সহবাসে অভিযুক্তকে ধরার দাবি
নিজস্ব সংবাদদাতা • চাঁচল |
বিয়ের প্রলোভন দেখিয়ে এক কিশোরীকে ফুঁসলিয়ে সহবাসে অভিযুক্তকে গ্রেফতারের দাবিতে পুলিশ সুপারের দ্বারস্থ হলেন কিশোরীর পরিবার। মালদহের হরিশ্চন্দ্রপুরের দৌলতনগরের দুখিয়াপাড়ার ঘটনা। গত ৪ জানুয়ারি পুলিশ অভিযোগ জানানো হলেও অভিযুক্তকে পুলিশ গ্রেফতার করছে না বলে অভিযোগ তুলে শুক্রবার পুলিশ সুপারের দ্বারস্থ হন কিশোরীর বাবা। মালদহের পুলিশ সুপার কল্যাণ মুখোপাধ্যায় বলেন, “অভিযুক্ত এলাকা ছেড়ে পালিয়ে গিয়েছে। তাকে ধরতে তল্লাশি চলছে। পুলিশ ও কিশোরীর পরিবার সূত্রে জানা যায়, অভিযুক্ত যুবক সম্পর্কে কিশোরীর আত্মীয়। সেই সুবাদে তাকে বাড়িতে ডেকে গত এক বছর ধরে বিয়ের প্রলোভন দেখিয়ে তাকে দফায় দফায় ধর্ষণ করে বলে অভিযোগ। কিশোরী গর্ভবতী হয়ে পড়লে প্রথমে বিয়ে করতে রাজি হয়েও পরে বেঁকে বসায় পুলিশে অভিযোগ জানানো হয়। অভিযুক্ত যুবক ছাড়াও তার মা-সহ আরও তিন জনের বিরুদ্ধে হুমকি দেওয়ার অভিযোগও রয়েছে। এ দিন অভিযুক্তের মা মালদহ জজ কোর্ট থেকে আগাম জামিন পেয়েছেন। |
এ বার চাঁচলেই পেনশন মিলবে
নিজস্ব সংবাদদাতা • চাঁচল |
অবসরপ্রাপ্ত শিক্ষক, শিক্ষাকর্মী ও সরকারি কর্মীরা এখন মালদহের চাঁচল ট্রেজারি থেকেই পেনশন পাবেন। চাঁচল ট্রেজারি অফিস চালু হওয়ার ৮ বছর বাদে শুক্রবার চাঁচল ট্রেজারি অফিসে পেনশন বিভাগ চালু হল। চাঁচলের ট্রেজারি আধিকারিক উজ্জ্বল দাস বলেন, “কর্মীর অভাবে পেনশন বিভাগ চালু করা সম্ভব হচ্ছিল না। যাঁরা মালদহ থেকে পেনশন তোলেন তাদের ধাপে ধাপে চাঁচল ট্রেজারি অফিসে নিয়ে আসা হবে।” পেনশন বিভাগ চালু করে ভূমি ও ভূমি সংস্কার দফতরের কর্মী মহম্মদ ফইজুদ্দিনের হাতে পেনশনের চেক দেওয়া হয়। |
তিরতির করে বইছে পাহাড়ি নদী। পাশে মুস্তাকিম, সঙ্গীতা। গতে বাঁধা জীবন থেকে ‘ছুটি’ নিয়ে শুক্রবার বাগরাকোটের চুনাবাটিতে সময় কাটল ওদের। সর্বশিক্ষা মিশনের উদ্যোগে মালবাজার ব্লকের বিশেষ চাহিদাসম্পন্ন পড়ুয়াদের এক শিবিরে যোগ দেয় ৮০ জন। |
দিনের বেশির ভাগ সময়ে সূর্যের দেখা নেই। সন্ধ্যা থেকে ঘন কুয়াশা। গত এক সপ্তাহ ধরে দক্ষিণ দিনাজপুরে এই আবহাওয়ায় আলুতে ধসার প্রকোপ শুরু হয়েছে। মহকুমার কৃষি আধিকারিক উৎপল মণ্ডল বলেন, “ব্লক থেকে চাষিদের পরামর্শ দেওয়া হচ্ছে।” |
টেট-এ দুর্নীতির অভিযোগে পথসভা করল আলিপুরদুয়ার টাউন ব্লক কংগ্রেস। শুক্রবার আলিপুরদুয়ার চৌপথিতে। ব্লক কংগ্রেসের সভাপতি দীপ্ত চট্টোপাধ্যায় বলেন, “তদন্তের দাবির সঙ্গে যারা দুর্নীতির শিকার তাদের খাতা পরীক্ষা করে নিয়োগের দাবি তুলেছি।” |
লজের ঘর থেকে বৃদ্ধের দেহ উদ্ধার করল পুলিশ। শুক্রবার বালুরঘাটের সাড়ে তিন নম্বর মোড় এলাকা। মৃত স্বপন মুখোপাধ্যায় (৬৫) কলকাতার বাসিন্দা। ব্যবসার কাজে তিনি বালুরঘাটে গিয়েছিলেন। |