টুকরো খবর
১১ই উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে যোগ উপাচার্যের
আগামী ১১ ফেব্রুয়ারি উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদে যোগ দিচ্ছেন সোমনাথ ঘোষ। তিনি বর্তমান ভারপ্রাপ্ত উপাচার্য সমীর কুমার দাসের কাছ থেকে দায়িত্ব বুঝে নেবেন। সোমনাথবাবু বর্তমানে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের জৈব রসায়ন বিভাগে অধ্যাপনায় নিযুক্ত রয়েছেন। শুক্রবার বিশ্ববিদ্যালয়ের আচার্য তথা রাজ্যপালের দফতর থেকে একটচি ফ্যাক্স বার্তা পাঠানো হয় উত্তরবঙ্গ বিশ্বিদ্যালয় দফতরে। তাতে নতুন উপাচার্যের নাম জানানো হয়েছে। উত্তরবঙ্গ বিশ্বিদ্যলায়ের রেজিস্ট্রার বিষ্ণু প্রসাদ দ্বিবেদী খবরের সত্যতা স্বীকার করেন। তিনি বলেন, “আমরা আচার্যের কাছ থেকে ফ্যাক্স পেয়েছি। তাতে উপাচার্য হিসেবে সোমনাথ ঘোষের নাম জানানো রয়েছে। উনি শীঘ্রই কাজে যোগ দেবেন।” বিশ্ববিদ্যালয় সূত্রের খবর, ২০১২ সালের ১ এপ্রিল অরুণাভ বসু মজুমদারের কাছ থেকে অস্থায়ী ভাবে দায়িত্বভার নেন সমীরবাবু। প্রথমে তাঁকে ৬ মাসের জন্য দায়িত্ব দেওয়া হয়। পরে মেয়াদ বাড়ানো হয়েছিল।

বেসরকারিকরণের বিরোধিতা বাগানে
রাজ্য চা উন্নয়ন নিগমের পরিচালনাধীন ৫টি চা বাগানের বেসরকারিকরণের বিরোধিতা করে আন্দোলনের কথা ঘোষণা করল সিপিএম প্রভাবিত দার্জিলিঙের চা শ্রমিক সংগঠন চা কামান মজদুর ইউনিয়ন। শুক্রবার দার্জিলিঙের হিলকার্ট রোডে সংগঠনের এক বৈঠকে আন্দোলনের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়। সম্প্রতি রাজ্য সরকার নিগমের দায়িত্বে থাকা পাহাড়ের তিনটি এবং সমতলের ২টি চা বাগান বেসরকারিকরণের সিদ্ধান্ত ঘোষণা করে। এ দিন বৈঠকের পরে সিপিএমের শ্রমিক নেতা সমন পাঠক বলেন, “শ্রম দফতরে দাবিপত্র দিয়ে বেসরকারিকরণের প্রতিবাদ জানাব। রাজ্যের বাম সরকার বাগানগুলিকে বাঁচাতেই নিগমের হাতে দিয়েছিল। বেসরকারিকরণ করা হলে বাগানের শ্রমিকদের সমস্যা বাড়বে।” এ দিন সংগঠনের সভায় পাহাড়ের শ্রমিকদের মজুরি বাড়িয়ে ২৮০ টাকা করার দাবি জানানোরও সিদ্ধান্ত হয়েছে।

স্টপ চেয়ে রেল অবরোধের ডাক নিউ ময়নাগুড়িতে
নিউ ময়নাগুড়ি স্টেশনে দিল্লি ও দক্ষিণ ভারতগামী দুরপাল্লার ট্রেনের স্টপেজের দাবিতে আজ, শনিবার ব্যবসা বন্ধ রেখে রেল লাইন অবরোধের ডাক দিয়েছে ব্যবসায়ী সমিতি। বিভিন্ন রাজনৈতিক দল সহ ক্লাব কর্তৃপক্ষের কাছেও আন্দোলনে যোগ দেওয়ার জন্য আবেদন রাখা হয়েছে। ওই আন্দোলনের খবর পেয়ে এ দিন দুপুরে নিউ ময়নাগুড়িতে যান উত্তর-পূর্ব সীমান্ত রেলের আলিপুরদুয়ারের বিভাগীয় কমার্শিয়াল ম্যানেজার বসন্ত দাস এবং রেল পুলিশের অ্যাসিস্ট্যান্ট কমিশনার সিদ্ধ লিন্ধিয়া। আন্দোলন তুলে নেওয়ার জন্য আবেদন জানালেও ব্যবসায়ী সমিতি রাজি হয়নি। উত্তর-পূর্ব সীমান্ত রেলের আলিপুরদুয়ারের বিভাগীয় কমার্শিয়াল ম্যানেজার পরে জানান, আন্দোলনকারীদের দাবির কথা কর্তৃপক্ষকে জানানো হবে।

