|
|
|
|
উত্তরাখণ্ডে ভোটের হাওয়া ঘোরাতে বহুগুণার ইস্তফা
নিজস্ব সংবাদদাতা • নয়াদিল্লি
৩১ জানুয়ারি |
উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পদ থেকে আজ ইস্তফা দিলেন বিজয় বহুগুণা। শেষ মুহূর্তে কোনও পরিবর্তন না হলে, কাল পরবর্তী মুখ্যমন্ত্রী হিসেবে দলের প্রবীণ নেতা হরিশ রাওয়াতের নাম ঘোষণা করবেন কংগ্রেস নেতৃত্ব।
রাওয়াত এই মুহূর্তে কেন্দ্রে সংসদ বিষয়ক প্রতিমন্ত্রী। গত ভোটে কংগ্রেস এ রাজ্যে ক্ষমতা দখলের পর মুখ্যমন্ত্রী পদের অন্যতম দাবিদার ছিলেন এই রাজপুত নেতাটি। কিন্তু পরিচ্ছন্ন নেতা হিসেবে তখন দশ নম্বর জনপথ বেছে নেয় ব্রাহ্মণ নেতা বিজয় বহুগুণাকে। কার্যত সান্ত্বনা পুরস্কার হিসেবেই হরিশকে কেন্দ্রে প্রতিমন্ত্রী করে নিয়ে আসেন সনিয়া গাঁধী। রাজনীতির দায় এমনই যে, লোকসভা ভোটের মুখে তাঁকেই মুখ্যমন্ত্রী পদে বসাতে হচ্ছে কংগ্রেস নেতৃত্বকে। কারণ, পরিচ্ছন্ন নেতা হিসেবে যাকে বাছা হয়েছিল সেই বিজয় বহুগুণা কার্যক্ষেত্রে ডাহা ফেল করেছেন বলে মনে করছেন দলের নেতারাই। বহুগুণার বিরুদ্ধে গোটা রাজ্যে শুধু নয়, দলেও বিদ্রোহ শুরু হয়। এই অবস্থায় কংগ্রেসের নেতারাই বলতে শুরু করেন যে, লোকসভা ভোটের সময় বহুগুণা মুখ্যমন্ত্রী থাকলে রাজ্যের পাঁচটি আসনেই হারতে হবে কংগ্রেসকে। ফলে বাধ্য হয়েই শেষ পর্যন্ত রাওয়াতকে মুখ্যমন্ত্রী করে পাঠানোর সিদ্ধান্ত নেন রাহুল। কাল কংগ্রেস পরিষদীয় দলের বৈঠকে তাঁর নাম আনুষ্ঠানিক ভাবে ঘোষণা করা হবে।
বহুগুণা আজ ইস্তফা দিয়ে বলেছেন, “দলের চাপেই মুখ্যমন্ত্রীর পদ ছাড়তে হল।” এটা যেমন সত্য, তেমনই এটাও বাস্তব যে দলকেও তিনি চাপে ফেলে দিয়েছিলেন। যে কারণে ভোটের মুখে মুখ্যমন্ত্রী বদল করতে হচ্ছে দলকে। ঘটনাচক্রে এতে হিমাচলপ্রদেশ ও উত্তরাখণ্ড এই দু’টি রাজ্য নিয়ে অনেক দিনের রীতিতে ছেদ পড়তে চলেছে। |
|
|
|
|
|