জলাশয় নিয়ে বিবাদ, জখম ২
নিজস্ব সংবাদদাতা • কাটোয়া |
জখম শক্তিপদ ঘোষ। —নিজস্ব চিত্র। |
জলাশয়ের দখল নেওয়াকে কেন্দ্র করে দুই পরিবারের গোলমালে ছররা গুলি ছিটকে জখম হলেন এক জন। পাশ দিয়ে স্কুলে যাওয়ার পথে জখম হয়েছেন দশম শ্রেণির এক ছাত্রীও। শুক্রবার সকালে কাটোয়ার মুস্থুলি গ্রামের ঘটনা। আহত দু’জনেই কাটোয়া মহকুমা হাসপাতালে ভর্তি।
পুলিশ জানিয়েছে, ওই গ্রামের কালোসোনা ঘোষ ও নবকুমার ঘোষের মধ্যে জলাশয় দখল নিয়ে মাঝেমধ্যেই অশান্তি হয়। কিছুদিন আগে দু’পক্ষই এ নিয়ে কাটোয়া থানায় অভিযোগও দায়ের করে। এ দিন সকাল থেকেই দু’পক্ষ সংঘর্ষের প্রস্তুতি নিচ্ছিল। তখনই কোনও ভাবে নিজেদের কাছে থাকা বন্দুক থেকে ছররা গুলি ছিটকে আহত হন শক্তিপদ ঘোষ ও দশম শ্রেণির ছাত্রী পয়মনি ঘোষ। ওই ছাত্রী জানায়, স্কুলে যাওয়ার পথে ঘটনাটি ঘটে। চিকিৎসকরা জানান, পয়মনির পায়ে ও শক্তিপদবাবুর কোমরের কাছে গুলি লেগেছে। তবে দু’জনেই সুস্থ রয়েছেন। শক্তিপদ অবশ্য পুলিশের কাছে অভিযোগ করেছেন, বিরোধী পক্ষ তাঁকে লক্ষ্য করে গুলি চালানোয় তিনি জখম হয়েছেন। পুলিশ অবশ্য সে কথা বিশ্বাস করেনি। |
ট্রাক উল্টে মৃত্যু চালকের
নিজস্ব সংবাদদাতা • বর্ধমান |
প্রসূতিকে হাসপাতালে ভর্তি করিয়ে ফেরার পথে ট্রাকের ধাক্কায় মৃত্যু হয়েছে এক অ্যাম্বুল্যান্স চালকের। বৃহস্পতিবার রাতে গাংপুরের কাছে দুর্ঘটনাটি ঘটে। মৃতের নাম শেখ খোকন (৫৪)। মেমারির হাসপাতাল পাড়ার বাসিন্দা তিনি। পুলিশ জানায়, মেমারির কাশিয়াড়ির বাসিন্দা ওই প্রসূতিকে মেমারি গ্রামীণ হাসপাতাল থেকে বর্ধমান মেডিক্যালে রেফার করা হয়েছিল। ওই রাতে তাঁকে বর্ধমানে পৌঁছে দিয়েই মেমারি ফিরছিল অ্যাম্বুল্যান্সটি। তখনই গাংপুরের কাছে একটি ট্রাককে ওভারটেক করার সময় ট্রাকের চাকা খুলে যাওয়ায় ট্রাকটি ওই মাতৃযানের উপর উল্টে পড়ে। ঘটনাস্থলেই মারা যান খোকন। অ্যাম্বুল্যান্সে থাকা ওই প্রসূতীর দুই আত্মীয় শেখ নিজাম ও সিরাজ আলিও গুরুতর আহত হয়েছেন। তাঁদেরও বর্ধমান মেডিক্যালে ভর্তি করানো হয়েছে। |
কালনায় মৎস্য মেলা
নিজস্ব সংবাদদাতা • কালনা |
