টুকরো খবর
সর্বত্র অনলাইনে ছাত্রভর্তির চেষ্টা
কিছু কলেজে অনলাইনে ভর্তি চালু হয়েছে। গোলমাল রুখতে এ বার সব কলেজেই এই পদ্ধতিতে ছাত্র ভর্তি করতে চাইছে রাজ্য সরকার। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক মুকুল রায় শুক্রবার বলেন, “আগামী শিক্ষাবর্ষ থেকেই এই প্রক্রিয়া চালু করার চেষ্টা চলছে। এতে দুর্নীতি ও অশান্তি কমবে বলে আমাদের আশা।” কলকাতার বেশির ভাগ কলেজে অনলাইনে ভর্তি হলেও জেলার অনেক কলেজে তা চালু হয়নি। অনেক ক্ষেত্রেই পছন্দের ছাত্রছাত্রীদের ভর্তি নেওয়ার জন্য চাপ দেয় বিভিন্ন ছাত্র সংগঠন। সর্বত্র অনলাইনে ভর্তি শুরু হলে গোলমাল এড়ানো সম্ভব।

ভোটকেন্দ্রে বিশ্রাম-ঘর
লোকসভা ভোট হবে গরমের মধ্যে। ভোটের লাইনে দীর্ঘক্ষণ দাঁড়ানোর কষ্ট সহ্য করতে হবে ভোটারদের। প্রায় প্রতিটি নির্বাচনেই তা-ই হয়। প্রচণ্ড গরমে ভোটের লাইনে দাঁড়িয়ে অসুস্থ হয়ে পড়ার নজিরও মেলে ফি-বারেই। অতীত থেকে শিক্ষা নিয়ে আসন্ন লোকসভা নির্বাচনে ভোটারদের কিছুটা স্বস্তি দিতে বিশেষ ব্যবস্থা করছে নির্বাচন কমিশন। তারা বলেছে, সম্ভব হলে প্রতিটি ভোটকেন্দ্রে একটি ঘরে ভোটারদের বিশ্রামের ব্যবস্থা রাখতে হবে। এর আগে অবশ্য ভোটারদের লাইনের জন্য কোথাও কোথাও অস্থায়ী ছাউনির ব্যবস্থা হয়েছে। এ বার সেই নির্দেশও বহাল রাখছে নির্বাচন কমিশন। তবে ভোটকেন্দ্রেই কোনও ঘরে ভোটারদের বিশ্রামের ব্যবস্থা করতে বলা এ বারেই প্রথম। এ রাজ্যে সাধারণত স্কুল-কলেজের ভবনেই ভোটকেন্দ্র হয়ে থাকে। তাই প্রয়োজনে ভোটারদের বিশ্রামের জন্য একটি ঘর নির্দিষ্ট রাখা মোটেই অসম্ভব নয় বলে কমিশন মনে করে। গরমের কথা মনে রেখেই কমিশন ভোটের দিন পুলিশের ভ্রাম্যমাণ ইউনিট এবং সেক্টর অফিসারের গাড়িতে প্যারা মেডিক্যাল কর্মী ও সানস্ট্রোকের চিকিৎসার প্রয়োজনীয় ওষুধ মজুত রাখার নির্দেশ দিয়েছে। গরমে কেউ অসুস্থ হয়ে যাতে দ্রুত চিকিৎসা দেওয়া যায়, তার জন্য পুলিশের ওই মোবাইল ইউনিট ও সেক্টর অফিসারকে এক ঘণ্টা অন্তর প্রতিটি ভোটকেন্দ্রে ঘুরে যেতে বলা হয়েছে।

দ্রুত বাজেট
লোকসভা ভোটের ঘোষণার আগেই বাজেট পাশের কাজ সারতে চাইছে রাজ্য। প্রাথমিক ভাবে ঠিক হয়েছে, ১০ ফেব্রুয়ারি বিধানসভার বাজেট অধিবেশন শুরু হবে। ভোট-অন-অ্যাকাউন্ট পাশের পরিকল্পনা রয়েছে ১৭ ফেব্রুয়ারি। কয়েকটি বিলও আসার কথা। বামফ্রন্টের এই নির্ঘণ্টে আপত্তি আছে। তাদের যুক্তি, ২১ ফেব্রুয়ারি পরীক্ষার জন্য মাইক-বিধি চালু হবে। তখন প্রকাশ্যে সভা চলবে না। তাই এ সময় দলগুলিকে বাইরে কর্মসূচি করতে দিয়ে ২১ তারিখ নাগাদ বিধানসভার অধিবেশন ডাকা হোক।

