প্রাক্তন ক্রিকেটার ভি ভি এস লক্ষ্মণের ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে উধাও হয়ে যাওয়া দশ লক্ষ টাকার হদিস মিলল বিধাননগরে একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের শাখায়। এই ঘটনায় শুক্রবার ইজাজুল শেখ (৩০) নামে কালিয়াচকের নবীনগরের এক বাসিন্দাকে আটক করেছে বিধাননগর কমিশনারেট।
বিধাননগরের গোয়েন্দা প্রধান অর্ণব ঘোষ জানান, হায়দরাবাদের সাইবারাবাদ কমিশনারেটের সাইবার থানায় লক্ষ্মণ অভিযোগ দায়ের করেন তাঁর ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে দশ লক্ষ টাকা ডেবিট হয়ে গিয়েছে। শুক্রবারই বিধাননগরের কোয়ালিটি মোড়ে রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের অ্যাকাউন্টে দশ লক্ষ টাকা আসায় তা বিধাননগর উত্তর থানায় জানান ব্যাঙ্কের ম্যানেজার। এই তথ্য জানার পর অ্যাকাউন্টটি নিয়ে তল্লাশি করে বিধাননগরের গোয়েন্দা দল। দেখা যায়, লক্ষ্মণের অ্যাকাউন্টের ওই দশ লক্ষ টাকা চলে এসেছে বিধাননগরের ওই ব্যাঙ্কে ইজাজুল শেখ নামে এক ব্যক্তির অ্যাকাউন্টে। পরে তাঁকে আটক করা হয়।
দিন কয়েক আগে ব্যাঙ্কটির ওই শাখায় অ্যাকাউন্ট খোলেন ইজাজুল। শুক্রবার দুপুরে লক্ষ্মণের অ্যাকাউন্ট থেকে টাকা ডেবিট হয়ে যায়।
বিকেল ৪টে ২০মিনিট নাগাদ দেখা যায় ইজাজুলের অ্যাকাউন্টে দশ লক্ষ টাকা ঢুকেছে। এর কিছু পরেই তিনি টাকা তুলতে ব্যাঙ্কে যান। তাতেই সন্দেহ হয় ব্যাঙ্ক-কর্তৃপক্ষের। খবর যায় পুলিশে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওই ব্যক্তির কথাবার্তায় অসঙ্গতি দেখা দেওয়ায় তাঁকে আটক করে পুলিশ। খবর দেওয়া হয়েছে সাইবারাবাদ কমিশনারেটে। অনুমান, ভুয়ো অ্যাকাউন্ট খুলে লক্ষ্মণের অ্যাকাউন্ট থেকে টাকা হাতানো হয়েছে। নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমেই ওই অ্যাকাউন্ট হ্যাক করা হয়েছে কি না, সে বিষয়ে পুলিশ কোনও মন্তব্য করতে চায়নি। এর পিছনে কোনও আন্তঃরাজ্য চক্রের হাত আছে বলে অনুমান। টাকা হাতানোর জন্য ইজাজুল অ্যাকাউন্ট খুলেছিলেন কি না, তা-ও জানার চেষ্টা চলছে। আজ ইজাজুলকে আটক করে দফায় দফায় জিজ্ঞাসাবাদ করেন বিধাননগরের গোয়েন্দারা। তবে সূত্রের খবর, ইজাজুলের দাবি, কী ভাবে তাঁর অ্যাকাউন্টে ওই টাকা এল সে বিষয়ে তিনি কিছুই জানেন না। |