ বিভাগে পোর্ট ট্রাস্ট ৬৫-৫৫ তে হারায় ইস্টার্নকেই।




First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.