র‌্যালি দার্জিলিঙে
পর্যটন দফতর এবং একটি বেসরকারি সংস্থার উদ্যোগে আয়োজিত ‘কার র্যালি’ পৌঁছোল দার্জিলিঙে। শুক্রবার র্যালিটি দার্জিলিঙে পৌঁছয়। ২৯ জানুয়ারি শিলিগুড়ি থেকে র্যালি শুরু হয়। পর্যটন প্রসারেই ওই র্যালির আয়োজন হয়। কলকাতা, মিজোরাম, শিলিগুড়ি, সিকিম এবং দার্জিলিং থেকে ৩৬ জন ওই র্যালিতে অংশ নেন। সংস্থাটির অধিকর্তা সিদ্ধার্থ বসু জানিয়েছেন, খেলার প্রসারও র্যালির অন্যতম উদ্দেশ্য। শিলিগুড়ি থেকে র্যালি শুরু হওয়ার পরে জলপাইগুড়ির লাটাগুড়ি হয়ে সিকিমে পৌঁছয়। সেখান থেকে দার্জিলিঙে আসে র্যালি। আজ সকালে ফের শিলিগুড়ির দিকে রওনা হবে সেই র্যালি।

সমন্বয়ে সেমিনার
অপরাধের বিচার পদ্ধতিতে সমন্বয়ের প্রয়োজন শীর্ষক চার দিনের সেমিনারের শেষ হল শুক্রবারে। শিলিগুড়ির দাগাপুরের একটি বেসরকারি আইন কলেজের উদ্যোগে গত ২৭ জানুয়ারি থেকে ওই সেমিনার শুরু হয়েছিল। কলেজ চত্বরেই চলা সেমিনারে সমন্বয়ের প্রয়োজনীয়তা জানানোর পাশাপাশি আলোচনাও করা হয়। শুক্রবার সেমিনারের শেষ দিনে কলকাতা হাইকোর্টের বিচারপতি অসীম রায়, বিএসএফের উত্তরবঙ্গ সদরের আইজি এসকে সুদ-সহ অন্যরা উপস্থিত ছিলেন। কলেজের তরফে জানানো হয়েছে, ব্যুরো অব পুলিশ রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট-এর অনুমোদন নিয়ে ওই সেমিনারের আয়োজন করা হয়। আয়োজক সংস্থার চেয়ারম্যান জয়জিৎ চৌধুরী, সংস্থার অধিকর্তা তাপস চট্টোপাধ্যায়, সঞ্জয় ভট্টাচার্য প্রমুখ উপস্থিত ছিলেন।

বেসরকারিকরণের বিরোধিতা বাগানে
রাজ্য চা উন্নয়ন নিগমের পরিচালনাধীন ৫টি চা বাগানের বেসরকারিকরণের বিরোধিতা করে আন্দোলনের কথা ঘোষণা করল সিপিএম প্রভাবিত দার্জিলিঙের চা শ্রমিক সংগঠন চা কামান মজদুর ইউনিয়ন। শুক্রবার দার্জিলিঙের হিলকার্ট রোডে সংগঠনের এক বৈঠকে আন্দোলনের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়। সম্প্রতি রাজ্য সরকার নিগমের দায়িত্বে থাকা পাহাড়ের তিনটি এবং সমতলের ২টি চা বাগান বেসরকারিকরণের সিদ্ধান্ত ঘোষণা করে। এ দিন বৈঠকের পরে সিপিএমের শ্রমিক নেতা সমন পাঠক বলেন, “শ্রম দফতরে দাবিপত্র দিয়ে বেসরকারিকরণের প্রতিবাদ জানাব। রাজ্যের বাম সরকার বাগানগুলিকে বাঁচাতেই নিগমের হাতে দিয়েছিল। বেসরকারিকরণ করা হলে বাগানের শ্রমিকদের সমস্যা বাড়বে।” এ দিন সংগঠনের সভায় পাহাড়ের শ্রমিকদের মজুরি বাড়িয়ে ২৮০ টাকা করার দাবি জানানোরও সিদ্ধান্ত হয়েছে।

