টুকরো খবর
মানভূম মেলা ও বইমেলা
মানবাজারে মানভূম মেলা ও বইমেলা শুরু হল শুক্রবার। চলবে ৪ ফেব্রুয়ারি পর্যন্ত। এ দিন বিকেলে ঢোল, ধামসা, মাদল নিয়ে শহর পরিক্রমা করে মেলার সূচনা হয়ছে। মেলা কমিটির সম্পাদক মনোজ মুখোপাধ্যায় জানান, এ বার মেলা ১১ বছরে পড়ল। লালন পুরস্কার প্রাপ্ত শিল্পী সলাবত মাহাতো মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন। মেলার পাঁচ দিনে মানভূম সংস্কৃতির ঐতিহ্য তুলে ধরা হবে। নাগরদোলা-সহ শতাধিক বেচাকেনার দোকান বসেছে মেলায়।

লজে কড়াকড়ি পুলিশের
হোটেল বা লজে থাকতে দেওয়ার আগে আগন্তুকদের সচিত্র পরিচয়পত্র ভাল করে খতিয়ে দেখার জন্য হোটেল ও লজ মালিকদের ফের সতর্ক করল বাঁকুড়া জেলা পুলিশ। শুক্রবার বাঁকুড়া শহরের প্রায় ৪০টি হোটেল ও লজের মালিক এবং কর্মীদের বাঁকুড়া সদর থানায় ডেকে একটি বৈঠক করে বাঁকুড়া পুলিশ। উপস্থিত ছিলেন ডিএসপি (শৃঙ্খলা ও প্রশিক্ষণ) বাপ্পাদিত্য ঘোষ, বাঁকুড়া সদর থানার আইসি সব্যসাচী সেনগুপ্ত, টাউনবাবু রামনারায়ণ পাল প্রমুখ। বৈঠকে প্রতিটি লজ কর্তৃপক্ষকে একটি লিখিত নির্দেশনামা দেওয়া হয়। তাতে আগন্তুকদের সচিত্র পরিচয়পত্র রাখা, তাঁদের ফোন নম্বর খতিয়ে দেখা, লজে সিসিটিভি লাগানো-সহ বেশ কিছু নির্দেশ রয়েছে। গত ২১ জানুয়ারি বাঁকুড়ার গোবিন্দনগর এলাকার একটি লজ থেকে এক বধূর মৃতদেহ উদ্ধার হয়। লজ কর্তৃপক্ষের কাছে ওই বধূ ও তাঁর সঙ্গীর পরিচয়পত্র পাওয়া যায়নি। এমনকী তাঁরা লজ কর্তৃপক্ষের কাছে যে ফোন নম্বরটি দিয়েছিলেন তাও ঠিক নয় বলে পুলিশি তদন্তে উঠে এসেছে। মৃত বধূটির পরিচয় এদিন পর্যন্ত পুলিশ উদ্ধার করতে পারেনি। তাঁর সঙ্গীরও কোনও হদিশ মেলেনি। বাপ্পাদিত্যবাবু বলেন, “লজের মালিকদের পুলিশের তরফ থেকে আগেও আগন্তুকদের সচিত্র পরিচয়পত্র রাখার নির্দেশ দেওয়া হয়েছে। তার পরেও গোবিন্দনগরের লজ কর্তৃপক্ষ সেই নির্দেশ মানেননি। আমরা এ বার লজ কর্তৃপক্ষদের লিখিত ভাবে নির্দেশ দিয়েছি। না মানা হলে এ বার হোটেল ও লজ মালিকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।” বাঁকুড়া হোটেল অ্যান্ড লজ ওনার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সম্পাদক উদয়নারায়ণ বিশ্বাস দাবি করেছেন, “পুলিশের নির্দেশ আমরা মেনে চলি। গোবিন্দনগরে যা হয়েছে, তা একটি বিক্ষিপ্ত ঘটনা। পরবর্তী কালে এই ধরনের ঘটনা যাতে না ঘটে সে দিকে আমরা নজর রাখব।”

