|
|
|
|
১৬ই জন লোকপাল পাশ করাতে চায় আপ
নিজস্ব সংবাদদাতা • নয়াদিল্লি
৩১ জানুয়ারি |
জন লোকপাল বিলটির রূপরেখা চূড়ান্ত হওয়ার আগেই, তা কবে পাশ হবে আজ ঠিক করে ফেলল আপ আদমি পার্টির সরকার। আজ দিল্লি সরকার জানিয়েছে, আগামী ১৬ ফেব্রুয়ারি বিশেষ অধিবেশন ডেকে ইন্দিরা গাঁধী স্টেডিয়ামে ওই বিলটি পাশ করাবে সরকার। ওই বিল পাশের অধিবেশনে উপস্থিত থাকতে পারবেন আমজনতাও।
আজও মন্ত্রিসভায় খসড়া বিলটি নিয়ে একপ্রস্থ আলোচনায় বসেন কেজরিওয়ালেরা। কিন্তু বৈঠক শেষে দিল্লির শিক্ষামন্ত্রী মণীশ সিসৌদিয়া জানান, “খসড়া বিলটি নিয়ে বিভিন্ন দফতর তাদের মতামত পাঠিয়েছিল। আজ সময়ের অভাবে সবক’টি মতামত ধরে আলোচনা করা সম্ভব হয়নি। আগামী সোমবার ফের মন্ত্রিসভার বৈঠকে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সরকার।” বিলটি চূড়ান্ত খসড়া অনুমোদন করা ছাড়াও সেটি কবে পাশ হবে তা নিয়েও আজ আলোচনায় বসে মন্ত্রিসভা। ওই বিলটি পাশ করানোর জন্য বিশেষ অধিবেশন ডাকার প্রশ্নে রাজি হয়েছে দিল্লি মন্ত্রিসভা। সিসৌদিয়া বলেন, “আগামী ১৩-১৫ ফেব্রুয়ারি দিল্লি বিধানসভায় বিশেষ অধিবেশন হবে। আর জন লোকপাল
বিলটি আম-জনতার উপস্থিতিতে ইন্দিরা গাঁধী স্টেডিয়ামে পাশ হবে ১৬ ফেব্রুয়ারি।”
আজ দিল্লি সরকারের পক্ষে জানানো হয়েছে, কেন্দ্রের লোকপাল বিল দিল্লি সরকারের জন লোকপাল বিলের মধ্যে বেশ কিছু পার্থক্য রয়েছে। কেন্দ্রের লোকপালের বিলের আওতায় কিছু ক্ষেত্রে (প্রতিরক্ষা, বিদেশনীতি) প্রধানমন্ত্রীকে ছাড় দেওয়া হয়েছে। সেখানে এই
বিলে মুখ্যমন্ত্রীর জন্য কোনও ছাড় নেই। এছাড়া কেন্দ্রীয় বিলে দোষীদের সর্ব্বোচ্চ সাজা দশ বছর রাখা হয়েছে, সেখানে এই বিলে যাবজ্জীবন সাজার সুপারিশ করা হয়েছে। এছাড়া
কেন্দ্রীয় বিলে না থাকলেও দিল্লি সরকারের বিলে হুইসিলব্লোয়ারদের জন্য বিশেষ নিরাপত্তা দেওয়ার ব্যবস্থা রয়েছে এই বিলে। |
|
|
|
|
|