বামনি গ্রামের দিলীপ মাহাতো। তার এক্সচেঞ্জ কার্ড নবীকরণ করাতে পারেননি গত তিন মাসেও। পাঁচ বার মানবাজার ব্লক অফিসে এসেছেন মধুপুর গ্রামের বিশ্বজিৎ ঘোষ তাঁর স্ত্রীর এক্সচেঞ্জ কার্ড করার জন্য। এরকম হয়রানির দীর্ঘ তালিকা রয়েছে। জেলা কর্মবিনিয়োগ কেন্দ্রে চাপ কমাতে ও কর্মপ্রার্থীদের সুবিধার জন্য প্রায় এক দশক আগে পুরুলিয়ার বিভিন্ন ব্লকে এমপ্লয়মেন্ট অফিসার নিয়োগ করা হয়েছিল। অভিযোগ মানবাজার ১ ব্লকে কর্মসংস্থান সংক্রান্ত কোনও পরিষেবা মেলে না। দিলীপবাবুর দাবি, “গত দু’বছর ধরে এই পরিস্থিতি চলছে। বাধ্য হয়ে পুরুলিয়া গিয়ে এমপ্লয়মেন্টের কাজ করতে হয়েছে।” মানবাজার ১ ব্লক অফিসের দোতলায় এমপ্লয়মেন্ট অফিসার গণেশ সরেন বসেন। অভিযোগ নিয়ে প্রশ্ন করতেই, মন্তব্য করবেন না বলে তিনি ইশারায় জানান। বেশ কয়েক বার প্রশ্ন করতে তিনি পাশে রাখা স্লেটে লিখে জানান, ‘আমি অসুস্থ। কথা বলতে পারব না।’ মানবাজার ১ ব্লকের বিডিও সায়ক দেব বলেন, “তাঁর বিরুদ্ধে অনেকেই জানিয়েছেন। শুনেছি উনি অসুস্থ। এ বিষয়ে জেলা এমপ্লয়মেন্ট অফিসার ব্যবস্থা নিতে পারেন।” জেলা এমপ্লয়মেন্ট অফিসার অনুজ চক্রবর্তী বলেন, “অনেক দিন আগেই ওই অফিসারের অভিযোগ পেয়েছি। ওঁদের বদলি বা নিয়োগ সংক্রান্ত বিষয়টি রাজ্যস্তরে নিয়ন্ত্রিত হয়। এ ক্ষেত্রে সংশ্লিষ্ট ব্লকের বিডিও কাজের মূল্যায়ণ করে রিপোর্ট পাঠালে, তা রাজ্যস্তরে জানাতে পারি।”
|
অস্বাভাবিক মৃত্যু হয়েছে এক যুবকের। মৃতের নাম বিজয় গঁরাই (৩০)। বাড়ি মানবাজারের চাপাতি গ্রামে। বুধবার সন্ধ্যায় হুল্লুং গ্রামের মোড় পথচারীরা তাঁকে উদ্ধার করে মানবাজার গ্রামীণ হাসপাতালে নিয়ে যান। কিছুক্ষণের মধ্যে তাঁর মৃত্যু হয়। পুলিশ জানায়, মৃত্যুর কারণ স্পষ্ট নয়। আঘাতের কোনও চিহ্ন ছিল না। অন্য দিকে, বৃহস্পতিবার দুপুরে বাঁকুড়া সদর থানার শালবনি এলাকায় একটি পুকুর থেকে অজ্ঞাতপরিচয় এক প্রৌঢ়ার দেহ উদ্ধার হয়েছে।
|
অতিরিক্ত পণের দাবিতে বধূকে নির্যাতনের অভিযোগে স্বামীকে গ্রেফতার করল পুলিশ। বুধবার হিড়বাঁধ থানার বিক্রমডি গ্রামের ঘটনা। পুলিশ জানায়, ধৃতের নাম সঞ্জয় সিংহ সর্দার। ওই দিনই বধূ তাঁর স্বামী, শ্বশুর ও শাশুড়ির বিরুদ্ধে অতিরিক্ত পণের দাবিতে মানসিক ও শারীরিক অত্যাচারের অভিযোগ দায়ের করেন। অভিযুক্ত বাকি দু’জন পলাতক। ধৃতকে বৃহস্পতিবার খাতড়া আদালতে তোলা হলে ১৪ দিন জেল হাজতের নির্দেশ দেন বিচারক।
|
পান বরজ লাগোয়া এলাকায় পোল্ট্রি ফার্ম গড়া চলবে না। এই দাবিতে বুধবার জেলাশাসকের দফতরের সামনে অবস্থানে বসেন বাঁকুড়ার বেলিয়াতোড় থানার ঢেঙ্গাকেন্দ গ্রামের কিছু পান চাষি। তাঁরা একটি সংগঠনও গড়ে তুলেছেন। জেলাশাসক বিজয় ভারতী বলেন, “পান চাষে ক্ষতি হলে দূষণ নিয়ন্ত্রণ বোর্ডের ছাড়পত্র পাবে না ফার্ম কর্তৃপক্ষ। তবে বিষয়টি দেখছি।”
|
পায়রাচালি আদিবাসী গার্লস স্কুলের কক্ষ নির্মাণের জন্য প্রাথমিক বরাদ্দ মিলেছে। মানবাজারের বিডিও সায়ক দেব জানান, পশ্চিমাঞ্চল উন্নয়ন পর্ষদ থেকে সম্প্রতি ৩৯ লক্ষ ৩০ হাজার টাকা মিলেছে। শীঘ্রই কাজ শুরু হবে। মানবাজার ব্লকে এটি দ্বিতীয় গার্লস স্কুল।
|
ছাতনা-মুকুটমণিপুর রেলপথের কাজ দ্রুত শেষ করার দাবি তুলল বিজেপি। বুধবার বাঁকুড়ার তামলিবাঁধে বিজেপি একটি পথসভার আয়োজন করে। উপস্থিত ছিলেন সংগঠনের রাজ্য সহ-সভাপতি সুভাষ সরকার। |