থানা চত্বরে স্কুল, উদ্যোগ পুলিশের
নিজস্ব সংবাদদাতা • বসিরহাট |
স্কুল ছুট ও ইট ভাটা শ্রমিকদের শিশুদের জন্য অভিনব উদ্যোগ নিল বাদুড়িয়া পুলিশ। একটি স্বেচ্ছাসেবী সংগঠনের সহযোগিতায় ফাঁড়ির মধ্যেই তৈরি হল স্কুল ‘প্রয়াস’। সম্প্রতি বাদুড়িয়া পুলিশ ফাঁড়ির মধ্যে নতুন ওই স্কুলের উদ্বোধন করেন উত্তর ২৪ পরগনার পুলিশ সুপার তন্ময় রায়চৌধুরী। উপস্থিত ছিলেন এসডিপিও অভিজিৎ বন্দ্যোপাধ্যায়, বাদুড়িয়া থানার ওসি কল্লোল ঘোষ, বিডিও তারক মণ্ডল, পুরপ্রধান দীপঙ্কর ভট্টাচার্য-সহ অনেকে। আপাতত ৪০ জন ছাত্রছাত্রীকে নিয়ে পঠনপাঠন শুরু করা হচ্ছে বাদুড়িয়া থানা চত্বরের কালীমন্দির দালানে। বিষয়টি পরিচালনায় থাকছেন দুই শিক্ষিকা, শম্পা মণ্ডল এবং শাশ্বতী কাবাসি। স্কুলের উদ্বোধন করে পুলিশ সুপার তন্ময় রায়চৌধুরী বলেন, “পুলিশ এবং স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে এমন স্কুল এই জেলায় প্রথম। শিক্ষার অভাবে শিশুরা বদসঙ্গে হারিয়ে না গিয়ে যদি প্রকৃত মানুষ হয়ে উঠতে পারে, তখনই আজকের মতো এই উদ্যোগ সফল।” বাদুড়িয়া সাংস্কৃতিক মঞ্চে মঞ্চস্থ হয় স্বেচ্ছাসেবী সংগঠনের শিশুদের নাটক “আলোয় ফেরা’। এছাড়া ‘প্রয়াসে’ ভর্তি হওয়া অনেক শিশুই তাঁদের নাচ-গানের মাধ্যমে মন ভরিয়ে তোলে দর্শকদের।
|
বধূর মৃত্যুতে ধৃত স্বামী
নিজস্ব সংবাদদাতা • বাদুড়িয়া |
বধূকে খুনের অভিযোগে গ্রেফতার করা হল স্বামী-শ্বশুর-শাশুড়িকে। বৃহস্পতিবার দুপুরে ঘটনাটি ঘটে বাদুড়িয়া থানার চণ্ডীপুর গ্রামে। পুলিশ জানায়, মৃতার নাম শুক্লা দাস (২০)। বছর দেড়েক আগে স্বরূপনগরের বাড়ঘড়িয়া গ্রামের শুক্লার সঙ্গে বিয়ে হয় চণ্ডীপুরের অরূপ দাসের। শুক্লার বাবা সঞ্জিত দাসের অভিযোগ, বিয়েতে চাহিদা মতো যৌতুক দেওয়া সত্ত্বেও অতিরিক্ত পণের দাবিতে শারীরিক-মানসিক নির্যাতন চলত মেয়ের উপরে। সে জন্যই মেয়েকে পিটিয়ে মেরে গলায় দড়ি দিয়ে ঝুলিয়ে রাখা হয় বলে তাঁর অভিযোগ। অরূপ, তার বাবা অশোক এবং মা মেনকাকে গ্রেফতার করে পুলিশ। অরূপের দাবি, আত্মঘাতী হয়েছেন স্ত্রী।
|
চলন্ত বাসে রিভলভার দেখিয়ে যাত্রীদের থেকে টাকা লুঠ করে পালাল দুষ্কৃতীরা। শুক্রবার সকালে ঘটনাটি ঘটেছে সন্দেশখালির কানমারি বাজারের কাছে চুঁচড়ো ব্রিকপোলের পাশে বাসন্তী রোডে। এ দিন সকালে ধামাখালি থেকে বাসটি ছেড়ে বসিরহাটের দিকে আসছিল। সকাল ৭টা নাগাদ ব্রিকপোলের কাছে পৌঁছতেই রাস্তায় দাঁড়িয়ে থাকা দুই ব্যক্তি হাত নেড়ে বাসটি থামতে বলে। বাস দাঁড়াতেই বোঝা যায়, ভিতরেই যাত্রী সেজে বসে ছিল ৪ সশস্ত্র দুষ্কৃতী। গুলি চালিয়ে দেওয়ার হুমকিও দেয় তারা। এক জন বাসের চালকের মাথায় রিভলভার ঠেকায়। অন্য জন কন্ডাক্টরের কানের পাশে আগ্নেয়াস্ত্র ধরে। বাকিরা লুঠপাট শুরু করে। যে দু’জন দুষ্কৃতী হাত দেখিয়ে বাস দাঁড় করিয়েছিল, তারাও যোগ দেয় লুঠপাটে। গাড়ির এক যাত্রী আহম্মদ মোল্লা বলেন, “সম্ভবত, নির্দিষ্ট এক ব্যবসায়ীর কাছে অনেক বেশি টাকা থাকবে বলে খবর ছিল ওদের কাছে। ওই ব্যক্তির কপালে রিভলভার ঠেকিয়ে নীচে নামিয়ে নেয় তারা। তাঁর কাছে থাকা কালো একটি ব্যাগ ছিনিয়ে নেয়। বাকিদের থেকেও টাকা, গয়না, মোবাইল নিয়ে নেয়।” অপারেশন শেষ করে দু’টি বাইকে পালায় দুষ্কৃতীরা।
|
লোক কবি বিজয় সরকারের নামাঙ্কিত বিজয় মেলা হয়ে গেল গোপালনগর রামচন্দ্রপুর প্রাথমিক বিদ্যালয়ের মাঠে। লোক কবি বিজয় সরকার ও পল্লিকবি জসীমউদ্দিনের জীবন ও সাহিত্য নিয়ে আলোচনাসভার ব্যবস্থা ছিল। প্রকাশিত হয় স্মারকপত্র ‘বিজয়-বীথি’। বিভিন্ন দিনে থাকছে কবিগান, ভাটিয়ালি, পল্লিগীতি, ভাওয়াইয়া, লালনগীতি, বাউল, বিজয়গীতি, বিহুনৃত্য, যাত্রা প্রভৃতি। উদ্যোক্তাদের পক্ষ থেকে পরিমলকুমার বিশ্বাস জানান, হস্তশিল্প, মৃৎশিল্প, কৃষিপণ্য, বিজ্ঞান বিষয়ক চিত্র প্রদর্শনীরও ব্যবস্থা ছিল এই মেলায়।
|
বাগদা বিডিও অফিসের মুখ্য গাড়িচালক জগন্নাথ দে-কে খুনের চেষ্টার অভিযোগ উঠল বাগদা ব্লক যুব তৃণমূল সভাপতি তুলসি বিশ্বাসের বিরুদ্ধে। বৃহস্পতিবার রাতে গাঁড়াপোতা বাজারে জগন্নাথবাবুকে গাড়ি থেকে বের করে তুলসি মারধর করেন বলে অভিযোগ। তুলসিবাবুকে টেলিফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি। পুলিশ খুঁজছে তাঁকে। |