বাগানকে জেতাল ভারতীয় ফুটবলের ‘দুষ্প্রাপ্য’ হেড

মোহনবাগান-১ (সাবিথ)
ইউনাইটেড সিকিম-০
চিমা ওকোরি এবং দুই ছেলে নিয়ে প্রেসবক্সের প্রথম সিঁড়িতে সবে পা রেখেছেন ওডাফা ওকোলি। গোটা ভিআইপি ব্লক সিংহগর্জনে ফেটে পড়ল! নাইজিরিয়ান গুরু-শিষ্যকে সংবর্ধনা জানাতে নয়, মোহনবাগানের মালয়ালি স্ট্রাইকার সাবিথের দুরন্ত গোলে।
ম্যাচের প্রথম আধঘণ্টায় গোটাপাঁচেক গোলের সুযোগ নষ্ট করল মোহনবাগান। কখনও ইউনাইটেড সিকিমের ছোটবক্সে ওয়ান-টু-ওয়ান নষ্ট রাম মালিকের। কখনও কাতসুমির জোরালো শট পোস্টে লেগে ফিরল। বারতিনেক ফাঁকা গোল পেয়েও কিপারের হাতে বল তুলে দিলেন ডেনসন-ওয়াহিদরা।
দেখলে মনে হবে, কোনও অলৌকিক শক্তি করিম চাচার ভাগ্য নিয়ে খেলা করছে! কিন্তু চিমা-ওডাফার পয়া আগমন যেন সেই অশনি দৃষ্টিকে কান ধরে যুবভারতীর বাইরের রাস্তা দেখিয়ে দিল! ময়দানের কালো চিতা অবশ্য নিজেকে ‘পয়া’ মানতে চাইছেন না। “অনেক ধন্যবাদ। তবে আমাকে পয়া-টয়া বলে সাবিথের কৃতিত্ব কমিয়ে দেবেন না। হেডটা অসাধারণ করেছে। এ দেশে এ রকম স্পটজাম্প এখন খুব কমই দেখা যায়।” ওডাফাকেও খুব বিনয়ী শোনাচ্ছিল। যুবভারতী ছাড়ার আগে বলে গেলেন, “সাবিথ খুব ভাল গোল করেছে। তবে আমরা যা খেলেছি তাতে অনেক বেশি গোলে জিততে পারতাম।”

সাবিথের সেই হেড। রবিবার যুবভারতীতে। ছবি: শঙ্কর নাগ দাস।
সাবিথকে নিয়ে চিমা-ওডাফা এবং সবুজ-মেরুন জনতার উচ্ছ্বসিত হওয়ার কারণ অবশ্য একটা নয়, অনেক। প্রধান স্ট্রাইকার ওডাফার চোট। ক্রিস্টোফারের আইএফএ শিল্ডে রেজিস্ট্রেশনই হয়নি। এই অবস্থায় করিমের হাতে প্রকৃত স্ট্রাইকার বলতে সাবিথ এবং শঙ্কর ওঁরাও। সিকিম ম্যাচে সাবিথ ব্যর্থ হলে মরক্কান কোচের সমস্যা নিঃসন্দেহে আরও বাড়ত। কিন্তু রবিবার বিপক্ষের চক্রব্যুহর মধ্যেও যে আত্মবিশ্বাস নিয়ে প্রায় চার ফুটের স্পটজাম্পে হেডে গোল করলেন সাবিথ, তাতে ‘আতঙ্কের রাত কাটানো’র থেকে হয়তো আপাতত মুক্তি পাবেন করিম! সাবিথ অবশ্য বললেন, “এ বার আই লিগের প্রথম ম্যাচেই বেঙ্গালুরুকে এ রকম গোল দিয়েছিলাম। কিন্তু দল জিততে পারেনি। আজ ভাল লাগছে। গোল করলাম, দলও জিতল।”
তবে একা সাবিথ নন, ওডাফার অভাব বুঝতে দিলেন না কাতসুমিও। অ্যাটাকিং থার্ডে সিকিম ডিফেন্ডারদের বেশ কয়েকবার নাকানিচোবানি খাওয়ালেন বাগানের ‘জাপানি-বোমা’। ডেনসন-ওয়াহিদকে নিয়ে একটা ‘ত্রিশূল’ বানিয়ে চমৎকার ওয়াল-প্লে খেলে গেলেন সারাক্ষণ। একইসঙ্গে উইংয়ে অনবরত ওঠানামা করা রাম, পঙ্কজের জন্য বল সাপ্লাইয়েরও কমতি রাখলেন না। ফুটবলে আক্রমণের নিখুঁত সমন্বয়ের উদাহরণ। ম্যাচে ৭০ ভাগ বলপজেশন ছিল মোহনবাগানেরই। যতটুকু সময় বল কন্ট্রোলের সুযোগ পেল সিকিম, তাতে লং-বল থিওরি বেছে নিয়েছিলেন কোচ একেন্দ্র সিংহ। ম্যাচ শেষে সিকিম কোচের সাফাই, “মাঝমাঠে বল ধরে খেলার লোক ছিল না আমার। বাধ্য হয়ে পাসিং ফুটবল ছেড়ে লং বল-এ যেতে হল। তবে মোহনবাগানকে কৃতিত্ব দিতে হবে।”
তা বলে কি রবিবারের বাগানে কোনও খুঁত ছিল না? ছিল। আর সে জন্যই অ্যাটাকিং থার্ডে দাপট নিয়ে খেলেও একটার বেশি গোল এল না। মাঝমাঠের সৌজন্যে গোলের সুযোগ হয়তো তৈরি হয়েছে কিন্তু ফিনিশ করার লোক নেই যে। কখনও নিশানায় গলদ, কখনও গোলের সামনে আত্মবিশ্বাসের অভাব। সে জন্য ম্যাচ শেষের তিন মিনিট আগে একটা পেনাল্টিও নষ্ট করলেন ওয়াহিদ। যে স্পটকিক মারলেন তাতে না জোর, না সাহস। যেন সতীর্থকে সাধারণ পাস বাড়াতে গিয়ে সিকিমের বাঙালি গোলকিপার দিব্যেন্দু সরকারের হাতে বল তুলে দিলেন!
তার পরেও সব মিলিয়ে রবিবাসরীয় দুপুরে ওডাফাহীন মোহনবাগান যে ফুটবল খেলল, তাতে শিল্ড জয়ের স্বপ্ন দেখতেই পারেন সমর্থকেরা! তবে তার জন্য করিমকে মাঘের সাতসকালে আরও ঘাম ঝরাতে হবে। বিশেষ করে সবুজ-মেরুন ফুটবলারদের মনস্তত্ত্ব নিয়ে।

