|
|
|
|
ব্যাঙ্কের নাম করে ভুয়ো ফোনে প্রতারণার নালিশ
নিজস্ব সংবাদদাতা • কাঁথি |
ভুয়ো ফোন করে কাঁথির একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের কয়েকজন গ্রাহকের অ্যাকাউন্ট থেকে টাকা প্রতারণার অভিযোগ উঠেছে। এই চক্রের ফাঁদে পড়ে প্রতারিত হয়েছেন কাঁথির পলিটেকনিক কলেজের এক শিক্ষক শঙ্করকুমার রানা-সহ একাধিক গ্রাহক।
শঙ্করবাবুর কথায়, “গত বুধবার সন্ধ্যায় অচেনা নম্বর থেকে একজন ফোন করেন। তিনি ওই ব্যাঙ্কের মুম্বইয়ের হেড অফিস থেকে ফোন করছেন বলে জানান। ব্যাঙ্কের অ্যাকাউন্ট ‘ভেরিফিকেশন’ এবং এটিএম নম্বর ও পিন কোড নম্বর পরিবর্তনের কাজ চলছে। তাই ওই ব্যাক্তি আমার কাছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর ও এটিএমের পিন কোড নম্বর জানতে চান। এরপর আমাকে মোবাইল ফোন কিছুক্ষণ বন্ধ রাখতে বলা হয়।” তিনি বলেন, “তাঁর কথামতো আমি বেশ কিছুক্ষণ ফোন বন্ধ করে রাখি। মিনিট পনেরো পর ফোন চালু করতেই একের পর এক মেসেজ আসতে থাকে। ওই মেসেজ থেকে আমি জানতে পারি, মোট আট দফায় আমার অ্যাকাউন্ট থেকে ২৯ হাজার টাকা তুলে নেওয়া হয়েছে।” ওই ঘটনার পর বিপদ বুঝে শঙ্করবাবু ব্যাঙ্কে যোগাযোগ করেন। ব্যাঙ্কের হেল্পলাইনে ফোন করে তিনি তাঁর অ্যাকাউন্ট লকও করে দেন।
ওই ব্যাঙ্কের কাঁথি শাখার আধিকারিক মলয় দাস জানান, গত কয়েকদিন এইভাবে অনেকে ভুঁয়ো ফোনে নিজেদের অ্যাকাউন্ট নম্বর ও এটিএমের পিন কোড বলে প্রতারিত হয়েছেন। গোটা বিষয়টি ব্যাঙ্কের উধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। স্থানীয় সংবাদপত্রে বিজ্ঞাপন দিয়ে কাউকেই অ্যাকাউন্ট নম্বর ও এটিএমের পিন কোড জানাতে নিষেধ করা হয়েছে। পাশাপাশি গ্রাহকদের সচেতন করার কাজও চলছে। গ্রাহকদের সতর্ক করে তিনি বলেন, “ব্যাঙ্কের পক্ষ থেকে কখনও ফোন করে গ্রাহকের গোপন অ্যাকাউন্ট নম্বর ও এটিএমের পিন কোড জানতে চাওয়া হয় না। গ্রাহকরা যেন প্রতারকের ফাঁদ সম্পর্কে সতেতন থাকেন।” পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত চলছে।
|
|
|
|
|
|