|
|
|
|
পদ্ম সম্মান ফেরাল বর্মা পরিবার
নিজস্ব সংবাদদাতা • নয়াদিল্লি
৩১ জানুয়ারি |
ধর্ষণ নিয়ে আইনের কড়াকড়ি যাঁর সুপারিশে সেই বিচারপতি জে এস বর্মাকে মরণোত্তর পদ্মভূষণ দিতে চেয়েছিল কেন্দ্র। কিন্তু সেই সম্মান নিতে রাজি নয় তাঁর পরিবার। দিল্লিতে নির্ভয়া গণধর্ষণ কাণ্ডের পর আইনের খুঁটিনাটি খতিয়ে দেখতে এই বিচারপতি বর্মার নেতৃত্বেই তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছিল। ২৯ দিনের মাথায় ৬৩০ পাতার রিপোর্ট তৈরি করে জমা দিয়েছিল বর্মা কমিটি। তাঁদের সুপারিশ মেনেই নয়া আইন জারি করে ধর্ষণে কঠোর শাস্তির বন্দোবস্ত করা হয়।
গত বছর এপ্রিলে প্রয়াত হন বিচারপতি জে এস বর্মা। ২৫ জানুয়ারি ঘোষণা করা হয় পদ্ম সম্মান প্রাপকদের নাম। বিচারপতির স্ত্রী পুষ্প বর্মার অভিযোগ, এই সম্মানের জন্য যে তাঁর স্বামীকে মনোনীত করা হয়েছে তা তাঁরা প্রথম জানতে পারেন সংবাদমাধ্যম থেকে। সরকারের তরফে তাঁদের সঙ্গে যোগাযোগ করা হয়নি।
২৯ জানুয়ারি রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের উদ্দেশে একটি চিঠিতে পুষ্প বর্মা লিখেছেন, তাঁর স্বামী কোনও দিনই কোনও পুরস্কার বা সাহায্য চাননি। আইনজ্ঞ হিসাবে মানুষের মনে যে আসনে তিনি রয়েছেন, সেটাই তাঁর সব চেয়ে বড় পাওনা। জে এস বর্মার মেয়ে শুভ্রা আবার জানিয়েছেন, তাঁর বাবার গ্রামের বাড়ি মধ্যপ্রদেশের সাতনায় এ মাসের গোড়ায় স্বরাষ্ট্র মন্ত্রকের কিছু অফিসার গিয়েছিলেন। বিচারপতির সম্পর্কে তাঁরা খোঁজও নিয়েছিলেন বলে জানতে পেরেছে তাঁর পরিবার।
বিচারপতি বর্মার পরিবার পদ্ম সম্মান ফেরানোর কথা বলায় অস্বস্তিতে কেন্দ্র। একটি সূত্রের মতে, তাঁরা হয়তো আরও বড় সম্মান পদ্ম বিভূষণ আশা করেছিলেন। পদ্ম ভূষণের কথা শুনে আশাহত হয়েই তা প্রত্যাখ্যান করছেন এখন। |
|
|
|
|
|