বিশ্বকাপের আগে শামিদের দায়িত্বে হয়তো ম্যাকগ্রা
টেস্টেও শর্ট বলের দাওয়াই হুঙ্কার নিউজিল্যান্ড কোচের
নিউজিল্যান্ডে বিরুদ্ধে টেস্ট সিরিজে নামার আগে আশা ও আশঙ্কা দু’টোই থাকছে মহেন্দ্র সিংহ ধোনিদের জন্য।
এক দিকে, মাইক হেসন। নিউজিল্যান্ড কোচ জানিয়ে দিলেন যে ওয়ান ডে সিরিজেই ভারতীয় ব্যাটসম্যানদের বিরুদ্ধে শর্ট বল থিওরি শেষ হল, এমন মনে করার কোনও কারণ নেই। পিচ, পরিবেশ সাহায্য করলে টেস্টেও ওটা ভাল রকম চলবে। অন্য দিকে, ম্যাকগ্রা-টোটকা। যিনি ২০১৫ ক্রিকেট-বিশ্বকাপের আগে পেসারদের ট্রেনিং দিতে পারেন।
এমনিতে এমআরএফ পেস অ্যাকাডেমিতে ট্রেনার হিসেবে আছেন ম্যাকগ্রা। খবর হচ্ছে, ইতিমধ্যেই তিনি ভারতীয় বোর্ডকে একটা প্রেজেন্টেশন জমা করেছেন ভারতীয় পেসারদের ট্রেনিং করাতে ইচ্ছুক বলে। যদি প্রাক্তন অস্ট্রেলীয় পেসারের প্রেজেন্টেশন গৃহীত হয়, তা হলে জাতীয় ক্রিকেট অ্যাকাডেমি থেকে পেসারদের গ্রুপ পাঠানো হবে। নিউজিল্যান্ডের কাছে ০-৪ হারের পর ব্যাটসম্যানদের মতো পেসারদের পারফরম্যান্স নিয়েও প্রশ্ন উঠছে ভাল রকম। বেশ কিছু ম্যাচে তিনশোর উপর রান দিয়ে ফেলেছেন ভারতীয় পেসাররা। এক সংবাদপত্রে ম্যাকগ্রা বলেও দিয়েছেন যে, ভারতীয় পেসারদের সমস্যা এক নয়, একাধিক। ইয়র্কার কেউ দিতে পারছে না। টেস্টে ৫৬৩ উইকেট নেওয়া অস্ট্রেলীয় পেসার বলে দিয়েছেন, “আমি একটা বোলারও দেখিনি যে কি না ছ’টা ভাল ইয়র্কার দিতে পারে। সেটা কেউ পারলে ব্যাটসম্যানের পক্ষে সহজ হবে না সেই বোলারকে খেলে দেওয়া।”

টেস্ট সিরিজেও এই ছবি দেখা যেতে পারে।
নিউজিল্যান্ডে সদ্য সমাপ্ত ওয়ান ডে সিরিজে মহম্মদ শামি, ভুবনেশ্বর কুমার, ইশান্ত শর্মা বরুণ অ্যারণকে নিয়ে তৈরি ভারতীয় পেস অ্যাটাকের অবস্থা বেশ করুণ দেখিয়েছে। পরিবর্ত তালিকাতেও এমন কোনও পেসার নেই যিনি উপরোক্তদের জায়গায় ঢুকে যেতে পারেন। তা হলে কি সেই জাহির খান? এ বার ম্যাকগ্রার উত্তর, “জাহিরের অভিজ্ঞতা সত্যি দামি। কিন্তু ও ফিট থাকলে তবেই ওকে খেলানো উচিত।”
ম্যাকগ্রা দায়িত্বে যদি আসেন, তার পর কী হবে সময় বলবে। কিন্তু আপাতত কিউয়ি শিবির থেকে শর্ট বোলিং নিয়ে যেমন তর্জন-গর্জন উড়ে আসছে, সেটা দুশ্চিন্তায় ফেলতে পারে মহেন্দ্র সিংহ ধোনিকে।
“পরিবেশ যদি সাহায্য করে তা হলে অবশ্যই আমরা শর্ট দেব,” বলে দিচ্ছেন নিউজিল্যান্ড কোচ। সঙ্গে হেসনের সংযোজন, “তবে বোলারদের বলব স্বাভাবিক লেংথে বল করতে যেতে। চেষ্টা করতে হবে এমন ভাবে বল করতে যাতে উইকেটের পিচনে খোঁচা ওঠে। বেসিন রিজার্ভে শেষ বার আমরা যখন খেলেছিলাম, এটা করে দেখিয়েছিলাম। ওয়েস্ট ইন্ডিজকে আমরা বাধ্য করেছিলাম আমাদের নিয়ন্ত্রণে আসতে। ভারতের বিরুদ্ধেও একই জিনিস আমরা করতে চাইব।” পাশাপাশি হেসন আরও মনে করিয়ে দিচ্ছেন যে স্বপ্নেও তাঁরা ভাবেননি ভারতের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ ৪-০ জিততে পারেন বলে। “স্বপ্নেও ভাবিনি এমন কিছু হতে পারে বলে। আমাদের প্ল্যানিং খুব ভাল ছিল। কিন্তু সেই প্ল্যানকে কার্যকর করাটাও দরকার। আর এমন জয়ের পর টিমের মধ্যে একটা আত্মবিশ্বাসও এসেছে। টেস্ট আর ওয়ান ডে ক্রিকেট এক নয়। কিন্তু ওয়ান ডে সিরিজের আত্মবিশ্বাসটা টেস্টে কাজে লাগবে।”

পুরনো খবর:




First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.