ওল চাষে পরামর্শ
বুনো হাতির হানা রুখতে বক্সা ব্যাঘ্র প্রকল্পে বনবস্তি এলাকায় বিকল্প চাষে উদ্যোগী বন দফতর। প্রকল্পের জঙ্গল লাগোয়া বিভিন্ন বনবস্তিতে ধান, ভুট্টা,আলু ও কপির মত ফসলের লোভেই হাতির হানার ঘটনা ঘটে। তাই চাষিদের বিকল্প চাষে উৎসাহ দেওয়া হবে। বনমন্ত্রী বিনয়কৃষ্ণ বর্মন বলেন, বনবস্তিতে বিকল্প চাষ হিসাবে সেট্রোনিলা বা ওলের মত লাভজনক ফসল চাষে উৎসাহ দেওয়া হচ্ছে।” বনমন্ত্রী জানান, লঙ্কা আর ওল হাতির পছন্দ নয়। অথচ এগুলির চাষ তুলনায় লাভজনক। বন দফতরের দাবি, দশ বিঘা জমিতে আলু, শশা, স্কোয়াশ চাষ করে যা লাভ হয়, এক বিঘায় ওল চাষ করে দ্বিগুণ বেশি লাভ হতে পারে। তাতে আটকানো যেতে পারে হাতির হানাও।

অসুস্থ বন্দির মৃত্যু
জলপাইগুড়ি কেন্দ্রীয় সংশোধনাগারে এক বন্দি মারা গেলেন। শুক্রবার রাতে মৃত ওই বন্দির নাম সুরেন্দ্রনাথ দেবনাথ (৮০)। তিনি শামুকতলার বাসিন্দা। এ দিন বিকেলে শ্বাসকষ্ট দেখা দিলে তাঁকে জেলের হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানেই তাঁর মৃত্যু হয়। সংশোধনাগারের আধিকারিক রাজীব রঞ্জন বলেন, “বধূ নির্যাতনের মামলায় তাঁর ৪ বছরের কারাদণ্ড হয়েছিল।”

শিশুকে ধর্ষণ
চার বছরের এক শিশুকন্যাকে বাড়িতে ডেকে নিয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে এক বৃদ্ধের বিরুদ্ধে। মঙ্গলবার সন্ধ্যায় শামুকতলার দক্ষিণ ঢালকর কলোনিতে ঘটনাটি ঘটেছে। ওই শিশুর বাবা শুক্রবার বিকেলে শামুকতলা থানায় লিখিত অভিযোগ জমা দেন। ষাটোর্ধ্ব ওই অভিযুক্ত পরিতোষ দে পলাতক। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। এ দিন শিশুটিকে আলিপুরদুয়ার মহকুমা হাসপাতালে পাঠিয়েছে পুলিশ।

সুসংহত চাষের প্রসারে
ছবি: রাজু সাহা।
মডেল করে গ্রামে গ্রামে প্রচার চালিয়ে উন্নত ও লাভজনক চাষ তথা সমন্বয়িত চাষ পদ্ধতির প্রসারে নিরলস ভাবে কাজ করে নজর কেড়েছেন ডুয়ার্সের প্রত্যন্ত গ্রামের যুবক ক্ষীরেন্দ্র চন্দ্র দাস। বাড়ি আলিপুরদুয়ার ২ ব্লকের উত্তর মজিদখানা গ্রামে। ক্ষীরেন্দ্রর কাজে পাশে দাঁড়িয়েছে কৃষি দফতর। আলিপুরদুয়ার ২ ব্লকের সহকারী কৃষি অধিকর্তা অম্লান ভট্টাচার্য জানান, ইনটিগ্রেটেড বা সমন্বয়িত চাষ পদ্ধতি হল পুকুর ভিত্তিক সুসংহত চাষ পদ্ধতি। অল্প জমিতে স্বল্প ব্যয়ে এই পদ্ধতিতে একসঙ্গে মাছ, ফল বাগান তৈরি, মুরগি, হাঁস, ছাগল ও ভেড়া পালন করে চাষিরা বেশি লাভবান হতে পারেন। তাঁর মডেল চাষিদের ওই পদ্ধতিতে উৎসাহিত করছে। ক্ষীরন্দ্রবাবুর এই কাজে সরকারি ও বেসরকারি স্বীকৃতিও মিলেছে। গুজরাতে ভাইব্র্যান্ট গুজরাত কৃষি বিশ্ব সম্মেলনে ক্ষীরেন্দ্রের মডেল কৃষি বিজ্ঞানীদের প্রশংসা কুড়িয়েছে। মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদী অক্টোবরে ক্ষীরেন্দ্রকে বিশেষ কৃষি সম্মানে ভূষিত করেছেন। বিভিন্ন বিশ্ববিদ্যালয়, রাজ্য সরকারও তাঁর কাজের প্রশংসা করেছে।





First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.