সংস্কৃতি যেখানে যেমন

• শিলিগুড়ি সুভাষপল্লি ওয়েলফেয়ার অর্গানাইজেশনের উদ্যোগে সাংস্কৃতিক অনুষ্ঠানের আসর হয়ে গেল। আবৃত্তি, নাটক, দুঃস্থ পড়ুয়াদের সাহায্যনানা বিষয় ছিল। পড়ুয়াদের আর্থিক সহায়তা করতে রামকৃষ্ণ সারদামণি প্রকল্পের উদ্বোধন করেন সাহুডাঙির রামকৃষ্ণ বিবেকানন্দ আশ্রমের সম্পাদক স্বামী বিনয়ানন্দ। ১৩ ছাত্রছাত্রীকে আর্থিক সাহায্য দেওয়া হয়। সংস্থার সম্পাদক বিপ্লব দাস জানান, ভবিষ্যতে আরও পড়ুয়াকে সাহায্য করা হবে। আবৃত্তিচর্চা কেন্দ্র উবাচ’র সর্বাণী মজুমদার, তনুশ্রী বিশ্বাস, সুতপা রায়, সায়নী বিশ্বাস, রেমা গঙ্গোপাধ্যায়, তনিমা বিশ্বাস, শোভনা দে একটি কবিতার কোলাজ পরিবেশন করেন। পারমিতা দাশগুপ্ত আবৃত্তি কলেন। অনুরণনের নাচের শিক্ষিকা দৃপ্তা চক্রবর্তী, অন্য শিল্পীদের অনুষ্ঠান নজর কেড়েছে। সুতপা রায়ের পরিচালনায় মঞ্চস্থ হয় নৃত্যছন্দম। পার্থ প্রতিম মিত্রের ‘অমৃত সমান’ শ্রুতি নাটকে অংশ নেন সুবীর ভট্টাচার্য এবং পারমিতা দাশগুপ্ত। আবহ পার্থ সিংহ। বলাকা নাটগোষ্ঠীর প্রযোজনায় কল্যাণ দাশগুপ্ত পরিচালিত বেংলিশ কন্যার রূপকথা। আবহ রূপক দে সরকার, আলো বিমান দাশগুপ্ত, প্রক্ষেপণ শঙ্কর চক্রবর্তী। সঞ্চালনায় সুদীপ চৌধুরী।

• পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের দার্জিলিং জেলা কমিটির উদ্যোগে শুরু হল হাতি, বন্যপ্রাণ এবং পরিবেশ বাঁচাও অভিযান। ১৪ জানুয়ারি বাঘা যতীন পার্কে সৃজনের ক্যানভাসে পরিবেশ নামে অনুষ্ঠান হয়। শহরের কবি, আবৃত্তিকার, নৃত্যশিল্পী, সঙ্গীত শিল্পী, চিত্র শিল্পীরা অংশ নেন। সংগঠনের জেলা কমিটি সম্পাদক তথা কর্মসূচির আহ্বায়ক প্রবীর পাণ্ডা জানান, ২৩ জানুয়ারি ইসলামপুরে মূল অনুষ্ঠানের উদ্বোধন হয়। ২৫ জানুয়ারি শিলিগুড়ির বাঘা যতীন পার্কে শহরের শিল্পীদের নিয়ে অনুষ্ঠান হয়। সমবেত সঙ্গীতে ছিল সৃষ্টি মিউজিক অ্যাকাডেমি, উবাচ শিল্পীরা, নাচে অনুরণন, পদম ড্যান্স অ্যাকাডেমি। পরিবেশ নিয়ে স্বরচিত কবিতা শোনান শ্যামলী সেনগুপ্ত। গানে সত্যজিৎ মুখোপাধ্যায়, মৌসুমী দাশগুপ্ত, জরি দে, চম্পা রায়চৌধুরী। আবৃত্তিতে রক্তিম রায়, কৌশিক রজক, আলাপন সরকার। নাচে দৃপ্তা চক্রবর্তীর পরিচালনায় অনুরণনের শিল্পীরা। এ ছাড়া তবলায় দীপক কর্মকার, স্বরূপ মজুমদার। সঞ্চালনা পারমিতা দাশগুপ্ত।

