টুকরো খবর
মেদিনীপুরে বুদ্ধের সভাই পরীক্ষা বামের
আধিপত্য অনেক দিনই গিয়েছে। গত পঞ্চায়েত-পুরসভা নির্বাচনেও পযুর্দস্ত হয়েছে দল। ধসে গিয়েছে একের পর এক দুর্গ। এ বার লোকসভার লড়াই। পরিবর্তিত এই পরিস্থিতিতেই কাল, রবিবার মেদিনীপুর শহরে সমাবেশ করতে চলেছে সিপিএম। প্রধান বক্তা প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। পশ্চিম মেদিনীপুরে সিপিএমের শেষ সমাবেশ হয়েছিল ২০১২ সালের ১ ফেব্রুয়ারি। সে বারও বুদ্ধবাবুই ছিলেন প্রধান বক্তা। সিপিএমের জেলা সম্মেলন উপলক্ষে ওই সভার আয়োজন করা হয়েছিল। গত দু’-আড়াই বছর ধরে সিপিএম প্রচার করেছে, জঙ্গলমহলের এই নজিরবিহীন সন্ত্রাস ও প্রতিকূলতার মধ্যেও মানুষ ঘুরে দাঁড়াচ্ছে। ভয় কাটিয়ে মানুষ পথে নামছেন। সিপিএম নেতৃত্বের দাবি, মানুষ যে ঘুরে দাঁড়াচ্ছে, মেদিনীপুরের সমাবেশ তারই প্রমাণ দেবে। সমাবেশের প্রস্তুতি এখন চূড়ান্ত পর্বে। কলেজ মাঠে মঞ্চ বাঁধা হয়েছে। শহর জুড়ে পতাকা-ফেস্টুন লাগানো হয়েছে। তৈরি হয়েছে তোরণ। সভা হচ্ছে জেলা বামফ্রন্টের ব্যানারে। সিপিআইয়ের জেলা সম্পাদক সন্তোষ রাণা শুক্রবার বলেন, “এখনও বিস্তীর্ণ এলাকায় প্রতিকূল পরিস্থিতি। তাও প্রচারে ভাল সাড়া মিলেছে।” সিপিএমের জেলা সম্পাদক দীপক সরকারেরও দাবি, “মেদিনীপুরের সমাবেশ সফল হবে।”

মেয়েকে খুনের চেষ্টা, বাবার ৩ বছর জেল
মেয়েকে খুনের চেষ্টায় তিন বছরের জেল হল বাবার। শুক্রবার ঘাটালের সহকারী দায়রা বিচারক অম্বরীশ ঘোষ ঘাটাল থানার সিংহচক গ্রামের বাসিন্দা রঞ্জিত মণ্ডলকে দোষী সাব্যস্ত করে এই নির্দেশ দেন। ২০১২ সালের ২৫ ডিসেম্বর সিংহচক গ্রামের বাসিন্দা রঞ্জিত মণ্ডল তাঁর দশ বছরের মেয়ে মামণি মণ্ডলকে কাটারি দিয়ে ঘাড়ে এবং শরীরের নানা অংশে আঘাত করেন। আশঙ্কাজনক অবস্থায় মামণিকে ঘাটাল মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনার পরই মামণির কাকা অনিল মণ্ডল দাদার বিরুদ্ধে ঘাটাল থানায় অভিযোগ দায়ের করেন। উল্লেখ্য, ওই ঘটনার কিছুদিন আগেই স্বামীর অত্যাচারে রঞ্জিতবাবুর স্ত্রী বাড়ি ছেড়ে চলে যান। অভিযোগ পাওয়ার পর ২০১২ সালের ৩১ ডিসেম্বর রঞ্জিতবাবুকে গ্রেফতার করা হয়। ঘটনার তদন্তকারী অফিসার অমিত মুখোপাধ্যায় বলেন, “স্ত্রী বাড়ি ছেড়ে চলে যাওয়ার পরই মেয়েকেও খুন করার পরিকল্পনা করেছিল রঞ্জিত মণ্ডল। মা বাড়ি ছেড়ে চলে যাওয়ার পর মামণি তার কাকার কাছে থাকত। ২০১২ সালের ২৫ ডিসেম্বর রাত সাড়ে দশটা নাগাদ মামণিকে একা পেয়ে রঞ্জিত আচমকাই তার দেহে কাটারি দিয়ে কোপ মারতে শুরু করেন। মামণির চিৎকারে বাড়ির সকলে ছুটে এলে রঞ্জিত পালায়।” এ দিন আদালতে উপস্থিত মামনি বলে, “বাবার অত্যাচারে মা বাড়ি ছেড়ে মামার বাড়ি চলে গিয়েছে। তাই এই রায়ে আমি খুশি।”

