পুস্তক পরিচয় ২...
দেখার দৃষ্টিই খুলে দেয়

‘ফুটপাথ জুড়ে বসে থাকে তবু চায় না ভিক্ষে?
মতলব আছে!
পুবদিকই শুধু বলে যায় যত পূর্ব দিককে
মতলব আছে!’

সাম্প্রতিক উঠে আসছে শঙ্খ ঘোষের কবিতায়। কিন্তু তাঁরই মতো করে। তাই ‘মতলব’ কবিতার শেষে মোক্ষম কটি লাইন,
‘হেঁটে চলে গেলে মনে হয় যেন আমজনতা?
আদরে ভাসায় যখনই তোমায় পায় সে কাছে?
মতলব আছে— গভীর গহনে নিশ্চিত কোনো জাল ছড়াবার মতলব আছে!’

২০১৩-য় লেখা তাঁর ৪২টি কবিতার সংগ্রহ বহুস্বর স্তব্ধ পড়ে আছে (সিগনেট প্রেস, ১৫০.০০)। বাংলা কবিতা এখন যখন অধিকাংশত অনুকৃত প্রেমপ্রলাপ তখন আশি পেরনো এই কবি প্রজ্ঞায় আর প্রেমে নিজের মতো।
সেই প্রেম, তাঁর কবিতায় কত রকম অন্ধিসন্ধি আর তোরণ পেরিয়ে একান্ত নিজ হাতে নিজস্ব ভাষায় কবিতা হয়ে ওঠে তার প্রমাণ প্রেমের কবিতা-র (সপ্তর্ষি, ১৫০.০০) ১১২টি কবিতায়। ‘প্রতিশ্রুতি’, ‘যৌবন’, ‘শ্লোক’, ‘দিনগুলি রাতগুলি’, ‘শব্দ’-এর মতো কবিতাগুলি বেছে নিয়েছেন রণজিৎ দাশ। লিখেছেন দীর্ঘ ভূমিকাও, তাঁর ভাষায় যা ‘উত্তেজিত-দীর্ঘায়িত গৌরচন্দ্রিকা’। বিশ্লেষণী ভূমিকাটি উত্তেজনায় কিঞ্চিৎ লঘুও হয়েছে প্রেমের সঙ্গে টাইমবোমার তুলনায়, বিপজ্জনক প্রেমের ভুবনে বিপজ্জনক যাত্রার মতো শব্দের খেলায়।
এর জন্য যেমন কাব্যসংকলনটি গুরুত্ব হারাবে না, তেমনই ব্লার্বের বিজ্ঞাপনী বচনও নিঃশব্দের শিখা: শঙ্খ ঘোষ (শঙ্খ ভাবনার অনুষ্টুপ সংকলন, সম্পা: সন্তোষ মুখোপাধ্যায়, অনুষ্টুপ, ৫০০.০০) বইটির গৌরবে একটি অতি ক্ষুদ্র কাঁটা হয়েই থাকবে। ‘অনুষ্টুপ’ পত্রিকার শঙ্খ ঘোষ সংখ্যা থেকে তৈরি হয়েছিল এই সংকলনটি, তেরো বছর আগে। বিশিষ্ট জনের লেখায় সমৃদ্ধ সংকলনটির এই দ্বিতীয় সংস্করণে সংযোজন কিছু হয়নি, বরং বিয়োজন ঘটেছে। লেখকরাও কেউ তাঁদের লেখার কোনও পরিবর্তন করেননি। এমনকী গ্রন্থপঞ্জিটিও ২০০০ পর্যন্ত। তবে সংস্করণ কেন? কবিতা, গদ্য, রবীন্দ্রনাথ পড়ায় যে শঙ্খ ঘোষ বার বার প্রকাশিত হয়েছেন তাঁর লেখায়, তাঁর বলায় তিনিই প্রকাশিত হন আর এক ভাবে। প্রত্যয়ের বিন্দুতে স্থির থেকে এত শান্ত সেই প্রকাশ যে তাঁর বলা সম্পর্কে যেন ‘বক্তৃতা’ বা ‘ভাষণ’ শব্দগুলি বড় বেমানান। কয়েকটি বক্তৃতা আর লেখার সংকলন দেখার দৃষ্টি (তালপাতা, ১৫০.০০)। প্রথম ভাগে তিনটি বলা, ‘অন্ধের স্পর্শের মতো’, ‘দেখার দৃষ্টি’ আর ‘জানার বোধ’। দ্বিতীয় ভাগে তিনটি লেখা, ‘সে’, ‘শিশু’ আর ‘বিসর্জন’। সমালোচনার বেড়া ডিঙিয়ে ছোট ছোট গল্পের মতো তিনটি লেখা যেন কাব্যগ্রন্থ আর নাটকটি সম্পর্কে দেখার দৃষ্টিই খুলে দেয়।


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.