আমরি মামলার আদালত বদল
নিজস্ব সংবাদদাতা |
ঢাকুরিয়ার আমরি হাসপাতালে অগ্নিকাণ্ডের মামলাটি শুক্রবার স্থানান্তরিত হয়ে গেল। এ দিন আলিপুরের জেলা ও দায়েরা জজ সমরেশপ্রসাদ চৌধুরী ওই মামলাটি তৃতীয় জেলা ও দায়েরা জজ সাকেত ঝা-র আদালতে পাঠানোর নির্দেশ দেন। আগামী ২৮ ফেব্রুয়ারি অভিযুক্তদের ওই নতুন আদালতে হাজির থাকারও নির্দেশ দেন তিনি।
২০১১-এর ৮ ডিসেম্বর আমরিতে ওই আগুনে ৯৩ জনের মৃত্যু হয়। মামলায় ১৬ জন অভিযুক্তের মধ্যে ওই হাসপাতালের ১২ জন ডিরেক্টর ও ৪ জন আধিকারিক রয়েছেন। তাঁরা সকলেই জামিনে মুক্ত। অভিযুক্তদের মধ্যে রাধেশ্যাম অগ্রবাল, প্রীতি সুরেখা ও সত্যব্রত উপাধ্যায় এ দিন আদালতে গরহাজির ছিলেন। তবে হাজির ছিলেন তাঁদের আইনজীবীরা। অভিযুক্তদের আইনজীবী সেলিম রহমান আদালতে জানান, তিন অভিযুক্ত রবি টোডি, রাহুল টোডি ও মানস গোয়েন্কা ব্যবসার কাজে বিদেশে যেতে চান। আদালত তাঁদের অনুমতি দিয়েছে। তবে একই সঙ্গে নির্দেশ দিয়েছে, ওই তিন জনকে ২৭ ফেব্রুয়ারি দেশে ফিরে আসতে হবে। এবং বিচারের দিন হাজির থাকতে হবে। অগ্নিকাণ্ডের সময়ে পুলিশের বাজেয়াপ্ত করা সিডি-র প্রতিলিপি ও তার রিপোর্ট এ দিন অভিযুক্তদের আইনজীবীর হাতে তুলে দেন সরকারি আইনজীবী শক্তি ভট্টচার্য। পরে শক্তিবাবু বলেন, “অভিযুক্তদের আইনজীবীর আরও কিছু পাওয়ার থাকলে সেগুলি পরবর্তী দিন তাঁকে দেওয়া হবে।” এই প্রতিলিপি পাওয়া নিয়েই মামলাটি স্থানান্তর হওয়া আটকে ছিল।
|
বন্দিদের কাছে টাকা রাখাই বেআইনি। সেখানে এক বন্দির কাছ থেকে মিলল জাল নোট এবং মোবাইল। শুক্রবার, প্রেসিডেন্সি কেন্দ্রীয় সংশোধনাগারে। জেল সূত্রের খবর, ওই জেলের সি ওয়ার্ডের বাসিন্দা যাবজ্জীবন সাজাপ্রাপ্ত বন্দি আকাশ দাসের কাছে জাল নোট রয়েছে বলে সম্প্রতি খবর আসে। রক্ষীরা তল্লাশি চালিয়ে ৪টি এক হাজার টাকার ও ১২টি পাঁচশো টাকার জাল নোট উদ্ধার করেন। মেলে একটি মোবাইল ফোনও। জেল সূত্রে খবর, আকাশ দমদমের দুলালের ঘনিষ্ঠ। স্ত্রীকে খুনের অভিযোগে সে জেল খাটছে। আকাশই মালদহ থেকে জাল নোট এনে জেলে পাচার করত। জেল কর্তৃপক্ষ সূত্রের খবর, জাল নোট উদ্ধার হওয়ার পরে বিষয়টি হেস্টিংস থানাকে জানানো হয়েছে।
|
নতুন সাজে ভারতীয় জাদুঘর কাল, রবিবার দরজা খুলছে। উদ্বোধন করতে প্রধানমন্ত্রী মনমোহন সিংহ আজ, শনিবার কলকাতায় আসছেন। সন্ধ্যায় পৌঁছে তিনি রাত কাটাবেন রাজভবনে। পরের দিন সকালে জাদুঘরের দ্বিশতবার্ষিকীর অনুষ্ঠানে তিনিই প্রধান অতিথি। অনুষ্ঠানের আয়োজন দেখতে শুক্রবার জাদুঘরে যান রাজ্যপাল তথা জাদুঘরের অছি পরিষদের চেয়ারম্যান এম কে নারায়ণন। সংস্কারের জন্য সেপ্টেম্বর থেকে জাদুঘর বন্ধ আছে। উদ্বোধনের পরে তা সাধারণের জন্য খুলে দেওয়া হবে। উদ্বোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়েরও থাকার কথা। প্রধানমন্ত্রী ওই অনুষ্ঠান সেরেই দিল্লি ফিরে যাবেন। |