দেবব্রতকে নিয়ে ঘটনার পুনর্নির্মাণ
সম্পত্তি নিয়ে বিবাদে মা, দাদা, বৌদি এবং পাঁচ বছরের ভাইঝিকে খুনে অভিযুক্ত দেবব্রত দাস এ বার সরকারি আইনজীবী পেলেন। গত শনিবার কাঁথির মুকুন্দপুরে পরিজনদের খুনের অভিযোগে গ্রেফতার হয়েছিলেন তিনি। তারপর থেকে বিচারকের নির্দেশে পাঁচ দিনের পুলিশ হেফাজতে ছিলেন দেবব্রত। বৃহস্পতিবার তাঁকে নিয়ে গিয়ে ঘটনার পুনর্নিমাণ করেন তদন্তকারী পুলিশ কর্তারা। শুক্রবার দেবব্রত কাঁথি আদালতে সরকারি আইনজীবী চেয়ে এসিজেএম কুমকুম চট্টোপাধ্যায়ের কাছে আবেদন করেন। বিচারক সেই আবেদন মঞ্জুর করে লিগাল এইড থেকে দেবব্রতকে আইনজীবী নিয়োগের নির্দেশ দেন। এ দিনের শুনানির পর বিচারক জামিনের আবেদন নাকচ করে ১৪ দিনের জন্য জেল হাজতের নির্দেশ দেন।

মন্দারমণিতে মৃত্যু

মন্দারমণিতে দুর্ঘটনাগ্রস্ত গাড়ি। ছবি: সোহম গুহ।
মন্দারমণির সৈকতে গাড়ি চালাতে গিয়ে দুর্ঘটনায় মৃত্যু হল এক জনের। নাম দীপঙ্কর হীরা (৪১)। কলকাতার হরিদেবপুরে চণ্ডীতলা এলাকায় বাড়ি। শুক্রবার দুপুরে তিন মহিলা-সহ ন’জন নাগাদ মন্দারমণি আসেন। অন্যরা হোটেলে চলে গেলেও দীপঙ্করবাবু একাই সৈকতে বেপরোয়া ভাবে গাড়ি চালাচ্ছিলেন বলে অভিযোগ। হঠাৎ গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে কয়েক পাক উল্টে মুখ থুবড়ে পড়ে। সামনের ও পিছনের চাকা খুলে বেরিয়ে যায়। স্থানীয়রা ছুটে এসে জখম দীপঙ্করবাবুকে উদ্ধার করে কাঁথি মহকুমা হাসপাতালে নিয়ে যান। পথে তাঁর মৃত্যু হয়। পুলিশের অনুমান, মদ খেয়ে বেপরোয়া গাড়ি চালাচ্ছিলেন তিনি।

জলাশয় নিয়ে বিবাদ, জখম ২
জলাশয়ের দখল নেওয়াকে কেন্দ্র করে দুই পরিবারের গোলমালে ছররা গুলি ছিটকে জখম হলেন এক জন। পাশ দিয়ে স্কুলে যাওয়ার পথে জখম হয়েছেন দশম শ্রেণির এক ছাত্রীও। শুক্রবার সকালে কাটোয়ার মুস্থুলি গ্রামের ঘটনা। আহত দু’জনেই কাটোয়া মহকুমা হাসপাতালে ভর্তি। পুলিশ জানিয়েছে, ওই গ্রামের কালোসোনা ঘোষ ও নবকুমার ঘোষের মধ্যে জলাশয় দখল নিয়ে মাঝেমধ্যেই অশান্তি হয়। কিছুদিন আগে দু’পক্ষই এ নিয়ে কাটোয়া থানায় অভিযোগও দায়ের করে।

চোলাই ভাটিতে পুলিশের হানা
মদ তৈরির ভাটিতে হানা দিয়ে প্রায় ২ হাজার পাঁচশো লিটার মদ তৈরির সরঞ্জাম নষ্ট করল পুলিশ। শুক্রবার নন্দকুমার থানার মহম্মদপুরে রাজাবাজার এলাকায় দিঘা-কলকাতা সড়কের ধারে ও কালীচকে হলদি নদীর ধারে একাধিক চোলাই ভাটিতে পুলিশ তল্লাশি চালায়। এ দিন র্যাফ-সহ প্রায় ৫০জনের পুলিশ বাহিনী দু’জনকে গ্রেফতারও করে।


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.