সাত বছর স্বামীর জেল
স্ত্রীকে পুড়িয়ে মারার চেষ্টার দায়ে স্বামীর সাত বছর সশ্রম কারাদণ্ড হল। শুক্রবার এই রায় দেন পুরুলিয়া জেলা আদালতের অতিরিক্ত দায়রা বিচারক পার্থ লাহিড়ি। মামলার সরকার পক্ষের আইনজীবী তপন মাহাতো জানিয়েছেন, ২০১৩ সালের ৭ এপ্রিল বলরামপুর থানার নামশোল গ্রামে ঘটনাটি ঘটেছিল। ওই গ্রামের বাসিন্দা মহম্মদ মুস্তাক আনসারি তাঁর স্ত্রী আনোফা বিবিকে প্রথমে মারধোর করে হাত পা বেঁধে পুড়িয়ে মারার চেষ্টা করে। পড়শিরা ওই মহিলাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় বাঁশগড় স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যান। পরে সেখান থেকে পুরুলিয়া সদর হাসপাতালে ভর্তি করা হয়। মাসখানেক চিকিৎসার পরে তিনি হাসপাতাল থেকে ছাড়া পান। ওই ঘটনার পরে বধূটির বাবা স্থানীয় ধাদকিডি গ্রামের বাসিন্দা নাজিব আনসারি তাঁর জামাইয়ের বিরুদ্ধে বলরামপুর থানায় অভিযোগ দায়ের করেন। ওই দম্পতির ছ’টি সন্তান রয়েছে। পরে ওই মহিলাও আদালতে উপস্থিত হয়ে তাঁর স্বামীর বিরুদ্ধে সাক্ষ্য দিয়েছেন। ঘটনার পরেই অভিযুক্ত গ্রেফতার হয়েছিল। তারপর থেকে টানা সে সংশোধনাগারে ছিল। পুলিশ তদন্ত শেষে ওই বছরের মে মাসে চার্জশিট পেশ করে। অগস্ট মাস থেকে বিচার শুরু হয়। এ দিন সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে বিচারক অভিযুক্তকে সাত বছর সশ্রম কারাদন্ড ও পাঁচ হাজার টাকা জরিমানার আদেশ দিয়েছেন। অনাদায়ে আরও এক বছর কারাদণ্ড হবে।

কুয়োয় দেহ
এলাকায় ছড়িয়ে পড়া দুর্গন্ধের সূত্র ধরে পরিত্যক্ত একটি কুয়োর ভিতর থেকে এক ব্যক্তির পচাগলা মৃতদেহ উদ্ধার করল পুলিশ। শুক্রবার সকালে পুরুলিয়া মফস্সল থানা এলাকার ভবানীপুর ও চিরুমার্চা গ্রামের মাঝামাঝি রাস্তার ধারের একটি কুয়ো থেকে পুলিশ ও দমকল কর্মীরা মৃতদেহটি উদ্ধার করেন। পুলিশ জানিয়েছে, মৃতের শরীরে দু’টি ভারী পাথর বাঁধা ছিল। পুলিশের অনুমান ওই ব্যক্তিকে খুন করে পাথর বেঁধে কুয়োয় ফেলে দেওয়া হয়েছে। তদন্তে পুলিশ জানতে পেরেছে, ভবানীপুর গ্রামেরই এক ব্যক্তি গত এক সপ্তাহ ধরে নিখোঁজ রয়েছেন। তিনি পেশায় সব্জি ব্যবসায়ী। ওই দেহটি তারই কি না খতিয়ে দেখা হচ্ছে।

স্কুলে অনুষ্ঠান
সুবর্ণজয়ন্তী বর্ষ পালিত হল পুরুলিয়া ২ ব্লকের বড়াসিনি নন্দলাল উচ্চ বিদ্যালয়ে। সম্প্রতি ওই স্কুলের দুই প্রতিষ্ঠাতা নন্দলাল মাহাতো ও জয়দেব মাহাতোর মূর্তি প্রতিষ্ঠিত হয়। প্রধান শিক্ষক দীপককুমার মণ্ডল জানান, ওই দু’জনের প্রচেষ্টায় এই প্রত্যন্ত এলাকায় স্কুলটি গড়ে উঠেছিল। অনুষ্ঠানে ছিলেন স্বনির্ভর গোষ্ঠী ও স্বনিযুক্তি প্রকল্প বিষয়ক মন্ত্রী শান্তিরাম মাহাতো।

শিবির
মহিলা সচেতনতা শিবির হয়ে গেল শুক্রবার বিষ্ণুপুরে। মহিলাদের পারিবারিক সমস্যা প্রতিরোধ, আইনি সচেতনতা ও সামাজিক অধিকার নিয়ে সভা হয়।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.