মোহনবাগান: মনোতোষ, শৌভিক (আইবর), ইচে, কিংশুক, প্রীতম, রাম, ডেনসন, ওয়াহিদ, পঙ্কজ (সাইজু), কাতসুমি, সাবিথ (শঙ্কর)

জিতেও অস্বস্তিতে করিম
শিল্ডের প্রথম ম্যাচ দাপট নিয়ে খেলে জিতেও বাগান পুরোপুরি কন্টকমুক্ত হতে পারছে না। সেমিফাইনালে ওঠার পয়েন্টের অঙ্ক চিন্তায় ফেলেছে কোচ করিমকে। মোহনবাগানের সেমিফাইনালের টিকিট পাওয়ার রাস্তা হঠাৎ কঠিন হয়ে পড়ার পিছনে মহমেডান। রবিবার গ্রুপ ‘বি’র অন্য ম্যাচে বাংলাদেশের শেখ জামাল ধানমণ্ডিকে ২-১ হারিয়ে মহমেডান শেষ চারে ওঠা কার্যত নিশ্চিত করে ফেলল (২ ম্যাচে ৬ পয়েন্ট, গোলপার্থক্য +৪)। এবং তাতে সমস্যা বাড়ছে ওডাফাদের। কেননা পরের দু’টো ম্যাচ (মহমেডান ও ধানমন্ডি) থেকে মোহনবাগানকে অন্তত ৪ পয়েন্ট পেতে হবে। অর্থাৎ গ্রুপের বাকি দু’টো ম্যাচের একটাও হারলে চলবে না বাগানের (১ ম্যাচে ৩ পয়েন্ট, গোলপার্থক্য +১)। ধানমন্ডি (১ ম্যাচে ০ পয়েন্ট, গোলপার্থক্য -১) এ দিন হারলেও তাদের সেমিফাইনালের আশা শেষ নয়। পরের দু’টো ম্যাচে সিকিম এবং বাগানকে বড় ব্যবধানে হারালে শেষ চারে চলে যাবে। আবার মোহনবাগান পরের ম্যাচে মহমেডানকে হারিয়ে শেষ ম্যাচে ধানমন্ডির কাছে হারলে সে ক্ষেত্রে তিন দলই ৬ পয়েন্টে শেষ করবে। তখন গোলপার্থক্য দেখা হবে। গ্রুপের শীর্ষ দু’দল উঠবে সেমিফাইনালে। এ দিন মহমেডান-ধানমন্ডি ম্যাচ ভিভিআইপি বক্সে বসে দেখার পর করিম বললেন, “গ্রুপ অব ডেথ-এ পড়ে গেলাম। পরের দু’টো ম্যাচ জিততেই হবে।”

পুরনো খবর:




First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.