• সারদা শিশুতীর্থের প্রাক্তন বিদ্যার্থী সঙ্ঘ বিবেকানন্দের জন্মসার্ধশতবর্ষ উপলক্ষে গত এক বছর ধরে দার্জিলিং জেলার তরাই অঞ্চলের গ্রামগুলিতে বিবেকানন্দের আদর্শ ও বাণী প্রচার করেছিল। ১২ জানুয়ারি বিদ্যার্থী সঙ্ঘ বিবেকানন্দ মিলন মেলার আয়োজন করে। উপস্থিত ছিলেন সাধারণ মানুষ, প্রচার অভিযানে অংশগ্রহণকারী এবং ছাত্রছাত্রীরা। ছিল ক্যুইজ প্রতিযোগিতা, বিবেকানন্দের বাণী ও আদর্শ সম্পর্কিত আলোচনা। সারদা শিশুতীর্থের তরফে তত্ত্বাবধায়ক বিমলকৃষ্ণ দাস বলেন, গ্রামস্তরে খেটে-খাওয়া মানুষের কাছে বিবেকানন্দের আদর্শ পৌঁছে দেওয়ার জন্য এই উদ্যোগ নেওয়া হয়েছে।

• জলপাইগুড়ির তরঙ্গ সাংস্কৃতিক সংস্থা সম্প্রতি লোকসংস্কৃতি ও মিলন মেলার আয়োজন করেছিল। জটেশ্বর উচ্চ বিদ্যালয়ের প্রাঙ্গণে মিলনমেলার উদ্বোধন করেন দীপককুমার রায়। এই উপলক্ষে প্রকাশিত স্মরণিকায় রয়েছে লোকশিল্পীদের নাম-ঠিকানা নিয়ে সংবলিত একটি তালিকা। সভাপতি ছিলেন শিক্ষানুরাগী অজিতকুমার দে। দু’দিনের এই মিলনমেলায় ছিল এক প্রদর্শনী। দেখা গেল মাছ ধরার বিভিন্ন সরঞ্জাম, বাঁশ-কাঠে তৈরি দৈনন্দিন জীবনের ব্যবহার্য বিভিন্ন জিনিসপত্র।

• গানের সিডি প্রকাশের পর তা বিক্রি করে যে টাকা উঠেছিল তা দুঃস্থ মেধাবী পড়ুয়াদের মধ্যে বিলি করলেন শিলিগুড়ির অবর বিদ্যালয় পরিদর্শক অরিন্দম রায়। প্রয়াত কিশোরকুমারকে শ্রদ্ধা জানিয়ে এপ্রিলে সিডি প্রকাশের পর তা বিক্রি করে ২৭ হাজার টাকা উঠেছে। তা ১১ জন দুঃস্থ পড়ুয়ার হাতে তুলে দেওয়া হয়। তাঁরা ষষ্ঠ, অষ্টম, নবম, একাদশ শ্রেণির পড়ুয়া।

• সম্প্রতি প্রজাতন্ত্রদিবসে বসে আঁকা প্রতিযোগিতা হল শিলিগুড়ি শহরের হায়দরপাড়া স্পোর্টিং ক্লাবে আয়োজন ছিল ক্যুইজেরও। ক্লাবের যুগ্ম সম্পাদক নিমাই পাল জানান, সন্ধ্যায় উবাচ এর সহযোগিতায় নাচ-গান, কবিতা এবং শ্রুতি নাটকের আয়োজন করা হয়।

• শিলিগুড়ি সুভাষপল্লির পদম ড্যান্স অ্যাকাডেমি সম্প্রতি মিত্র সম্মিলনী হলে এক অনুষ্ঠানের আয়োজন করে। কর্ণধার ইন্দ্রাণী সাহা জানান, ৭০ জন ছাত্রছাত্রী রবীন্দ্রনৃত্য, লোকনৃত্য, কত্থক, আধুনিক, ক্লাসিক্যাল নাচে যোগ দেন।

• ছোটদের একটি বই প্রকাশ হয়েছে। নাম ‘ছোটদের ছোট গল্প’। লিখেছেন সুদীপ দত্ত। এটি এই বছর জলপাইগুড়ি বইমেলায় প্রকাশ হয়। তাতে লেখকের নানা ভাবনার ১২টি ছোট গল্প আছে।





First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.