মধ্যমগ্রামের গণধর্ষণে অভিযুক্তই রাজসাক্ষী
মধ্যমগ্রামের গণধর্ষণে অভিযুক্তদের মধ্যে এক জনকে রাজসাক্ষী করার অনুমতি দিল আদালত। শুক্রবার বারাসত আদালতের দ্বিতীয় অতিরিক্ত জেলা ও দায়রা বিচারক শান্তনু ঝা এই অনুমতি দেন। ওই ঘটনায় মূল অভিযুক্ত ছোট্টু-সহ ছ’জনকে গ্রেফতার করে চার্জশিট দিয়েছে পুলিশ। অ্যান্টনি সাচ্চি নামে এক অভিযুক্ত দোষ স্বীকার করেছে বলে চার্জশিটে জানানো হয়েছে। পুলিশের আর্জি, অ্যান্টনিকে রাজসাক্ষী করার অনুমতি দেওয়া হোক। ধর্ষিতা কিশোরী ডিসেম্বরে অগ্নিদগ্ধ হয়ে মারা গিয়েছে। বিচারক শুক্রবার অ্যান্টিনর গোপন জবানবন্দি ক্যামেরাবন্দি করেন। পরে জানান, অ্যান্টনিকে রাজসাক্ষী করে বিচার প্রক্রিয়া চলবে।

ফুড পার্কে লগ্নি ৮০ কোটি
সাঁকরাইলের ফুড পার্কে প্রায় ৮০ কোটি টাকার বিনিয়োগ-প্রস্তাব পাশ হল রাজ্য মন্ত্রিসভায়। শুক্রবার মন্ত্রিসভার বৈঠকের পরে শিল্প তথা অর্থমন্ত্রী অমিত মিত্র জানান, ক্রিয়েটিভ পলিপ্যাক, ড্রিমবেক প্রাইভেট লিমিটেড এবং পোদ্দার কমোডিটিজ নামে তিনটি সংস্থা মোট পাঁচ একর জমি নিয়ে ৮০ কোটি টাকা বিনিয়োগ করবে। তাতে সরাসরি কাজ পাবেন ৬০০ জন। এ ছাড়া রানিগঞ্জ এলাকায় ৪০০টি কূপ থেকে কোলবেড মিথেন গ্যাস তুলছে গ্রেট ইস্টার্ন এনার্জি কর্পোরেশন। তাদের বৈধতা দেওয়ার সিদ্ধান্ত হয়েছে মন্ত্রিসভার এ দিনের বৈঠকে। শিল্পমন্ত্রী জানান, এর ফলে রানিগঞ্জ এলাকায় মিথেন গ্যাস তুলতে ওই সংস্থার আর কোনও সমস্যা হবে না।

পরিবহণ কর্মীদের মার
ব্রিগেডে লোক নিয়ে যাওয়ার জন্য বাস ভাড়া দিয়েছিলেন তৃণমূলের এক পক্ষকে। বাস মালিকদের এই আচরণে গোঁসা হয় দলেরই অন্য এক পক্ষের। শুক্রবার গোটা দশেক বাস থেকে যাত্রীদের নামিয়ে চালক-কন্ডাক্টরদের তাঁরা মারধর করেন বলে অভিযোগ। ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার হাড়োয়ার ঘুসিঘাটার কাছে। জেলা তৃণমূল পর্যবেক্ষক জ্যোতিপ্রিয় মল্লিক বলেন, “ইতিমধ্যেই দলীয় স্তরে তদন্ত হচ্ছে। দলের কেউ জড়িত থাকলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”

পিছোল মামলা
সারদা গোষ্ঠীর আর্থিক কেলেঙ্কারির সিবিআই তদন্তের আর্জি জানিয়ে কলকাতা হাইকোর্টে যে-মামলা চলছে, সময়ের অভাবে শুক্রবার তার শুনানি হয়নি। ৭ ফেব্রুয়ারি তার শুনানি হবে। ওই দিনই বিচারপতি অসীম বন্দ্যোপাধ্যায় জানিয়ে দেবেন, তিনি মামলাটি প্রত্যাহার করার অনুমতি দেবেন কি না।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.