এক দিনের মৎস্য মেলা হয়ে গেল কালনা ১ ব্লক কার্যালয় চত্বরে। শুক্রবার ‘দি কালনা ফিস ফার্মার্স ওয়েলফেয়ার সোসাইটি’র উদ্যোগে ওই মেলা হয়। মেলায় মৎস্য চাষ বিষয়ক নানা স্টল বসে। এছাড়া কোন মাছের কী খাদ্য, মাছ চাষের জন্য কীভাবে পুকুর তৈরি করা হয়, রঙিন মাছ চাষ করে কীভাবে রোজগার করা যায়, সে ব্যাপারে নানা পরামর্শও দেওয়া হয়। পঞ্চায়েত সমিতির কার্যালয়ে মৎস্য চাষ নিয়ে আলোচনা সভাও হয়। উপস্থিত ছিলেন কালনা ১-এর বিডিও সব্যসাচী রায়চৌধুরী, পঞ্চায়েত সমিতির সভাপতি শ্রাবণী পাল, পঞ্চায়েত সমিতির কৃষি কর্মাধ্যক্ষ কালিপদ বাগ-সহ মৎস্য দফতরের বিভিন্ন আধিকারিকেরা। কী ভাবে অল্প খরচে লাভজনক মাছ চাষ করা যায়, সে ব্যাপারে মৎস্য চাষিদের পরামর্শ দেন বিশেষজ্ঞেরা। মাছের নানা রোগের সম্বন্ধেও পরামর্শ দেওয়া হয় এ দিন। উদ্যোক্তাদের তরফে বিজয় রায় বলেন, “এলাকার মানুষ যাতে মাছ চাষ করে আয় বাড়াতে পারেন তার জন্যই এমন উদ্যোগ।” |
আটক কয়লা বোঝাই ট্রাক
নিজস্ব সংবাদদাতা • বর্ধমান |
৩০ টন কয়লা বোঝাই একটি ট্রাককে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে রায়না থানার বাঁকুড়া মোড়ের ঘটনা। পুলিশ জানায়, ওই লরির চালক যে চালান দেখায়, তাতে লেখা ছিল আসামসোল মহকুমার বনজেমারি খনি থেকে ওই কয়লা তোলা হয়েছে। জেলা পুলিশ সুপার সৈয়দ মহম্মদ হোসেন মির্জা বলেন, “তদন্তে দেখা গিয়েছে ওই চালানটি ভুয়ো এবং ইসিএলের বনজেমারি খনি থেকে কোনও কয়লাই ওই ট্রাকে তোলা হয়নি।” চোরাই কয়লা পাচারের অভিযোগে ওই ট্রাকের চালক ও মালিকের বিরুদ্ধে মামলা শুরু করেছে পুলিশ। চালককে গ্রেফতারও করা হয়েছে। |
ব্রিগেড-ফেরত বাস দুর্ঘটনায় আহত ১৫
নিজস্ব সংবাদদাতা • বর্ধমান |
নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিগেড ফেরত একটি বাস ট্রাকে ধাক্কা মারায় আহত হয়েছেন এক মহিলা-সহ ১৫ জন। বৃহস্পতিবার রাতে গলসির উচ্চগ্রামে বড়শূল সেতুর উপর দুর্ঘটনাটি ঘটে। আহতদের আটজনকে একটি বেসরকারি হাসপাতালে ও সাতজনকে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়েছে। পুলিশ জানিয়েছে, সকলের অবস্থা স্থিতিশীল। এসপি বলেন, “পরে রাতেই অন্য দুটি বাসে বাকি যাত্রীদের উচ্চগ্রামে পাঠিয়ে দেওয়া হয়েছে।” |
প্রতিবাদ মিছিল
নিজস্ব সংবাদদাতা • কালনা |
বিধায়ক বিশ্বজিৎ কুণ্ডুর বাড়িতে বোমাবাজির ঘটনায় সরব হলেন তৃণমূলের কর্মী-সমর্থকেরা। শুক্রবার বিকেলে তৃণমূলের উদ্যোগে শহরে একটি মিছিল বের হয়। মিছিলে হাঁটেন শহর এবং গ্রামের বহু তৃণমূল নেতা-কর্মী এবং সমর্থকেরা। দোষীদের গ্রেফতারের দাবিতে স্লোগান ওঠে মিছিলে। সমালোচিত হয় পুলিশের ভূমিকাও। মিছিলে হাঁটেন বিধায়ক বিশ্বজিৎবাবু, পুরসভার পূর্ত কর্মাধ্যক্ষ সুনীল চৌধুরী-সহ বেশ কিছু নেতা। |