|
|
|
|
ভোটের মুখে সংরক্ষিত পদে লোক নেবে রাজ্য
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
বিভিন্ন দফতরে কয়েক হাজার সংরক্ষিত পদ দীর্ঘদিন ধরে শূন্য পড়ে রয়েছে। সেগুলো পূরণ করা যাচ্ছে না। শুক্রবার রাজ্য মন্ত্রিসভা সিদ্ধান্ত নিয়েছে, ওই সব পদ পূরণ করার জন্য দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ করবে সরকার। পঞ্চায়েতমন্ত্রী সুব্রত মুখোপাধ্যায় জানান, তফসিলি জাতি ও উপজাতির জন্য সংরক্ষিত পদে প্রথম পর্যায়ে পাঁচ হাজার জনকে নিয়োগ করা হবে। নিয়োগ প্রক্রিয়া শুরু হবে ফেব্রুয়ারির মাঝামাঝি।
প্রশাসনের একটি অংশের দাবি, লোকসভা নির্বাচনের কথা মাথায় রেখেই তড়িঘড়ি কিছু পদে লোক নিয়োগ করতে চাইছে সরকার। নির্বাচন ঘোষণা হয়ে গেলে তখন আর কোনও ভাবেই নিয়োগ করা যাবে না। সরকার তাই তার আগেই খালি পড়ে থাকা পদে যতটা সম্ভব নিয়োগ সেরে ফেলতে চাইছে বলে মনে করছেন প্রশাসনিক কর্তাদের একাংশ।
নবান্নের খবর, রাজ্যের বিভিন্ন দফতরে তফসিলি জাতি-উপজাতিদের জন্য সংরক্ষিত প্রায় ১৩ হাজার পদ খালি। তার মধ্যে তফসিলি জাতির জন্য প্রায় ৯০০০ এবং তফসিলি উপজাতির জন্য ৩৪০০ পদ শূন্য রয়েছে বলে জানান সুব্রতবাবু। ওই দুই সম্প্রদায়ের জন্য সরকারি চাকরিতে মোট ২৮% পদ সংরক্ষিত। কিন্তু নির্দিষ্ট পদে সংশ্লিষ্ট সম্প্রদায়ের উপযুক্ত প্রার্থী মেলে না বলেই নিয়োগ আটকে থাকে। তফসিলি জাতি ও উপজাতি সম্প্রদায়ের জন্য সংরক্ষিত পদে প্রার্থীর অভাবে সেখানে সাধারণ কর্মপ্রার্থীদের মধ্য থেকেই নিয়োগ করা যায় কি না, মাঝেমধ্যেই তা নিয়ে জল্পনা শোনা যায়। আলোচনাও হয় বিভিন্ন স্তরে। কিন্তু শেষ পর্যন্ত কোনও নিয়োগ না-হওয়ায় বহু পদ খালিই পড়ে থাকে। এ ভাবেই দফায় দফায় শূন্য পদের সংখ্যা বেড়ে চলে। পঞ্চায়েতমন্ত্রীর অভিযোগ, বাম আমল থেকে সংরক্ষিত পদে নিয়োগ বন্ধ আছে। ফলে শূন্য পদের সংখ্যা এত বেশি হয়ে দাঁড়িয়েছে।
সুব্রতবাবু জানান, প্রথম পর্যায়ে আপাতত ৩৩৫৪টি পদে তফসিলি জাতি এবং ১১৫৯টি পদে তফসিলি উপজাতি সম্প্রদায়ের প্রার্থী নিয়োগ করা হবে। তৃতীয় ও চতুর্থ শ্রেণিতেই শূন্য পদের সংখ্যা বেশি। |
|
|
|
|
|