|
|
|
|
বীরসিংহে চালু হল সরকারি আইটিআই
নিজস্ব সংবাদদাতা • ঘাটাল |
বিদ্যাসাগরের জন্মস্থানে বীরসিংহ গ্রামে অবশেষে চালু হয়ে গেল সরকারি আইটিআই কলেজ।
কারিগরি দফতর সূত্রে খবর, প্রাথমিক ভাবে ইলেকট্রিক্যাল, বিউটিশিয়ান, উড ওয়ার্ক, টয় মেকিং, স্পোকেশ ইংলিশ-সহ ৬টি কোর্স চালু হয়েছে। আগামী ছ’মাসের মধ্যেই সমস্ত রকম কোর্স চালু এবং পর্যাপ্ত শিক্ষক-শিক্ষাকর্মী নিয়োগ হয়ে যাবে বলে জানা গিয়েছে। ইতিমধ্যেই বিভিন্ন কোর্সের নানা যন্ত্রপাতি চলে এসেছে। কলেজের অধ্যক্ষ সমরেশ সিংহ জানান, “শুক্রবার থেকেই ফর্ম দেওয়া শুরু হয়েছে। মডিউলার কোর্সগুলির জন্য ৬০০ পড়ুয়া সম্পূর্ণ নিখরচায় ভর্তি হওয়ার সুযোগ পাবেন।” উল্লেখ্য, প্রথম দিনই প্রায় ২০০ পড়ুয়া বিনামূল্যে ফর্ম তুলেছেন।
এ দিন কলেজের উদ্বোধন করেন পরিষদীয় সচিব (সেচ) শঙ্কর দোলই। উপস্থিত ছিলেন কারিগরি শিক্ষা দফতরের শিল্প প্রশিক্ষণ অধিকারের (দুর্গাপুর জোন) যুগ্ম অধিকর্তা সৌমেন বসু, ঘাটালের বিডিও সঞ্জয় পণ্ডিত, দিলীপ মাঝি, বিকাশ কর প্রমুখ। কলেজের উদ্বোধন করে শঙ্কর দোলই বলেন, “আমরা কথা দিয়েছিলাম চলতি শিক্ষাবর্ষ থেকেই কলেজটি চালু করব। সেই প্রতিশ্রুতি রাখলাম।”
|
আইটিআই কলেজের উদ্বোধন।—নিজস্ব চিত্র। |
বীরসিংহ গ্রামে বাম আমলেই আইটিআই কলেজটি অনুমোদন পায়। এর অন্যতম উদ্যোক্তা ছিলেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু। কারিগরি দফতরও দ্রুত সরকারি ভাবে কলেজটির অনুমোদন দেয়। ২০০৮ সালেই বিল্ডিং-এর জন্য টাকাও বরাদ্দ হয়। বছর চারেক আগেই প্রায় সাড়ে তিন কোটি টাকা খরচ করে বহুতল বিল্ডিং, হোস্টেল সবই হয়ে গিয়েছিল। কিন্তু চালু হয়নি কলেজটি। রোদে-জলে ক্রমশ খারাপ হচ্ছিল কলেজ ভবন। চত্বরে বাড়ছিল অসামাজিক ক্রিয়াকলাপ। সম্প্রতি বিষয়টি নিয়ে আনন্দবাজারে প্রতিবেদনও প্রকাশিত হয়। দফতর সূত্রের খবর, ওই মডিউলার কোর্সগুলি ছাড়াও ধীরে ধীরে আরও ১৫টি নতুন কোর্স চালু হবে। এগুলি হল সার্ভয়ার, অঙ্কন, ইলেকট্রিয়ান প্রভৃতি।
দীর্ঘ প্রতিক্ষার পর অবশেষে সরকারি ওই কলেজটি চালু হওয়ায় খুশি এলাকাবাসী। এ দিন অনুষ্ঠানে তাঁরা এলাকার বিধায়ককে কাছে পেয়ে গ্রামের প্রায় পরিত্যক্ত কেন্দ্রীয় বাসস্ট্যান্ডটি ফের চালু করার আর্জি জানান। বিধায়ক প্রতিশ্রুতি দেন সংশ্লিষ্ট মন্ত্রীর সঙ্গে কথা বলে বাসস্ট্যান্ডটি চালু করতে উদ্যোগী হবেন। |
|
|
|
|
|